প্রশ্ন : হংকং চীনের সঙ্গে একত্রিত হয়-
উত্তর : ১ জুলাই ১৯৯৭ সালে
প্রশ্ন : হংকং ব্রিটেনের অধীনে ছিল-
উত্তর : ১৫৬ বছর
প্রশ্ন : ম্যাকাও পর্তুগালের অধীনে ছিল-
উত্তর : ৪৪২ বছর
প্রশ্ন : পর্তুগাল ম্যাকাও দ্বীপ চীনের কাছে হস্তান্তর করে-
উত্তর : ১৯ ডিসেম্বর ১৯৯৯ সালে
প্রশ্ন : এশিয়া মহাদেশে ইউরোপের সবচেয়ে প্রাচীন ও সর্বশেষ উপনিবেশ-
উত্তর : ম্যাকাও
প্রশ্ন : চীন তিব্বতকে ধর্মীয় স্বাধীনতা দান করে-
উত্তর : ১৯৫১ সালে
প্রশ্ন : চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট-
উত্তর : ড. সান ইয়াৎ সেন
প্রশ্ন : জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রথমবারের মতো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়-
উত্তর : ২০০২ সালে
প্রশ্ন : জাতিসংঘ চীনের সদস্যপদ বাতিল করে-
উত্তর : ১৯৫০ সালে
প্রশ্ন : পুনরায় চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হয়-
উত্তর : ১৯৭১ সালের ২৫ অক্টোবর
প্রশ্ন : চীন তাইওয়ানের ওপর সরাসরি বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেয়-
উত্তর : ২০০০ সালে
প্রশ্ন : দালাইলামা-
উত্তর : তিব্বতের ধর্মীয় নেতার পদবি
প্রশ্ন : উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া বিভক্ত হয়-
উত্তর : ১৯৪৫ সালে
প্রশ্ন : যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে-
উত্তর : ১৯৯৯ সালে
প্রশ্ন : অষ্টম পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়-
উত্তর : উত্তর কোরিয়া
প্রশ্ন : উত্তর কোরিয়া পারমাণবিক বিস্ফোরণ ঘটায়-
উত্তর : উত্তর পূর্বাঞ্চলীয় হামজিয়ং
প্রশ্ন : কোরিয়া যুদ্ধের অবসান-
উত্তর : ১৯৫৩ সালে
প্রশ্ন : জাপান সাগর ও পিত সাগরের মধ্যে অবস্থিত উপদ্বীপ-
উত্তর : কোরিয়া
প্রশ্ন : দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত দক্ষিণ কোরিয়া-
উত্তর : জাপানের অধীনে ছিল