শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

পঞ্চম শ্রেণির বিজ্ঞান

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ১৮ আগস্ট ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বিজ্ঞান

১৩৪। আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন পান করলে হাত-পায়ে যে এক ধরনের ক্ষত বা ঘা তৈরি হয় তা - রোগ।

উত্তর : আর্সেনোকোসিস

১৩৫। আর্সেনোকোসিস রোগের কারণ -।

উত্তর : আর্সেনিকযুক্ত পানি পান

১৩৬। আর্সেনোকোসিস কী ধরনের -।

উত্তর : পানিবাহিত রোগ

১৩৭। দূষিত পানিতে গোসল করলে - রোগ হতে পারে।

উত্তর : চর্মরোগ

১৩৮। দূষিত পানি পান করলে - হওয়ার আশঙ্কা থাকে।

উত্তর : পেটের পীড়া

১৩৯। আমাদের ঘিরে আছে -।

উত্তর : বায়ু

১৪০। অক্সিজেন আমাদের গ্রহণ করা খাদ্য ভেঙে - উৎপাদন করে।

উত্তর : শক্তি

১৪১। শ্বাসকষ্টের রোগীদের অনেক সময় সিলিন্ডার থেকে - দেওয়া হয়।

উত্তর : অক্সিজেন

১৪২। রান্নাঘরে বিষাক্ত - উৎপন্ন হয়।

উত্তর : কার্বন মনোক্সাইড

১৪৩। ইউরিয়া সার প্রস্তুতিতে বায়ুর - গ্যাস ব্যবহার করা হয়।

উত্তর : নাইট্রোজেন

১৪৪। মাটিকণার ফাঁকে ফাঁকে - থাকে।

উত্তর : বায়ু

১৪৫। অক্সিজেন ছাড়া - জ্বলে না।

উত্তর : আগুন

১৪৬। পর্বতের চূড়ায় - পরিমাণ কম থাকে।

উত্তর : অক্সিজেনের।

১৪৭। গাছের বৃদ্ধির জন্য - সার প্রয়োগ করা হয়।

উত্তর : ইউরিয়া

১৪৮। অগ্নিনির্বাপক যন্ত্রে - গ্যাস বিদ্যমান থাকে।

উত্তর : কার্বন ডাইঅক্সাইড

১৪৯। কার্বন মনোক্সাইড - গ্যাস।

উত্তর : বিষাক্ত

১৫০। কয়লা পোড়ানো বায়ুতে - অক্সাইড উৎপন্ন হয়।

উত্তর : সালফারের

১৫১। এসিডযুক্ত বৃষ্টি সকল জীবের জন্য -।

উত্তর : ক্ষতিকর

১৫২। বোতলে কোমল পানীয়ের সঙ্গে - কার্বন ডাইঅক্সাইড গ্যাস মেশানো হয়।

উত্তর : উচ্চচাপে

১৫৩। বোতলে কোমল পানীয়ের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড গ্যাস মেশানোর ফলে - স্বাদ পাওয়া যায়।

উত্তর : ঝাঁজাল

১৫৪। যানবাহনের কালো ধোঁয়া - দূষিত করে।

উত্তর : বায়ু

১৫৫। কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুর চেয়ে -।

উত্তর : ভারী

১৫৬। - ব্যবহার করে টারবাইন ঘুরিয়ে বিদু্যৎ উৎপাদন করা হয়।

উত্তর : বায়ুপ্রবাহকে

১৫৭। চিপসের প্যাকেটে - গ্যাস ব্যবহার করা হয়।

উত্তর : নাইট্রোজেন

১৫৮। উঁচু পর্বতে উঠতে গেলে সিলিন্ডারে করে - গ্যাস নিয়ে যেতে হয়।

উত্তর : অক্সিজেন

১৫৯। কার্বন মনোক্সাইড গ্যাসটি -।

উত্তর : বিষাক্ত

১৬০। জ্বালানি পোড়ালে বায়ুতে - বাড়ে।

উত্তর : কার্বন ডাইঅক্সাইড

১৬১। - ব্যবহার করে বিদু্যৎ উৎপাদন কাজটি সম্পন্ন করা হয়।

উত্তর : বায়ুপ্রবাহকে

১৬২। কার্বন ডাইঅক্সাইডের ধর্ম -।

উত্তর : এটি বায়ুর চেয়ে ভারী

১৬৩। বায়ুর - উপাদানটি খাদ্য ভেঙে শক্তি উৎপাদন করে।

উত্তর : অক্সিজেন

১৬৪। ডুবুরিরা পানির নিচে যে সিলিন্ডারটি ব্যবহার করে, তাতে বায়ুর - উপাদানটি থাকে।

উত্তর : অক্সিজেন

১৬৫। দূষিত বায়ুর প্রভাবে মানুষের - রোগ হয়।

উত্তর : ব্রঙ্কাইটিস

১৬৬। - ইউরিয়া সার প্রস্তুতিতে ব্যবহার করা হয়।

উত্তর : নাইট্রোজেন

১৬৭। কোমল পানীয়ের ছিপি খুললে - বুদ্বুদ পাওয়া যায়।

উত্তর : কার্বন ডাইঅক্সাইডের

১৬৮। কাঠ পোড়ানোর সময় অক্সিজেনের অভাব হলে বায়ুর - উপাদান উৎপন্ন হয়।

উত্তর : কার্বন মনোক্সাইড

১৬৯। মোটরগাড়ি - দূষিত করে।

উত্তর : বায়ু

১৭০। ভাত শরীরে - উৎপাদনে ভূমিকা রাখে।

উত্তর : শক্তি

১৭১। পানি ও বায়ু হলো -।

উত্তর : পদার্থ

১৭২। বালু ও লোহার গুঁড়োর মিশ্রণ থেকে তুমি - দিয়ে লোহার গুঁড়োকে আলাদা করবে।

উত্তর : চুম্বক দন্ড

১৭৩। বেশি ভিটামিন ও মিনারেল পাওয়া যায় -।

উত্তর : ফল ও সবজিতে

১৭৪। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রম্নত তথ্য বা সংবাদ পাঠাতে ব্যবহার করা হয় -।

উত্তর : ইন্টারনেট

১৭৫। পাওয়ার টিলার - ক্ষেত্রের প্রযুক্তি।

উত্তর : কৃষি

১৭৬। দিন ও রাতের দৈর্ঘ্য - দ্বারা প্রভাবিত নয়।

উত্তর : প্রযুক্তির

১৭৭। তুমি তোমার এলাকার মানুষকে - রঙের নলকূপের পানি পান করতে নিষেধ করবে।

উত্তর : লাল

১৭৮। অনেক তথ্য অল্প জায়গায় ও সহজে বহন করার জন্য ব্যবহার করা হয় -।

উত্তর : পেনড্রাইভ

১৭৯। কাশফুল ফোটে - ঋতুতে।

উত্তর : শরৎ

১৮০। কমলালেবু - ফল।

উত্তর : শীতকালীন

১৮১। মাছ - সাহায্যে শ্বাসকার্য চালায়।

উত্তর : ফুলকার

১৮২। সামুদ্রিক মাছে - প্রচুর পরিমাণে পাওয়া যায়।

উত্তর : আয়োডিন

১৮৩। মানুষের দেহ - পরিবাহী।

উত্তর : বিদু্যৎ

১৮৪। পাঁচড়া - রোগ।

উত্তর : ছোঁয়াচে

১৮৫। বিষধর সাপের বিষদাঁত থাকে - টি।

উত্তর : দুই

১৮৬। লেবুর রস - তৈরির উপাদান নয়।

উত্তর : স্যালাইন

১৮৭। জন্ডিস - রোগ।

উত্তর : যকৃতের

১৮৮। আদমশুমারি - বছর অন্তর হয়।

উত্তর : ১০

পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে