শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ১৭ আগস্ট ২০২৪, ০০:০০
দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

অষ্টম অধ্যায়

৪৪. গ্রামীণ বসতিতে পথঘাটের প্রাধান্য থাকে-

ক) বেশি

খ) খুব বেশি

গ) কম

ঘ) খুব কম

সঠিক উত্তর: ঘ) খুব কম

৪৫. গ্রামীণ বসতির শ্রেণীবিভাগ করা হয়েছে-

র. বসতির নির্মাণ সামগ্রীর ভিত্তিতে

রর. বসতির অবস্থানের প্রেক্ষীতে

ররর. বাসগৃহসমূহের পরস্পরের ব্যবধানের ভিত্তিতে

নিচের কোনটি সঠিক?

ক)র ও রর খ)র ও ররর

গ)রর ও ররর ঘ)র, রর ও ররর

সঠিক উত্তর: খ)র ও ররর

৪৬.নগর বসতির বৈশিষ্ট্য কি?

ক) কৃষি প্রধান

খ) উৎপাদক অঞ্চল

গ) প্রত্যক্ষ ভূমি ব্যবহার ব্যতীত অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত

ঘ) ১ম পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত

সঠিক উত্তর: গ) প্রত্যক্ষ ভূমি ব্যবহার ব্যতীত অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত

৪৭. পশুচারণের জন্য কি ধরনের এলাকা প্রয়োজন হয়?

ক) পাহাড়ী এলাকা

খ) বড় বড় এলাকা

গ) নিচু সমতলভূমি

ঘ) পস্নাবণ সমভূমি

সঠিক উত্তর: খ) বড় বড় এলাকা

৪৮. থেবস নগরী কোন নদীর অববাহিকায় গড়ে উঠেছিল? ক) নীল নদ

খ) সিন্ধু

গ) তাইগ্রিস-ইউফ্রেটিস

ঘ) সবকয়টিই

সঠিক উত্তর: ক) নীল নদ

৪৯. বনাঞ্চলে সাধারণত কোন ধরনের জনবসতি বেশি দেখা যায়?

ক) ছড়ানো

খ) পুঞ্জিভূত

গ) অনুকেন্দ্রিক

ঘ) কানোটিই নয়

সঠিক উত্তর: ক) ছড়ানো

৫০. নীল নদ কোথায় অবস্থিত?

ক) পাকিস্তান

খ) মিসর

গ) তুরস্ক

ঘ) আফগানিস্তান

সঠিক উত্তর: খ) মিসর

৫১. উর্বর মাটিতে কোন ধরনের বসতি দেখতে পাওয়া যায়?

র. পুঞ্জিভূত বসতি

রর. বিক্ষিপ্ত বসতি

ররর. সংঘবদ্ধ বসতি

নিচের কোনটি সঠিক?

ক)র খ)র ও রর

গ)র ও ররর ঘ)র, রর ও ররর

সঠিক উত্তর: গ)র ও ররর

৫২. নিচের কোনটি শহুরে বসতিতে বিদ্যমান?

ক) শিল্পজাতকরণ

খ) উন্নত চিকিৎসা

গ) উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান

ঘ) সব কয়টি

সঠিক উত্তর: ঘ) সব কয়টি

৫৩. যাতায়াতের সুবিধা থাকা অঞ্চলে কী ধরনের বসতি গড়ে ওঠে?

ক) ছড়ানো

খ) পুঞ্জিভূত

গ) বিক্ষিপ্ত

ঘ) বিচ্ছিন্ন

সঠিক উত্তর: খ) পুঞ্জিভূত

৫৪. গ্রামীণ বসতি বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন বা গোষ্ঠীবদ্ধ হওয়ার কারণ কী?

ক) প্রচুর লোক থাকে

খ) কৃষির উপর অতি নির্ভরশীলতা

গ) প্রচুর জমি থাকে

ঘ) দোচালা ও চৌচালা বসতি থাকে

সঠিক উত্তর: গ) প্রচুর জমি থাকে

৫৫. গভীরবদ্ধ বসতি নির্ভর করে-

র. ভূ-প্রকৃতির উপর

রর. উর্বর মাটির উপর

ররর. জলের উৎসের উপর

নিচের কোনটি সঠিক?

ক)র ও রর খ)র ও ররর

গ)রর ও ররর ঘ)র, রর ও ররর

সঠিক উত্তর: ঘ)র, রর ও ররর

৫৬. সামাজিক বিভিন্নতার কারণে বসতি ভিন্ন হয় কেননা-

র. সমাজে বিভিন্ন ধর্মের লোক থাকে

রর. সমাজের বিভিন্ন ধর্মের মানুষের ভাবধারা ও চালচলন ভিন্ন থাকে

ররর. সামাজিক বিভিন্নতার কারণে তারা ভিন্ন ভিন্ন বসতি পছন্দ করে

নিচের কোনটি সঠিক?

ক)র ও রর খ)র ও ররর

গ)রর ও ররর ঘ)র, রর ও ররর

সঠিক উত্তর: ঘ)র, রর ও ররর

৫৭. বসতি স্থাপন কিসের প্রথম পদক্ষেপ?

ক) অভিবাসন

খ) অভিযোজন

গ) অনুগমন

ঘ) অভিশ্বসন

সঠিক উত্তর: খ) অভিযোজন

৫৮. গ্রাম প্রধানত কী ধরনের অঞ্চল?

ক) ভোক্তা অঞ্চল

খ) মধ্যসত্ত্বভোগীদের অঞ্চল

গ) খাদ্য উৎপাদক অঞ্চল

ঘ) সেবা প্রদানকারী অঞ্চল

সঠিক উত্তর: গ) খাদ্য উৎপাদক অঞ্চল

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে