'ফেব্রম্নয়ারি ১৯৬৯'
২৯। 'ফেব্রম্নয়ারি ১৯৬৯' কবিতায় বাস্তবের বিশাল চত্বরে ফোটে ফুল আমাদেরই-
ক) জীবন খ) সম্পদ
গ) প্রাণ ঘ) কল্যাণের প্রতীক
উত্তর : গ) প্রাণ
৩০। 'ফেব্রম্নয়ারি ১৯৬৯' কবিতায় সালামের হাতে নক্ষত্রের মতো কীরূপ বর্ণমালা ঝরে?
ক) অফুরন্ত খ) অবিনাশী
গ) অশেষ ঘ) অনিঃশেষ
উত্তর : খ) অবিনাশী
৩১। 'ফেব্রম্নয়ারি ১৯৬৯' কবিতায় থরে থরে কোন ফুল ফুটেছে?
ক) শিউলি খ) বকুল
গ) কৃষ্ণচূড়া ঘ) জবা
উত্তর : গ) কৃষ্ণচূড়া
৩২। 'ফেব্রম্নয়ারি ১৯৬৯' কবিতায় সালাম আবার কোথায় নামে?
ক) রাজপথে খ) রাস্তায়
গ) নদীতে ঘ) মিছিলে
উত্তর : ক) রাজপথে
৩৩। 'ফেব্রম্নয়ারি ১৯৬৯' কবিতায় কার রক্তে দুঃখিনী মাতার চোখে অশ্রম্নজল?
ক) ঘাতকের খ) সালামের
গ) বীরের ঘ) ছেলের
উত্তর : গ) বীরের
৩৪। 'ফেব্রম্নয়ারি ১৯৬৯' কবিতায় ফোটে ফুল বাস্তবের বিশাল-
ক) প্রান্তরে খ) চত্বরে
গ) ক্যানভাসে ঘ) দিগন্তে
উত্তর : খ) চত্বরে
৩৫। কোন সালের ছাত্র অসন্তোষ ১৯৬৯ সালে গণঅভু্যত্থানে রূপ নেয়?
ক) ১৯৫১ খ) ১৯৫২
গ) ১৯৫৩ ঘ) ১৯৫৪
উত্তর : খ) ১৯৫২
৩৬। 'ফেব্রম্নয়ারি ১৯৬৯' কবিতায় কৃষ্ণচূড়া শহরের পথে ফুটে আছে-
ক) নিবিড় হয়ে খ) সুশৃঙ্খল হয়ে
গ) সারি সারি হয়ে ঘ) থরে থরে
উত্তর : ক) নিবিড় হয়ে
৩৭। ওরা শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ- 'ফেব্রম্নয়ারি ১৯৬৯' কবিতায় ওরা হলো-
ক) সংগ্রামীরা খ) স্বৈরাচাররা
গ) কৃষ্ণচূড়া ঘ) বাঙালিরা
উত্তর : গ) কৃষ্ণচূড়া
৩৮। 'ফেব্রম্নয়ারি ১৯৬৯' কবিতায় দুঃখিনী মাতার চোখে অশ্রম্নজল কেন?
ক) পুত্রের শোকে খ) দুঃখী বলে
গ) বীরের রক্তে ঘ) শারীরিক অসুস্থতায়
উত্তর : গ) বীরের রক্তে
৩৯। 'ফেব্রম্নয়ারি ১৯৬৯' কবিতায় সালামের চোখ কেন আলোচিত ঢাকা?
ক) সংগ্রামী চেতনায়
খ) জীবনের উচ্ছ্বাসে
গ) কৃষ্ণচূড়া ফুল দেখে
ঘ) রাজপথে জনগণ দেখে
উত্তর : ক) সংগ্রামী চেতনায়
৪০. 'ফেব্রম্নয়ারি ১৯৬৯' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. নিজ বাসভূমি
খ. রৌদ্র করোটি
গ. রূপসী বাংলা
ঘ. শেষ প্রশ্ন
উত্তর : ক. নিজ বাসভূমি
সুচেতনা
১. কবি জীবনানন্দ দাশের বিশ্বাস মতে সুচেতনা-
ক. বিকেলের নক্ষত্র
খ. দূরতর দ্বীপ
গ. শাশ্বত রাত্রি
ঘ. দারুচিনি বন
উত্তর : খ. দূরতর দ্বীপ
২. 'মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে' উক্তিটিতে প্রকাশ পেয়েছে-
ক. ইহলৌকিকতা
খ. ভাবালুতা
গ. সাম্যবাদী চেতনা
ঘ. পরাবাস্তববাদী চেতনা
উত্তর : ক. ইহলৌকিকতা
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।
তবে পাল খোলো, তবে নোঙর তোলো;
এবার অনেক পথ শেষে সন্ধানী
হেরার তোরণ মিলবে সম্মুখে জানি।
৩. উদ্দীপক ও কবিতার মধ্যে প্রতিফলিত হয়েছ্তে
ক. অতীতের মোহমুগ্ধতা
খ. দেশপ্রেমের চেতনা
গ. সংকট উত্তরণের প্রত্যাশা
ঘ. সমকাল নিয়ে হতাশা
উত্তর: গ. সংকট উত্তরণের প্রত্যাশা
৪. 'হেরার তোরণ মিলবে সম্মুখে জানি'্তউক্তির সাথে 'সুচেতনা' কবিতার কোন চরণের সাদৃশ্য লক্ষ করা যায়?
ক. এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য
খ. মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে
গ. সে অনেক শতাব্দীর মনীষীর কাজ
ঘ. শাশ্বত রাত্রির বুকে সকলি অনন্ত সূর্যোদয়
উত্তর : ঘ. শাশ্বত রাত্রির বুকে সকলি অনন্ত সূর্যোদয়
৫. জীবনানন্দ দাশ কোথায় জন্মগ্রহণ করেন?
ক. কলকাতায় খ. বরিশালে
গ. রাজশাহীতে ঘ. খুলনার
উত্তর : খ. বরিশালে
৬. জীবনানন্দ দাশ কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৯৭
খ. ১৮৯৮
গ. ১৯০০
ঘ. ১৮৯৯
উত্তর : ঘ. ১৮৯৯
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়