জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৭ আগস্ট ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : অলিম্পিকে ফুটবল খেলা শুরু হয় কবে? উত্তর : ১৯০০ সালে। প্রশ্ন : ১৯০৮ সালে অলিম্পিকের স্থান পরিবর্তন করে রোম থেকে নিয়ে যাওয়া হয় কেন? উত্তর : ভিসুভিয়াসের অগ্নু্যৎপাতের জন্য। প্রশ্ন : অলিম্পিকের পতাকা কবে চালু হয়? উত্তর : ১৯২০ সালে আন্টয়ার্থ অলিম্পিক থেকে। প্রশ্ন : অলিম্পিককে স্মরণীয় রাখতে কোন দেশ প্রথম মুদ্রা চালু করে? উত্তর : ফিনল্যান্ড, ১৯৫২ সালে। প্রশ্ন : ১৯০৮ এর অলিম্পিকে কে ৪০০ মিটার দৌড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদক জেতেন? উত্তর : ব্রিটেনের হ্যালম ওয়েলস। প্রশ্ন : কোন প্রখ্যাত ম্যারাথন দৌড়বিদ তার শেষ জীবন হুইল চেয়ারে কাটিয়েছেন? উত্তর : আবেবে বিকিলা। প্রশ্ন : ভুটান কবে প্রথম অলিম্পিকে যোগদান করে? উত্তর : ১৯৮৪ সালে লস এ্যাঞ্জেলসে। প্রশ্ন : ট্রিপ জাম্প অন্য কী নামে পরিচিত? উত্তর : হফ স্টেপ জাম্প। প্রশ্ন : অলিম্পিকে ব্যবহৃত একটি জ্যাভলিনের ওজন কত? উত্তর : ২ কেজি। প্রশ্ন: অলিম্পিকে 'এধরহব ড়ভ ওৎড়হসবহ' কাকে বলে? \হউত্তর : ভারত্তোলন। প্রশ্ন: জেসি ওয়েন্সের পুরো নাম কী? উত্তর : জেমস ক্লিভল্যান্ড ওয়েন্স। প্রশ্ন : প্রাচীন অলিম্পিকে কোন রোমান রাজা কর্মকর্তাদের ঘুষ দিয়ে পুরস্কার জিতেছিলেন? উত্তর : সম্রাট নীরো। প্রশ্ন: অলিম্পিকে টেনিস কবে অন্তর্ভুক্ত হয়? উত্তর : ১৯৮৬ সালে। প্রশ্ন : কোন ফুটবলার ডের বোম্বার নামে পরিচিত? উত্তর : গার্ড মুলার। প্রশ্ন : কোন ফুটবলার 'ফ্লাইং বার্ড' নামে পরিচিত? উত্তর : গ্যারিঞা। প্রশ্ন : ১৯৪০ সালের ২৩ শে অক্টোবর স্মরণীয় কেন? উত্তর : পেলের জন্মদিন। প্রশ্ন : বিশ্ব ক্রিকেটে কোন দুই ভাইকে ডাকা হয় বিচা ডগ ও লিটল ডগ ' নামে? উত্তর : পিটার পোলক ও গ্রেম পোলক।