শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

পঞ্চম শ্রেণির বিজ্ঞান

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ১৭ আগস্ট ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বিজ্ঞান

১০৪। নলকূপের পানির বিষাক্ত পদার্থ -।

উত্তর : আর্সেনিক

১০৫। আর্সেনিকযুক্ত নলকূপকে - রঙ দিয়ে চিহ্নিত করা হয়।

উত্তর : লাল

১০৬। মাটির নিচে - খনিজ থাকে।

উত্তর : আর্সেনিকের

১০৭। পানি পান করার আগে - করে নিতে হবে।

উত্তর : শোধন

১০৮। পুরোপুরি নিরাপদ করতে হলে পানি - হবে।

উত্তর : ফোটাতে

১০৯। পানির সব জীবাণু মারার জন্য ফুটতে শুরু করার পর আরও - তাপ দিতে হবে।

উত্তর : ২০ মিনিট

১১০। প্রাকৃতিক কারণে পানির - দূষণ হয়।

উত্তর : আর্সেনিক

১১১। উদ্ভিদ মাটি থেকে - সাহায্যে পুষ্টি উপাদান শোষণ করে।

উত্তর : পানির

১১২। উঁচু পর্বতের চূড়ায় পানি - রূপে থাকে।

উত্তর : বরফ

১১৩। যে নলকূপের পানিতে আর্সেনিক থাকে, তাকে - রঙ দিয়ে চিহ্নিত করা হয়।

উত্তর : লাল

১১৪। পানি বিশুদ্ধকরণের রাসায়নিক পদার্থ -।

উত্তর : বিস্নচিং পাউডার

১১৫। ফিটকিরি পানি জীবাণুমুক্ত করার -।

উত্তর : পদার্থ

১১৬। মাটি থেকে পানি ও পুষ্টি গ্রহণ করে -।

উত্তর : উদ্ভিদ

১১৭। বায়ুতে সব সময় কিছু পরিমাণ - থাকে।

উত্তর : বাষ্প

১১৮। ফিটকিরি ব্যবহার হয় - বিশুদ্ধ করতে।

উত্তর : পানি

১১৯। দূষিত পানি - জন্য ক্ষতিকর।

উত্তর : জীবনের

১২০। পানি জীবাণুমুক্ত করার সবচেয়ে ভালো পদ্ধতি -।

উত্তর : ফুটানো

১২১। পানি ফুটতে শুরু করার পর - তাপ দিলে পানিতে থাকা জীবাণু মারা যায়।

উত্তর : ২০ মিনিট

১২২। জলীয়বাষ্প বায়ুমন্ডলের ওপরের দিকে উঠে - হয়ে ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়।

উত্তর : ঠান্ডা

১২৩। মেঘের পানিকণাগুলো খুব বেশি ঠান্ডা হয়ে গেলে তা পরিণত হয় -।

উত্তর : বরফে

১২৪। বায়ুপ্রবাহের কারণে - মেঘরূপে উড়ে গিয়ে পর্বতের চূড়ায় পৌঁছায়।

উত্তর : জলীয়বাষ্প

১২৫। মেঘের পানিকণাগুলো - বরফে পরিণত হয়ে শিলাবৃষ্টি হিসেবে পৃথিবীতে নেমে আসে।

উত্তর : খুব বেশি ঠান্ডায়

১২৬। জলীয়বাষ্প মেঘরূপে উড়ে গিয়ে পর্বতের চূড়ায় পৌঁছায় - প্রভাবে।

উত্তর : বায়ুপ্রবাহের

১২৭। পাট পচানো পানিদূষণের -।

উত্তর : কারণ

১২৮। আর্সেনিকমুক্ত নলকূপের রঙ -।

উত্তর : সবুজ

১২৯। নলকূপের পানিতে আর্সেনিক নামক - মিশে থাকে।

উত্তর : বিষাক্ত পদার্থ

১৩০। পানিতে আর্সেনিক আছে কিনা, তা - করে জানা যায়।

উত্তর : পরীক্ষা

১৩১। আর্সেনিকযুক্ত পানি পান করলে হাত-পায়ের চামড়ায় - হয়।

উত্তর : ঘা

১৩২। কলেরা, আমাশয়, টাইফয়েড ও ডায়রিয়া - রোগ।

উত্তর : পানিবাহিত

১৩৩। পেটের পীড়া ও চর্মরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে-পানে।

উত্তর : দূষিত পানি

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে