সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৫ আগস্ট ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
জর্ডান ও ইসরাইল শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৯৪ সালে। অহঃর-ইধষষরংঃরপ গরংংরষব ঞৎবধঃু (অইগ ঞৎবধঃু) স্বাক্ষরিত হয়- ১৯৭২ খ্রিষ্টাব্দে। অইগ ঞৎবধঃু স্বাক্ষরিত হয়- সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। প্রশ্ন : দাবা খেলা কত বছর আগে প্রচলিত হয়? উত্তর :৩২৪ খ্রিষ্টপূর্বাব্দে। প্রশ্ন :কোন প্রাচীন রোমান সম্রাট নিজেকে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে মনে করতেন? উত্তর :সম্রাট নীরো। প্রশ্ন :খ্রিষ্ট জন্মের আগে এক প্রখ্যাত অ্যাথলিটের নাম কী? উত্তর :কোরোবোজ। প্রশ্ন :কার ডাক নাম ছিল ফ্লাইং ফিন এবং ফ্যান্টম ফিন? উত্তর :পাভো নুর্মি (ফিনল্যান্ড)। প্রশ্ন :'ঐঁসধহ খড়পড়সড়ঃরাব' কাকে বলা হয়? উত্তর :পাভো নুর্মি। প্রশ্ন:' ম্যারাথন ' জায়গাটি আসলে কোথায়? উত্তর :গ্রীসের রাজধানী এথেন্সের ২২ মাইল উত্তর-পূর্বে। প্রশ্ন :গ্রিসে প্রাচীন অলিম্পিক কবে শুরু হয়? উত্তর :৭৭৬ খ্রিষ্টপূর্বাব্দে। প্রশ্ন :২৯২টি অলিম্পিক (প্রাচীন) হওয়ার পর কোন সম্রাট এটি বন্ধ করে দেন? উত্তর :সম্রাট থিওডেসিয়াস। প্রশ্ন :অলিম্পিকের বলয়গুলোর রং কী কী? উত্তর :নীল, হলুদ, কালো, সবুজ ও লাল। প্রশ্ন :কোন অলিম্পিক ইভেন্টে মানুষের প্রচেষ্টা ছাড়াও পশুর সাহায্য লাগে? উত্তর :ইকুয়ে সস্ট্রায়ন। প্রশ্ন :অলিম্পিকে মহিলা বাস্কেট বল অন্তর্ভুক্ত হয় কবে ? উত্তর :১৯৭৬ সালে মন্ট্রিলে। প্রশ্ন :প্রথম অলিম্পিকে ম্যারাথন দৌড়ে কতজন প্রতিযোগী ছিল? উত্তর :১৬ জন। প্রশ্ন :কোন অলিম্পিকে প্রথম জিমনাস্টিক অন্তর্ভুক্ত হয়? উত্তর:১৮৯৬ খ্রিষ্টাব্দে। প্রশ্ন :১৯২৮ এর পর ১৯৬০ সাল পর্যন্ত মহিলাদের কোন ইভেন্ট বাতিল থাকে অলিম্পিকে? উত্তর:৮০০ মিটার দৌড়। শিক্ষা জগৎ ডেস্ক য়