জেলার নামকরণ

রাজশাহী বিভাগ

প্রকাশ | ১৪ আগস্ট ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
১.বগুড়া জেলা : ১২৮১-১২৯০ খ্রিষ্টাব্দে দিলিস্নর সুলতান গিয়াসউদ্দীন বলবনের দ্বিতীয় পুত্র সুলতান নাসিরউদ্দীন বগরা খান বাংলার শাসনকর্তা নিযুক্ত হন। তার নামানুসারে বগুড়া জেলার নামকরণ করা হয়েছে। ২. জয়পুরহাট জেলা : কথিত আছে পাল বংশীয় রাজা জয়পালের নামানুসারে জয়পুরহাটের নামকরণ হয়। উলেস্নখ্য, জয়পুরহাটের খঞ্জনপুর হতে ২ কিমি পশ্চিমে রাজা জয়পালের রাজবাড়ীর ধ্বংসাবশেষ আছে। জয়পুরহাট দীর্ঘকাল গৌড়ের পাল এবং সেন রাজাদের রাজ্যভুক্ত ছিল। সে সময় জয়পুরহাট নামে কোনো স্থান পাওয়া যায় না। ১৯৭১ সালে প্রথমে জয়পুরহাট মহকুমা এবং পরবর্তীকালে ১৯৮৪ সালে জয়পুরহাট জেলা গঠিত হয়। ৩. নওগাঁ জেলা : নওগাঁ শব্দের উৎপত্তি হয়েছে 'নও' (নতুন) ও 'গাঁ (গ্রাম) শব্দ থেকে শব্দ দুটি ফার্সি। নওগাঁ শব্দের অর্থ হলো নতুন গ্রাম। ১৯৮৪ সালে ১ মার্চ নওগাঁ ১১টি উপজেলা নিয়ে জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। ৪. নাটোর জেলা : নাটোর জেলার পাশ দিয়ে বয়ে গেছে নারদ নদী। কথিত আছে এই নদীর নাম থেকেই 'নাটোর' শব্দটির উৎপত্তি। ভাষা গবেষকদের মতে নাতোর হচ্ছে মূল শব্দ। উচ্চারণগত কারণে নাটোর হয়েছে। নাটোর অঞ্চল নিম্নমুখী হওয়ায় চলাচল করা ছিল প্রায় অসম্ভব। জনপদটির দুর্গমতা বোঝাতে বলা হতো নাতোর। নাতোর অর্থ দুর্গম। আরেকটি জনশ্রম্নতি আছে জমিদারদের পৃষ্ঠপোষকতার আমোদ-প্রমোদের জন্য গড়ে উঠেছিল বাইজিবাড়ি, নটিপাড়া জাতীয় সংস্কৃতি। এই নটিপাড়া থেকে নাটোর শব্দটির উৎপত্তি হতে পারে বলে ধারণা করা হয়। ১৯৮৪ সালে নাটোর পূর্ণাঙ্গ জেলা হিসেবে স্থান পায়। শিক্ষা জগৎ ডেস্ক য়