দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

প্রকাশ | ১৪ আগস্ট ২০২৪, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
অষ্টম অধ্যায় ৩. বিক্ষিপ্ত জনবসতি সৃষ্টি হয়েছে নিচের কোন দেশে? ক) জার্মানি খ) পোল্যান্ড গ) সুইডেন ঘ) সবকয়টি সঠিক উত্তর : ঘ) সবকয়টি ৪. বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার পেছনে আছে- র. প্রাকৃতিক কারণ রর. অর্থনৈতিক কারণ ররর. সাংস্কৃতিক কারণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর :গ) রর ও ররর ৫. রৈখিক বা দন্ডাকৃতি বসতি নিচের কোন অবয়বকে কেন্দ্র করে গড়ে ওঠে? ক) নদীর প্রাকৃতিক বাঁধ খ) খালের কিনারা গ) রাস্তার পার্শ্ব ঘ) সবকয়টিই সঠিক উত্তর :ঘ) সবকয়টিই ৬.শহরে বস্তির সংখ্যা কখন বাড়বে? ক) অর্থনৈতিক কর্মকান্ডের পরিবর্তন হলে খ) রাস্তাঘাট বৃদ্ধি পেলে গ) লোকসংখ্যা বৃদ্ধি পেলে ঘ) আকাশচুম্বী অট্টালিকা বেশি হলে সঠিক উত্তর :গ) লোকসংখ্যা বৃদ্ধি পেলে ৭. কোন অঞ্চলের লোকেরা বরফের ঘরে বাস করে? ক) তুন্দ্রা খ) ভূমধ্যসাগরীয় গ) মহাদেশীয় ঘ) নিরক্ষীয় সঠিক উত্তর :ক) তুন্দ্রা ৮. নিম্নশ্রেণির লোকেরা শহরের কোথায় বেশি বসবাস করে? ক) বড় বড় অট্টালিকায় খ) বস্তিতে গ) হাসপাতালে ঘ) খামার বাড়িতে সঠিক উত্তর :খ) বস্তিতে ৯. নিচের কোনটি শহর বসতিতে দেখা যায়? র. শিল্প রর. বাণিজ্য ররর. কর্দমাক্ত রাস্তা নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর :গ) রর ও ররর ১০.জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে গ্রামীণ ও শহর উভয় স্থানে বসতি বৃদ্ধির হার- ক) বেড়েই চলেছে খ) হ্রাস পাচ্ছে গ) স্থিতিশীল রয়েছে ঘ) কোনোটিই নয় সঠিক উত্তর :ক) বেড়েই চলেছে ১১. গ্রামে শোয়ার ঘর, রান্না ঘর, গোয়াল ঘর কোথায় তৈরি করা হয়? ক) পুকুর পাড়ে খ) উঠানের মাঝখানে গ) উঠানের চারপাশে ঘ) উঠানের এ কোণে সঠিক উত্তর :গ) উঠানের চারপাশে ১২. বাংলাদেশের শহরগুলোর উদ্ভূত সমস্যা কি? ক) বস্তি খ) নর্দমা গ) ভাড়া রাস্তাঘাট ঘ) নির্মাণ কাজ সঠিক উত্তর :ক) বস্তি ১৩. অভিযোজনের প্রথম পদক্ষেপ কী? ক) বসতি স্থাপন খ) প্রতিরক্ষা গ) খাদ্য সংগ্রহ ঘ) প্রকৃতির সাথে খাপ খাওয়ানো সঠিক উত্তর :ক) বসতি স্থাপন ১৪. গ্রামীণ বসতিতে কিসের প্রাধান্য কম থাকে? ক) গোয়ালঘর খ) উঠান গ) রান্নাঘর ঘ) পথঘাট সঠিক উত্তর :ঘ) পথঘাট ১৫. গ্রামীণ বসতি হতে পারে- র. বিচ্ছিন্ন রর. বিক্ষিপ্ত ররর. গোষ্ঠীবদ্ধ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর :ঘ) র, রর ও ররর ১৬. সমাজবদ্ধ জীব মানুষ একত্রে বসবাস করতে চায়- র. নিজস্ব প্রয়োজনে রর. যোগাযোগের জন্য ররর. নিরাপত্তার জন্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর :গ) রর ও ররর ১৭. সংঘবদ্ধ বসতির শ্রণি বিভাগ করা হয়েছে- র. আয়তনের ভিত্তিতে রর. অর্থনৈতিক উন্নতির ভিত্তিতে ররর. কর্মধারার ভিত্তিতে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর :গ) রর ও ররর ১৮. অনুর্বর মাটিতে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে? ক) পুঞ্জিভূত খ) বৃত্তাকার গ) বিক্ষিপ্ত ঘ) সরল রৈখিক সঠিক উত্তর :গ) বিক্ষিপ্ত ১৯. লোকসংখ্যা যত বাড়তে বসতি সংখ্যাও তত- ক) কমবে খ) বাড়বে গ) স্থিতিশীল থাকবে ঘ) কোনোটিই নয় সঠিক উত্তর : খ) বাড়বে ২০. গ্রামীণ বসতি সহজেই চেনা যায়- র. কাঠামোগত বৈশিষ্ট্য থেকে রর. নির্মাণ উপকরণ থেকে ররর. বাড়ীর নকশা থেকে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর :ঘ) র, রর ও ররর ২১.'আর' নগরীর উৎপত্তি হয়েছিল কোন সময়ে? ক) খ্রিষ্টপূর্ব ২০০০ অব্দ খ)খ্রিষ্টপূর্ব ২৫০০ অব্দ গ)খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দ ঘ)খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দ সঠিক উত্তর :ঘ) খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দ ২২. প্রাচীনকালে মানুষের বসতি পুঞ্জিভূত ছিল কেন? ক) পানীয় জলের প্রাপ্যতার জন্য খ) বনাঞ্চলের জন্য গ) প্রতিরক্ষার জন্য ঘ) ভূ-প্রকৃতির জন্য সঠিক উত্তর :গ) প্রতিরক্ষার জন্য হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়