একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

প্রকাশ | ১৪ আগস্ট ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
প্রতিদান ২৪. 'সোজন বাদিয়ার ঘাট' কী জাতীয় রচনা? ক. কাব্য খ. উপন্যাস গ. ছোটগল্প ঘ. নাটক উত্তর :ক. কাব্য ২৫. 'ধানক্ষেত' কে রচনা করেছেন? ক. বিষ্ণু দে খ. আহসান হাবীব গ. জীবনানন্দ দাশ ঘ. জসীমউদ্দীন উত্তর :ঘ. জসীমউদ্‌দীন ২৬. নিচের কোনটি কবি জসীমউদ্‌দীনের রচনা? ক. মানসী খ. রূপসী বাংলা গ. বালুচর ঘ. সারা দুপুর উত্তর :গ. বালুচর ২৭. জসীমউদ্‌দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করে? ক. কলকাতা বিশ্ববিদ্যালয় খ. ঢাকা বিশ্ববিদ্যালয় গ. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ঘ. দিলিস্ন বিশ্ববিদ্যালয় উত্তর :গ. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ২৮. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? ক. কলকাতায় খ. ঢাকায় গ. সিরাজগঞ্জে ঘ. দিলিস্নতে উত্তর :ক. কলকাতায় ২৯. জসীমউদ্‌দীন কত খ্রিষ্টাব্দে মারা যান? ক. ১৯৭৭ খ. ১৯৭৬ গ. ১৯৭৮ ঘ. ১৯৭৯ উত্তর :খ. ১৯৭৬ ৩০. জসীমউদ্‌দীন ১৯৭৬ খ্রিষ্টাব্দের কত তারিখে মারা যান? ক. ১৩ মার্চ খ. ১৪ মার্চ গ. ১৫ জুন ঘ. ১৬ জুন উত্তর :খ. ১৪ মার্চ ৩১. জসীমউদ্‌দীন কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? ক. রাজশাহী খ. কলকাতা গ. ফরিদপুর ঘ. ঢাকা উত্তর :ঘ. ঢাকা ৩২. নিজের ঘর ভাঙার প্রতিদানে কবি কী বেঁধে দিতে চান? ক. কূল খ. ঘর গ. বাড়ি ঘ. প্রাসাদ উত্তর : খ. ঘর ৩৩. কবি অন্যের ঘর বেঁধে দিতে চান কেন? ক. প্রতিদান পাওয়ার জন্য খ. সুন্দর পৃথিবী নির্মাণের মানসে গ. নিজের অভ্যাসগত কারণে ঘ. অর্থলাভের বাসনায় উত্তর : খ. সুন্দর পৃথিবী নির্মাণের মানসে ৩৪. হাসিবের কেউ ক্ষতি করলে সে প্রতিশোধ না নিয়ে উল্টো উপকার করে। হাসিবের সঙ্গে 'প্রতিদান' কবিতার সাদৃশ্য কোথায়? ক. পরার্থে আত্মনিবেদনে খ. করুণায় গ. প্রীতিময় সম্পর্কে ঘ. প্রতিশোধে উত্তর : ক. পরার্থে আত্মনিবেদনে ৩৫. কবি কাকে আপন করতে কেঁদে বেড়ান? ক. যে তাকে পর করেছে খ. যে তাকে আপন করেছে গ. যে তাকে ভালোবেসেছে ঘ. যে তাকে আশ্রয় দিয়েছে উত্তর :ক. যে তাকে পর করেছে ৩৬. 'আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর'-এ পঙ্‌ক্তিতে কী বোঝানো হয়েছে? ক. আত্মঅহংকার খ. ক্ষমাশীলতা গ. আন্তরিকতা ঘ. আত্মগস্নানি উত্তর : খ. ক্ষমাশীলতা ৩৭. পরকে কবি কী করতে চেয়েছেন? ক. আপন খ. অবজ্ঞা গ. পর ঘ. ঘৃণা উত্তর : ক. আপন ৩৮. 'আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর'-এ পঙ্‌ক্তিটি 'প্রতিদান' কবিতায় কতবার ব্যবহার হয়েছে? ক. ১ বার খ. ৩ বার গ. ২ বার ঘ. ৪ বার উত্তর :খ. ৩ বার ৩৯. কবি কেঁদে বেড়ান কেন? ক. আপন জনের জন্য খ. ব্যর্থ হয়েছেন বলে গ. পরকে আপন করতে ঘ. কূল ভেঙেছে বলে উত্তর :গ. পরকে আপন করতে ৪০. জালাল অন্যায়ভাবে গ্রামছাড়া হলেও গ্রামের কারও বিপদে সে-ই সবার আগে সাহায্যের হাত বাড়ায়। জালালের মধ্যে 'প্রতিদান' কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে? ক. আত্মগস্নানি খ. আন্তরিকতা গ. ক্ষমাশীলতা ঘ. আত্মত্যাগ উত্তর :গ. ক্ষমাশীলতা ৪১. 'যে মোরে করিল পথের বিবাগী'- এ পঙ্‌ক্তির পরবর্তী চরণ কী? ক. পথে পথে আমি ফিরি তার লাগি খ. পথে ঘাটে আমি ফিরি তার লাগি গ. পথ হতে পথে ফিরি তার লাগি ঘ. পথে পথে ফিরি তার লাগি উত্তর : ক. পথে পথে আমি ফিরি তার লাগি ৪২. কবি পথে পথে ফিরছেন কেন? ক. অনিষ্টকারীর উপকারের জন্য খ. প্রতিশোধ গ্রহণের জন্য গ. আত্মগস্নানির কারণে ঘ. ক্ষমা প্রার্থনার জন্য উত্তর : ক. অনিষ্টকারীর উপকারের জন্য ৪৩. যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কী করেন? ক. কণ্টকশয্যা তৈরি করেন খ. মৃতু্য ফাঁদ তৈরি করেন গ. দীঘল রজনী জাগেন ঘ. ঘর বাঁধেন উত্তর :গ. দীঘল রজনী জাগেন ৪৪. কবি পথে পথে কাকে খুঁজে ফিরেছেন? ক. যে কবির ঘর ভেঙেছে খ. যে কবির বুকে আঘাত করেছে গ. যে কবির ঘুম কেড়েছে ঘ. যে কবিকে পথের বিবাগী করেছে উত্তর :ঘ. যে কবিকে পথের বিবাগী করেছে ৪৫. 'প্রতিদান' কবিতায় উলিস্নখিত রজনী কেমন ছিল? ক. জ্যোৎস্নাশোভিত খ. অন্ধকারাচ্ছন্ন গ. মেঘাচ্ছন্ন ঘ. দীঘল উত্তর :ঘ. দীঘল ৪৬. কবি কেন দীঘল রজনী জেগেছেন? ক. মহৎ বলে খ. স্বার্থপর বলে গ. লোভী বলে ঘ. আত্মগস্নানিতে উত্তর :ক. মহৎ বলে ৪৭. কবি তার ঘুম হরণকারীর জন্য দীঘল রজনী জেগে কীসের পরিচয় দিয়েছেন? ক. দুর্বলতার খ. কৃতজ্ঞতার গ. প্রতিশোধপরায়ণতার ঘ. মহত্ত্বের উত্তর :ঘ. মহত্ত্বের হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়