সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৪ আগস্ট ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যে 'প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়ু ১৯৭৩ খ্রিষ্টাব্দে। মিশর ও ইসরাইলের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়ু ১৯৭৮ খ্রিষ্টাব্দে। ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে ম্যাচস্ট্রিটস চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৯২ খ্রিষ্টাব্দে, অনুমোদিত হয়ু ১৯৯৩ খ্রিষ্টাব্দে। ইসরাইল ও ফিলিস্তিনের অসলো চুক্তি হয়- ১৯৯৩ সালে। দূরপালস্নার পারমাণবিক ক্ষেপণাস্ত্র ১০ বছরের মধ্যে দুই তৃতীয়াংশ হ্রাস করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ঝঞঅজঞ-ওও চুক্তি স্বাক্ষরিত হয়- ৩ জানুয়ারি, ১৯৯২। জাপানের কিয়োটায় ১৬০টি দেশ কিয়োটা প্রটোকল স্বাক্ষর করে- ১১ নভেম্বর, ১৯৯৭ বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়- ১২ ডিসেম্বর, ১৯৯৬। সাফটা চুক্তি স্বাক্ষরিত হয়- ৬ জানুয়ারি, ২০০৪; পাকিস্তানের ইসলামাবাদে। ডেটন চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৯৫ সালে, যার মাধ্যমে বসনিয়া ও হার্জেগোভিনার যুদ্ধ নিরসন ঘঁপষবধৎ ঘড়হ-চৎড়ষরভবৎধঃরড়হ ঞৎবধঃু (ঘচঞ) স্বাক্ষরিত হয়- ১৯৬৮ খ্রিষ্টাব্দে, যা ১৯৭০ খ্রিষ্টাব্দ হতে কার্যকর হয়। ঈঞইঞ ু ঈড়সঢ়ৎবযবহংরাব ঘঁপষবধৎ ঞবংঃ ইধহ ঞৎবধঃু চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৯৬ সালে। ঈঞইঞ এর বিপক্ষে ভোট দেয়- ভারত, লিবিয়া ও ভুটান। বাংলাদেশ ১২৯তম দেশ হিসেবে- ঈঞইঞ স্বাক্ষর করে ২৮তম দেশ হিসেবে- চুক্তিটি অনুমোদন করে। কানাডার অটোয়ায় স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৯৭ খ্রিষ্টাব্দে। উদ্দেশ্য- বিভিন্ন দেশে পুঁতে রাখা মাইনগুলো ধ্বংস করে ফেলা। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কপিরাইট চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৫৫ খ্রিষ্টাব্দে। মহাশূন্যে পারমাণবিক অস্ত্র বহন ও পরীক্ষা নিষিদ্ধকরণের উদ্দেশ্যে - ১৯৬৭ সালে মহাশূন্য চুক্তি স্বাক্ষরিত হয়।