৪০৯. কোনো স্থানের বহু বছরের আবহাওয়াকে কী বলে?
উত্তর : জলবায়ু
৪১০. আবহাওয়া সবসময় কিরূপ?
উত্তর : পরিবর্তনশীল
৪১১. আবহাওয়া ও জলবায়ুর মধ্য সম্পর্ক কী?
উত্তর : ঘনিষ্ঠ
৪১২. বাংলাদেশের জলবায়ু অনুযায়ী বর্ষা শুরু হয় কোন মাসে?
উত্তর : জুন
৪১৩. বাংলাদেশের জলবায়ু অনুযায়ী বর্ষা শেষ হয় কোন মাসে?
উত্তর : আগস্ট
৪১৪. বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের ওপর যে চাপ প্রয়োগ করে তাকে কী বলে?
উত্তর : বায়ুচাপ
৪১৫. বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে কী হয়?
উত্তর : প্রবাহিত হয়
৪১৬. পানি অপেক্ষা দ্রম্নত ঠান্ডা বা গরম হয় কী?
উত্তর : বালি
৪১৭. স্থলভাগ জলভাগ উষ্ণ থাকে কোন সময়?
উত্তর : দিনে
৪১৮. বায়ু উষ্ণ হলে তা হালকা হয়ে কী হয়?
উত্তর : উপরে উঠে যায়
৪১৯. স্থলভাগে বায়ুর উচ্চচাপ ও সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হয় কখন?
উত্তর : রাতে
৪২০. বাংলাদেশে বর্ষাকালে কোন বায়ু প্রবাহিত হয়?
উত্তর : দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
৪২১. আবহাওয়ার উপাদানগুলো কীসের উপাদান?
উত্তর : জলবায়ুর
৪২২. কোনটি অল্পসময়ের মধ্যে পাল্টে যেতে পারে?
উত্তর : আবহাওয়া
৪২৩. জলবায়ুর সঙ্গে কীসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে?
উত্তর : আবহাওয়া
৪২৪. আবহাওয়ার নিয়ামক কী?
উত্তর : জলীয়বাষ্প
৪২৫. কীসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়?
উত্তর : বায়ুচাপ
৪২৬. দুপুরে সূর্য আমাদের মাথার উপর থেকে কীভাবে কিরণ দেয়?
উত্তর : খাড়াভাবে
৪২৭. আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কী?
উত্তর : সময়ের
৪২৮. বাংলাদেশের জলবায়ু কী ধরনের?
উত্তর : উষ্ণ ও শুষ্ক
৪২৯. শীতকালে বায়ু কিরূপ থাকে?
উত্তর : হালকা
৪৩০. দিনের কোন সময় সূর্যের তাপ বেশি পড়ে?
উত্তর : দুপুর
৪৩১. ঘূর্ণিঝড়ের উৎপত্তি সাধারণত কোথায় হয়?
উত্তর : মহাসাগরে
৪৩২. গ্রীষ্মকালে আমাদের দেশে যে বজ্রঝড় হয় তা কী নামে পরিচিত?
উত্তর : কালবৈশাখী
৪৩৩. অস্বাভাবিক কম বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রা কীসের কারণ?
উত্তর : খরা
৪৩৪. অতি গরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থা কী?
উত্তর : তাপদাহ
৪৩৫. বাংলাদেশে শীতকালে কোন বায়ু প্রবাহিত হয়?
উত্তর : উত্তর-পূর্ব মৌসুমি বায়ু।
৪৩৬. জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কী?
উত্তর : জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি।
৪৩৭. দুটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো।
উত্তর : দুটি গ্রিন হাউস গ্যাসের নাম- কার্বন ডাইঅক্সাইড ও মিথেন।
৪৩৮. বাংলাদেশের জলবায়ু কেমন?
উত্তর : বাংলাদেশের জলবায়ু উষ্ণ এবং আর্দ্র।
৪৩৯. অভিযোজন কী?
উত্তর : পরিবর্তিত জলবায়ুতে বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচিই হলো খাপ খাওয়ানো বা অভিযোজন।
৪৪০. বৈশ্বিক উষ্ণায়ন কাকে বলে?
উত্তর : পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে।
৪৪১. তীব্র শীতে গাছপালা গ্রিন হাউসের ভেতর উষ্ণ ও সজীব থাকে কেন?
উত্তর : গ্রিন হাউস হলো কাচের তৈরি ঘর- যা ভেতরের সূর্য তাপ আটকে রাখে। এ কারণে তীব্র শীতেও গাছপালা এই ঘরের ভেতর উষ্ণ ও সজীব থাকে।
৪৪২. বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ কী?
উত্তর : বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি।
৪৪৩. প্রাকৃতিক সম্পদ কাকে বলে?
উত্তর : প্রকৃতিতে পাওয়া যেসব সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে থাকে তাকে প্রাকৃতিক সম্পদ বলে।
৪৪৪. মানব সৃষ্ট সম্পদ কী?
উত্তর : মানুষের তৈরি সম্পদ।
৪৪৫. নবায়নযোগ্য সম্পদ কাকে বলে?
উত্তর : যেসব প্রাকৃতিক সম্পদ পুনরায় ব্যবহার করা যায়।
৪৪৬. অনবায়নযোগ্য সম্পদ কাকে বলে?
উত্তর : যেসব সম্পদ একবার নিঃশেষ হয় আর ফিরে পাওয়া সম্ভব নয়।
৪৪৭. প্রাকৃতিক সম্পদের দুটি ব্যবহার কী কী?
উত্তর : ক. ফসল উৎপাদনে মাটি ব্যবহার
খ. বায়ুপ্রবাহ কাজে লাগিয়ে বিদু্যৎ উৎপাদন
\হ৪৪৮. প্রকৃতির কোন উপাদান কাচ তৈরিতে ব্যবহার করা হয়?
উত্তর : বালি
৪৪৯. সম্পদ সংরক্ষণে একটি পদ্ধতির নাম কী?
উত্তর : রিসাইকেল করা।
\হ৪৫০. রিসাইকেল বলতে কী বোঝ?
উত্তর : রিসাইকেল বলতে আমরা কোন বস্তুর পুনর্ব্যবহারকে বুঝি- যার মাধ্যমে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করা যায়।
৪৫১. সোলার প্যানেল কী?
উত্তর : সূর্য থেকে বিদু্যৎ শক্তি উৎপাদন করার প্রক্রিয়া।
৪৫২. জনসংখ্যা ঘনত্ব বলতে কী বোঝায়?
উত্তর : প্রতি একক জায়গায় বসবাসরত মোট জনসংখ্যাকে।
৪৫৩. আদমশুমারি কী?
উত্তর : জনসংখ্যার হিসাব জানার জন্য নির্দিষ্ট দিনে ঘরে ঘরে গিয়ে লোক গণনার যে ব্যবস্থা।
৪৫৪. আত্মকর্মসংস্থান বলতে কী বোঝায়?
উত্তর : নিজের উদ্যোগে অর্থ উপার্জন করা।
৪৫৫. ভূমিক্ষয়ের প্রধান কারণ কী?
উত্তর : বনভূমি ধ্বংস হয়ে যাওয়া।
৪৫৬. হাইব্রিড গাড়িতে কোন দুটি জ্বালানি ব্যবহৃত হয়?
উত্তর : বিদু্যৎ ও তেল।
৪৫৭. বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ধীরে ধীরে কমে যাওয়ার কারণ কী?
উত্তর : জনসংখ্যা বৃদ্ধি।
৪৫৮. মানুষের দুটি মৌলিক চাহিদার কী কী?
উত্তর : মানুষের দুটি মৌলিক চাহিদার নাম হলো- খাদ্য ও বাসস্থান।