দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

প্রকাশ | ১৩ আগস্ট ২০২৪, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
৭৫. সপ্তদশ শতাব্দীর পরে জনসংখ্যা দ্বিগুণ হতে কত সময় লাগে? ক) ৫০ খ) ১০০ গ) ২০০ ঘ) ২৫০ সঠিক উত্তর :গ) ২০০ ৭৬. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি রোধে অধিক যুক্তিযুক্ত উপায় কোনটি? ক) বাল্যবিবাহ ও বহুবিবাহ বন্ধ খ) বিলম্ব বিবাহ ব্যবস্থা চালু গ) জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির সফল প্রয়োগের ব্যবস্থা ঘ) নারী শিক্ষা ও নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সঠিক উত্তর :গ) জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির সফল প্রয়োগের ব্যবস্থা ৭৭. নারী-পুরুষের মৃতু্যহারের পার্থক্য সব থেকে বেশি হয় কিসে? ক) যুদ্ধ-বিগ্রহে খ) দুর্ঘটনায় গ) প্রসবকালীন নারী মৃতু্য ঘ) কোন পার্থক্য নেই সঠিক উত্তর :গ) প্রসবকালীন নারী মৃতু্য ৭৮. কোনো দেশের জনসংখ্যা সম্প্রসারণ করা যায় কীভাবে? ক) জন্মহার বৃদ্ধি করে খ) জন্মহার হ্রাস করে গ) মৃতু্য হার বৃদ্ধি করে ঘ) শিশু মৃতু্যহার হ্রাস করে সঠিক উত্তর : ক) জন্মহার বৃদ্ধি করে ৭৯. উনিশতক সাল থেকে বর্তমান সময় পর্যন্ত অবস্থাকে বলে- ক) প্রাথমিক পর্যায় খ) মাধ্যমিক পর্যায় গ) সাম্প্রতিক পর্যায় ঘ) প্রাচীন পর্যায় সঠিক উত্তর :গ) সাম্প্রতিক পর্যায় ৮০.১৯৭১ সালে সংঘটিত স্বাধীনতা যুদ্ধে বীর শহীদের সংখ্যা কত? ক) প্রায় পচিশ লাখ খ) প্রায় ত্রিশ লাখ গ) প্রায় তিন লাখ ঘ) প্রায় ত্রিশ লাখ সঠিক উত্তর :খ) প্রায় ত্রিশ লাখ ৮১. বর্তমানে বিশ্বে জাতীয় ভিত্তিতে পাঁচ থেকে দশ বছর অন্তর লোক গণনার যে ধারা চলছে তার প্রচলন শুরু হয় কবে? ক) ১৬০০-১৬১০ সাল থেকে খ) ১৬৫০-১৬৫৫ সাল থেকে গ) ১৬৫০-১৬৬০ সাল থেকে ঘ) ১৬৫৫-১৬৬০ সাল থেকে সঠিক উত্তর :খ) ১৬৫০-১৬৫৫ সাল থেকে ৮২. অভিবাসনকে প্রভাবিত করে কোনটি? ক) শহর বা গ্রামীণ উন্নয়ন খ) বাস্তুত্যাগীদের গ) জন্মহার ঘ) মৃতু্যহার সঠিক উত্তর :ক) শহর বা গ্রামীণ উন্নয়ন ৮৩. বাংলাদেশের কোন বিভাগে জনঘনত্ব সব থেকে বেশি? ক) রাজশাহী খ) খুলনা গ) বরিশাল ঘ) ঢাকা সঠিক উত্তর :ঘ) ঢাকা ৮৪.মৃতু্যহার নির্ণয়ে বয়স-নির্দিষ্ট মৃতু্যহার গুরুত্বপূর্ণ- র. বয়স অনুযায়ী মৃতু্যহার রর. বার্ধক্যজনিত মৃতু্যহার ররর. অকাল মৃতু্যর হার নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর :ঘ) র, রর ও ররর ৮৫. কোনো দেশের জনসংখ্যা সংকোচন প্রধানত কয়ভাবে কার্যকর করা যায়? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ সঠিক উত্তর : ক) দুই ৮৬. বিগত কয়েক দশকে সমগ্রবিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার সার্বিকভাবে কোন পর্যায়ে রয়েছে? ক) যথেষ্ট হ্রাস পেয়েছে খ) যথেষ্ট বৃদ্ধি পেয়েছে গ) ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে ঘ) ব্যাপক ঊর্ধ্বমুখী সঠিক উত্তর :খ) যথেষ্ট বৃদ্ধি পেয়েছে নিচের উদ্দীপকটি পড় এবং পাঁচটি প্রশ্নের উত্তর দাও : কোনো দেশ বা অঞ্চলের অপরিহার্য উপাদান হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যা রাষ্ট্র গঠনেরই অন্যতম প্রধান একক। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (টঘঋচঅ) প্রতি বছরের মতো ২০১২ সালেও 'বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি প্রতিবেদন ২০১২' প্রকাশ করেছে। এ প্রতিবেদন অনুযায়ী পৃথিবীতে মোট জনসংখ্যা ৭০৫ কোটি ২১ লাখ। এর মধ্যে বাংলাদেশ ১৫ কোটি ২৪ লাখ জনসংখ্যা নিয়ে পৃথিবীর ৮ম শীর্ষ জনবহুল দেশ হিসেবে তালিকায় স্থান পেয়েছে। ৮৭. মধ্য উনবিংশ থেকে মধ্য বিংশ এই এক শতকে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হার কেমন ছিল? ক) চার গুণ খ) ছয় গুণ গ) তিন গুণ ঘ) দুই গুণ সঠিক উত্তর :ঘ) দুই গুণ ৮৮. মধ্য উনবিংশ থেকে মধ্য বিংশ এই একশতকে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হার কেমন ছিল? ক) চার গুণ খ) ছয় গুণ গ) তিন গুণ ঘ) দুই গুণ সঠিক উত্তর :ঘ) দুই গুণ ৮৯. নতুন সহস্রাব্দের প্রাক্কালে পৃথিবীর জনসংখ্যা কোথায় দিয়ে দাঁড়ায়? ক) ৬০৭০ মিলিয়নে খ) ৬০০০ মিলিয়নে গ) ৬৯৭২ মিলিয়নে ঘ) ৬০৫০ মিলিয়নে সঠিক উত্তর :ক) ৬০৭০ মিলিয়নে ৯০. বর্তমানে বিশ্বের শীর্ষ জনবহুল দেশ কোনটি? ক) বাংলাদেশ খ) চীন গ) ভারত ঘ) যুক্তরাষ্ট্র সঠিক উত্তর : খ) চীন ৯১. বাংলাদেশের জনসংখ্যার অন্যতম বৈশিষ্ট্য হলো- র. কর্মক্ষম পুরুষের মৃতু্যহার বেশি রর. বয়সের প্রাধান্য যেখানে প্রায় অর্ধেক লোক পরনির্ভরশীল ররর. ৬০ হতে ৯০+ লোকের সংখ্যার মধ্যে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর :গ) রর ও ররর অষ্টম অধ্যায় ১. কৃষি জমির নিকটে জনবসতি গড়ে ওঠার কারণ কি? ক) উৎপাদনের সুবিধা খ) সমতল ভূমি গ) যাতায়াতের সুবিধা ঘ) জীবিকার উদ্দেশ্যে সঠিক উত্তর :গ) যাতায়াতের সুবিধা ২. সংঘবদ্ধ বসতিকে কত ভাগে ভাগ করা যায়? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ সঠিক উত্তর : ক) দুই হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়