একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

প্রকাশ | ১৩ আগস্ট ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
প্রতিদান ১. 'প্রতিদান' কবিতায় কবি কাঁটা পেয়ে কী দান করেছেন? ক. ঘর খ. ফুল গ. ঘৃণা ঘ. বাণ উত্তর :খ. ফুল ২. 'আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর'- এ পঙ্‌ক্তিতে কী বোঝানো হয়েছে? ক. পরোপকার খ. সর্বংসহা মনোভাব গ. আত্মগস্নানি ঘ. কৃতজ্ঞতাবোধ উত্তর : ক. পরোপকার নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও : ইমাম হাসান (রা.) তাকে বিষপ্রয়োগে হত্যাকারী জায়েদাকে ক্ষমা করে দিলেন এবং বললেন, পরকালে তাকে বেহেশত প্রদানের জন্য আলস্নাহর কাছে সুপারিশ করবেন। ৩. উদ্দীপকের হাসান (রা.)-এর সাথে 'প্রতিদান' কবিতার কোন পঙ্‌ক্তির মিল আছে? ক. কত ঠাঁই হতে কত কী যে আনি সাজাই নিরন্তর খ. দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর গ. রঙিন ফুলের সোহাগ জড়ান ফুল মালঞ্চ ধরি ঘ. যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি উত্তর : ঘ. যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি ৪. উপর্যুক্ত মিলের কারণ- র. ক্ষমাশীলতা রর. আত্মপ্রশংসা ররর. পারস্পরিক সৌহার্দ্য নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : খ. র ও ররর ৫. জসীমউদ্‌দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন? ক. রংপুর খ. ফরিদপুর গ. গাজীপুর ঘ. নাটোর উত্তর :খ. ফরিদপুর ৬. জসীমউদ্‌দীনের মামার বাড়ি কোথায়? ক. গোবিন্দপুর গ্রাম খ. রাজেন্দ্রপুর গ. বনানী ঘ. তাম্বুলখানা উত্তর : ঘ. তাম্বুলখানা ৭. জসীমউদ্‌দীন কত সালে জন্মগ্রহণ করেন? ক. ১ জানুয়ারি ১৯০২ খ. ৪ মার্চ ১৯০৩ গ. ১ জানুয়ারি ১৯০৩ ঘ. ১ মার্চ ১৯০৪ উত্তর :গ. ১ জানুয়ারি ১৯০৩ ৮. জসীমউদ্‌দীনের বাবার নাম কী? ক. অসারউদ্দীন মোলস্না খ. আজহার উদ্দীন গ. আতাহার আলী ঘ. আসগর আলী উত্তর : ক. অসারউদ্দীন মোলস্না ৯. জসীমউদ্‌দীনের মায়ের নাম কী? ক. আলেয়া খাতুন খ. সখিনা খাতুন গ. সালেহা খাতুন ঘ. আমিনা খাতুন উত্তর : ঘ. আমিনা খাতুন ১০. জসীমউদ্‌দীনের পৈতৃক নিবাস কোথায়? ক. ফতেপুর খ. গোবিন্দপুর গ. গাইবান্ধা ঘ. তাম্বুলখানা উত্তর :খ. গোবিন্দপুর ১১. জসীমউদ্‌দীন বিএ পাস করেন কোন কলেজ থেকে? ক. ফরিদপুর রাজেন্দ্র কলেজ খ. কলকাতা ইসলামিয়া কলেজ গ. মিরপুর বাঙলা কলেজ ঘ. খুলনার বিএল কলেজ উত্তর : ক. ফরিদপুর রাজেন্দ্র কলেজ ১২. জসীমউদ্‌দীন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন ডিগ্রি লাভ করেন? ক. বিএ খ. ডিলিট গ. আইএ ঘ. এমএ উত্তর :ঘ. এমএ ১৩. জসীমউদ্‌দীন কোন বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন? ক. বাংলা ভাষা ও সাহিত্য খ. ইংরেজি ভাষা ও সাহিত্য গ. গণিত ঘ. আইন উত্তর :ক. বাংলা ভাষা ও সাহিত্য ১৪. জসীমউদ্‌দীন কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন? ক. ঢাকা বিশ্ববিদ্যালয় খ. পাটনা বিশ্ববিদ্যালয় গ. কলকাতা বিশ্ববিদ্যালয় ঘ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উত্তর :গ. কলকাতা বিশ্ববিদ্যালয় ১৫. জসীমউদ্‌দীন কলেজে অধ্যয়নকালে কোন কবিতা রচনা করে খ্যাতি অর্জন করেন? ক. পলিস্নজননী খ. কবর গ. রুপাই ঘ. দেশ উত্তর :খ. কবর ১৬. জসীমউদ্‌দীনের ছাত্রাবস্থায় কোন কবিতাটি স্কুলের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হয়? ক. রুপাই খ. কবর গ. আসমানী ঘ. পলিস্নজননী উত্তর :খ. কবর ১৭. 'কবর' কবিতা কার সৃষ্টি? ক. মুনীর চৌধুরী খ. রফিক আজাদ গ. হুমায়ুন আজাদ ঘ. জসীমউদ্দীন উত্তর : ঘ. জসীমউদ্দীন ১৮. কে 'পলিস্নকবি' হিসেবে সমধিক পরিচিত? ক. আহসান হাবীব খ. সুভাষ মুখোপাধ্যায় গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. জসীমউদ্দীন উত্তর : ঘ. জসীমউদ্দীন ১৯. জসীমউদ্‌দীন অধ্যাপক হিসেবে কোথায় কর্মজীবন শুরু করেন? ক. ঢাকা বিশ্ববিদ্যালয় খ. কলকাতা বিশ্ববিদ্যালয় গ. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ঘ. ঢাকা কলেজ উত্তর : ক. ঢাকা বিশ্ববিদ্যালয় ২০. কোন কবি সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগে উচ্চপদে আসীন হয়েছিলেন? ক. সুকান্ত ভট্টাচার্য খ. জসীমউদ্‌দীন গ. জীবনানন্দ দাশ ঘ. মাইকেল মধুসূদন দত্ত উত্তর :খ. জসীমউদ্‌দীন ২১. জসীমউদ্‌দীনের কবিতার প্রধান নাগরিক জীবন উপজীব্য- ক. পলিস্নজীবন খ. মধ্যবিত্ত জীবন গ. নাগরিক জীবন ঘ. শহুরে জীবন উত্তর : ক. পলিস্নজীবন ২২. বাংলার গ্রামীণ জীবনের আবহ ফুটে উঠেছে কার কবিতায়? ক. মানিক বন্দ্যোপাধ্যায় খ. সমর সেন গ. জসীমউদ্‌দীন ঘ. সুকান্ত ভট্টাচার্য উত্তর :গ. জসীমউদ্‌দীন ২৩. জসীমউদ্‌দীনের কোন কাব্যগ্রন্থটি বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে? ক. ধান খেত খ. রাখালি গ. নকশী কাঁথার মাঠ ঘ. বালুচর উত্তর :গ. নকশী কাঁথার মাঠ হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়