জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৩ আগস্ট ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
মুসলিম ও পৌত্তলিকদের মধ্যে মদিনা সনদ স্বাক্ষরিত হয় ু ৬২২ খ্রিষ্টাব্দে। রাজার ক্ষমতা সীমিত করার উদ্দেশ্যে ইংল্যান্ডের রাজা জন ও জনগণের মধ্যে রানিমেড দ্বীপে 'ম্যাগনাকার্টা' নামক মুক্তি সনদ স্বাক্ষরিত হয়ু ১২১৫ খ্রিষ্টাব্দে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও উভয় দেশের মধ্যে সমঝোতার জন্য ফ্রান্সের ভার্সাই নগরীতে 'প্রথম ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়ু ১৯১৯ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়ু ১৯৪১ খ্রিষ্টাব্দে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আটলান্টিক সনদ স্বাক্ষরের উদ্যোক্তা ু মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিধ্বস্ত ইউরোপের পুনর্গঠন, অর্থ সাহায্য এবং আন্তর্জাতিক অর্থ পরিচালনার নীতি প্রণয়ন করার উদ্দেশ্যে ব্রিটন উডস চুক্তি স্বাক্ষরিত হয়ু ১৯৪৪ খ্রিষ্টাব্দে। মানবাধিকার সনদ প্রণীত হয়ু ১৯৪৮ খ্রিষ্টাব্দে। যুদ্ধবন্দি ও যুদ্ধাহত ব্যক্তিদের সঙ্গে আচরণবিধির ওপর চারটি আন্তর্জাতিক চুক্তি 'জেনেভা কনভেনশন' সম্পাদন হয়ু ১৯৪৮ খ্রিষ্টাব্দে, পৃথিবীর ৫৮টি দেশের মধ্যে। রাশিয়ার মস্কোতে পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়ু ১৯৬৩ খ্রিষ্টাব্দে। কাশ্মীর যুদ্ধের অবসানের লক্ষ্যে ভারত পাকিস্তানের মধ্যে উজবেকিস্তানের রাজধানীতে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়ু ১৯৬৬ খ্রিষ্টাব্দে। ব্যাকটেরিয়া টক্সিনসমৃদ্ধ অস্ত্রে ব্যবহার নিষিদ্ধ করার লক্ষ্যে জীবাণুঘটিত অসুহ্রাস চুক্তি স্বাক্ষরিত হয়ু ১৯৭২ খ্রিষ্টাব্দে। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঝঅখঞ ও চুক্তি স্বাক্ষরিত হয়ু ২৭ মে, ১৯৭২; ঝঅখঞ চুক্তি স্বাক্ষরিত হয়ু ১৮ জুন, ১৯৭৯। হিমাচল প্রদেশের রাজধানী সিমলায় ভারত ও পাকিস্তানের মধ্যে 'সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়ু ৩ জুলাই, ১৯৭২।