শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

পঞ্চম শ্রেণির বিজ্ঞান

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ১৩ আগস্ট ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বিজ্ঞান

৩৫৭. চাষাবাদের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?

উত্তর :কৃষিপ্রযুক্তি

৩৫৮. কোন যন্ত্রটি খাদ্য উৎপাদনে সাহায্য করে?

উত্তর : ট্রাক্টর

৩৫৯. উদ্ভিদের ভালো বৃদ্ধিতে এবং অধিক ফসল উৎপাদনে সহায়তা করে কী?

উত্তর : রাসায়নিক সার

৩৬০. মানুষের জীবনকে নিরাপদ, উন্নত ও আরামদায়ক করে কী?

উত্তর : প্রযুক্তি

৩৬১. কয়লা পুড়িয়ে আমরা কী উৎপন্ন করি?

উত্তর : বিদু্যৎ

৩৬২. আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ কী?

উত্তর : যুদ্ধের অস্ত্র ব্যবহার

৩৬৩. জীবন উন্নত করার লক্ষ্যে বাস্তব সমস্যা সমাধানের জন্য মানুষ কী উদ্ভাবন করেছে?

উত্তর : প্রযুক্তি

৩৬৪. বর্তমানে আমরা যে প্রযুক্তি ব্যবহার করে লেখাপড়া করছি তা কী ব্যবহার করে উদ্ভাবন করা হয়েছে?

উত্তর : বৈজ্ঞানিক জ্ঞান

৩৬৫. আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগকে কী বলে?

উত্তর : প্রযুক্তি

৩৬৬. খালি চোখে দেখা যায় না এমন জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা কোন যন্ত্র ব্যবহার করে থাকেন?

উত্তর : অণুবীক্ষণ

৩৬৭. বিদু্যৎ উৎপাদন কেন্দ্রে কয়লা পুড়িয়ে আমরা বিদু্যৎ উৎপন্ন করি। এর ফলে কী দূষিত হয়?

উত্তর : বায়ু

৩৬৮. মানুষ কত বছর আগে আগুন জ্বালানো ও আগুন নিয়ন্ত্রণ শিখেছে?

উত্তর : প্রায় ৫০ হাজার বছর

৩৬৯. কৃষি প্রযুক্তির অগ্রগতি কয় ভাগে ভাগ করা যায়?

উত্তর : ৩ ভাগে

৩৭০. কত সাল পর্যন্ত কৃষি প্রযুক্তির অগ্রগতি ধীরগতির ছিল?

উত্তর : ১৭০০ সাল

৩৭১. কৃষিতে সবচেয়ে বড় বিপস্নব ঘটে কখন?

উত্তর : ২০ শতাব্দীর শেষে

৩৭২. চিকিৎসা প্রযুক্তির উদাহরণ কী?

উত্তর : এক্স-রে

৩৭৩. যে প্রক্রিয়ায় কৃষি কাজ করা হয় তাকে কী বলে?

উত্তর : কৃষি প্রযুক্তি

৩৭৪. বর্তমানে সবচেয়ে আধুনিক প্রযুক্তি কী?

উত্তর : কম্পিউটার

৩৭৫. আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় বিস্ময় কী?

উত্তর : তথ্যপ্রযুক্তি

৩৭৬. প্রাচীন প্রযুক্তির উদাহরণ কী?

উত্তর : গরুর গাড়ি

৩৭৭. তথ্য সংরক্ষণের জন্য কী ব্যবহার করা হয়?

উত্তর : সিডি

৩৭৮. প্রতিদিন আমরা কী পরিমাণ তথ্য পাই?

উত্তর : প্রচুর

৩৭৯. তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?

উত্তর : মোবাইল ফোন

৩৮০. আমাদের নিরাপদ থাকতে ও ভালোভাবে বাঁচতে সাহায্য করে কী?

উত্তর : তথ্য বিনিময়

৩৮১. অন্যের সঙ্গে কথা বলে ও চিঠি লিখে আমরা কী করতে পারি?

উত্তর : তথ্য বিনিময়

৩৮২. কম্পিউটার, ইন্টারনেট, ই-মেইল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন এগুলো কী?

উত্তর : আইসিটি

৩৮৩. বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী?

উত্তর : ইন্টারনেট

৩৮৪. মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে কী?

উত্তর : আইসিটি

৩৮৫. আইসিটি ব্যবহার করে সহজেই তথ্য কী করা যায়?

উত্তর : সংরক্ষণ

৩৮৬. কী ব্যবহার করে আমরা সহজেই তথ্য সংগ্রহ করতে পারি?

উত্তর : ইন্টারনেট

৩৮৭. ইন্টারনেট পৃথিবীর বিভিন্ন প্রান্তের কীসের সংযুক্তকারী?

উত্তর : কম্পিউটার

৩৮৮. ইন্টারনেট পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী কী?

উত্তর : নেটওয়ার্ক

৩৮৯. নিজস্ব উদ্ভাবন ও সংগৃহীত তথ্য কীসের মাধ্যমে প্রকাশ করতে পারি?

উত্তর : কম্পিউটার

৩৯০. বাংলা ঝধৎপয ইঞ্জিন কী?

উত্তর : পিপীলিকা

৩৯১. ইন্টারনেটে তথ্য অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্যটি কীভাবে সংরক্ষণ করা যায়?

উত্তর : ছবি তুলে

৩৯২. তথ্য সংরক্ষণ প্রযুক্তি কী?

উত্তর : পেন ড্রাইভ

৩৯৩. কোনটি ব্যবহার করে আমরা মানুষের সঙ্গে কথা বলতে পারি?

উত্তর : মোবাইল

৩৯৪. কোনটির মাধ্যমে আমরা ছবি তুলে বা ভিডিও করে তথ্য বিনিময় করতে পারি?

উত্তর : ক্যামেরার মাধ্যমে

৩৯৫. ফেসবুক বা টুইটার কোন ধরনের যোগাযোগ মাধ্যম?

উত্তর : সামাজিক

৩৯৬. তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে কী অর্জন করতে হবে?

উত্তর : দক্ষতা

৩৯৭. কম্পিউটারের ইনপুট ডিভাইস কী?

উত্তর : কী বোর্ড

৩৯৮. কম্পিউটারের আউটপুট ডিভাইস কী?

উত্তর : মনিটর

৩৯৯. তথ্য সংগ্রহকরণ ও তথ্যের প্রক্রিয়াকরণকে কী বলে?

উত্তর : তথ্যপ্রযুক্তি

৪০০. তথ্য প্রতিনিয়তই কিরূপ হচ্ছে?

উত্তর : বাড়ছে

৪০১. তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিনিময়, বিস্তার ও ব্যবহার করা যায় কোনটি ব্যবহার করে?

উত্তর : আইসিটি

৪০২. উপাত্ত যখন বিশেষ প্রয়োজনে ব্যবহৃত হয় তখন তাকে কী বলে?

উত্তর : তথ্য

৪০৩. ঈ.চ.ট কে কম্পিউটারের কী বলা হয়?

উত্তর : ব্রেইন

৪০৪. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশকে কী বলে?

উত্তর : ঈ.চ.ট

৪০৫. কম্পিউটারের নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য আদান-প্রদান করার প্রক্রিয়ার নাম কী?

উত্তর : নেটওয়ার্ক

৪০৬. বাংলাদেশে প্রতি বছর কী দেখা যায়?

উত্তর : বন্যা

৪০৭. কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমন্ডলের সাময়িক অবস্থাকে কী বলে?

উত্তর : আবহাওয়া

৪০৮. কোন স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাকে কী বলে?

উত্তর : জলবায়ু

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে