শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ১২ আগস্ট ২০২৪, ০০:০০
দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

৫২.আফ্রিকা ও এশিয়ায় জন্ম ও মৃতু্যহার উভয়ই বেশি থাকার কারণে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল-

ক) অপেক্ষাকৃত কম খ) অপেক্ষাকৃত বেশি

গ) খুবই কম ঘ) অত্যন্ত কম

সঠিক উত্তর : ক) অপেক্ষাকৃত কম

৫৩.স্থানভেদে মাত্র শতকরা ৫ ভাগ এলাকায় পৃথিবীর মোট জনসংখ্যার কত লোকের বসবাস?

ক) প্রায় অর্ধেক খ) প্রায় এক-চতুর্থাংশ

গ) প্রায় এক-তৃতীয়াংশ ঘ) কোনোটিই নয়

সঠিক উত্তর : ক) প্রায় অর্ধেক

৫৪. কত সালে কৃষিক্ষেত্রে বিপস্নব সাধিত হয়?

ক) ১৬০০ সালে খ) ১৬৫০ সালে

গ) ১৮৫০ সালে ঘ) ১৮৫০ সালের পর

সঠিক উত্তর :ঘ) ১৮৫০ সালের পর

৫৫. ঢাকার জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ-

র. শিল্পায়ন ও নগরায়ন

রর. সহজ ও সুলভ পরিবহণ

ররর. মনোরম পরিবেশ

নিচের কোনটি সঠিক?

ক) র খ) র ও রর

গ) র ও ররর ঘ) রর ও ররর

সঠিক উত্তর : খ) র ও রর

৫৬.২০১১ সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?

ক) ২.৩১% খ) ২.১৭%

গ) ১.৪৮% ঘ) ১.৩৭%

সঠিক উত্তর : ঘ) ১.৩৭%

৫৭. বর্তমানে পৃথিবী কিসে উন্নত যা জনসংখ্যার উপর প্রভাব ফেলে?

ক) মহাকাশ বিজ্ঞান খ) তথ্য প্রযুক্তি

গ) চিকিৎসা বিজ্ঞান ঘ) পদার্থ বিজ্ঞান

সঠিক উত্তর :গ) চিকিৎসা বিজ্ঞান

৫৮. নিয়ামকগুলোর পারস্পারিক ক্রিয়ার ফলে কোন ক্ষেত্রে প্রভাব পড়ে?

ক) সামাজিক খ) অর্থনৈতিক

গ) রাজনৈতিক ঘ) সবগুলো

সঠিক উত্তর :ঘ) সবগুলো

৫৯.মাসুম গত পনের বছর অস্ট্রেলিয়ায় বসবাস করছে। তাহলে-

র. মাসুম অস্ট্রেলিয়া প্রবাসী

রর. মাসুমের প্রবসন দেশ অস্ট্রেলিয়া

ররর. মাসুম বাংলাদেশের অভিবাসী

নিচের কোনটি সঠিক?

ক) র খ) রর

গ) র ও রর ঘ) রর ও ররর

সঠিক উত্তর :ক) র

৬০. ১৯০০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সময়ে জনসংখ্যা বৃদ্ধির সাম্প্রতিক অবস্থা বলা হয়। বিগত কয়েক দশকে সমগ্র বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার সার্বিকভাবে যথেষ্ট বৃদ্ধি হয়েছে। তবে বিশ্বের অঞ্চল ভিত্তিতে সাম্প্রতিক পর্যায়ে দুটি ধারা লক্ষ্য করা যায়। তারা হল-

র. উন্নত

রর. উন্নত ও অনুন্নত

ররর. উন্নয়নশীল

নিচের কোনটি সঠিক?

ক) র খ) রর

গ) র ও ররর ঘ) রর ও ররর

সঠিক উত্তর :গ) র ও ররর

৬১. নিচের কোনটি জনসংখ্যা পরিবর্তনের নিয়ামক নয়?

ক) জন্ম খ) মৃতু্য

গ) অভিবাসন ঘ) অভিগমণ

সঠিক উত্তর :ঘ) অভিগমণ

৬২. প্রকৃতি অনুযায়ী অভিবাসনকে (সরমৎধঃরড়হ) কয় ভাগে বিভক্ত করা হয়?

ক) দুই খ) তিন

গ) চার ঘ) পাঁচ

সঠিক উত্তর : ক) দুই

৬৩. স্থানভেদে ঘনত্ব বা অবস্থানগত বা বিন্যাস হচ্ছে-

ক) জনসংখ্যার বণ্টন খ) জনসংখ্যার ঘনত্ব

গ) জনসংখ্যার বিন্যাস ঘ) জনসংখ্যার তারতম্য

সঠিক উত্তর : ক) জনসংখ্যার বণ্টন

৬৪. জনসংখ্যা বর্তমানে কিরূপ সমস্যা?

ক) স্থানীয় খ) আঞ্চলিক

গ) রাষ্ট্রীয় ঘ) বিশ্বব্যাপী

সঠিক উত্তর :ঘ) বিশ্বব্যাপী

৬৫. জনসংখ্যার ঘনত্ব প্রধানত কয়ভাবে পরিমাপ করা হয়?

ক) তিন খ) চার

গ) পাঁচ ঘ) দুই

সঠিক উত্তর :ঘ) দুই

৬৬. ১৬৫০ থেকে ১৯০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে বলা হয়-

ক) প্রাথমিক পর্যায় খ) মাধ্যমিক পর্যায়

গ) সাম্প্রতিক পর্যায় ঘ) আধুনিক পর্যায়

সঠিক উত্তর :খ) মাধ্যমিক পর্যায়

৬৭. কোনটি জনসংখ্যা বণ্টনের প্রাকৃতিক নিয়ামক নয়?

ক) নদী খ) শিল্পকারখানা

গ) পাহাড় ঘ) জলবায়ু

সঠিক উত্তর :খ) শিল্পকারখানা

৬৮. কোনটি ছাড়া উন্নয়ন সম্ভব নয়?

ক) জনসংখ্যা খ) অর্থনৈতিক কর্মকান্ড

গ) জনসংখ্যা বণ্টন ঘ) পরিমিত শ্রমশক্তি

সঠিক উত্তর :ঘ) পরিমিত শ্রমশক্তি

৬৯. আদমশুমারি রিপোর্ট মার্চ, ২০০১ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?

ক) ১৪.৯৭ কোটি খ) ১৬.৮০ কোটি

গ) ১৪০ মিলিয়ন ঘ) ১৫.৮৫ মিলিয়ন

সঠিক উত্তর :ক) ১৪.৯৭ কোটি

৭০. ১৮৫০-১৯৫০ এই শতাব্দীতে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল কেমন?

ক) চার গুণ খ) তিন গুণ

গ) দ্বিগুণ ঘ) কোনোটিই নয়

সঠিক উত্তর : গ) দ্বিগুণ

৭১. জনসংখ্যা পরিবর্তনের বর্ধিষ্ণু পর্যায়ে আছে এমন দেশ কোনটি?

ক) কেনিয়া খ) ভিয়েতনাম

গ) চীন ঘ) বাংলাদেশ

সঠিক উত্তর :ঘ) বাংলাদেশ

৭২.পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির কারণ কোনটি?

ক) অনুন্নত দেশে জন্মহার কম

খ) উন্নত দেশে জন্মহার বৃদ্ধি

গ) উন্নয়নশীল দেশে জন্মহার বৃদ্ধি

ঘ) উন্নয়নশীল দেশে মৃতু্যহার হ্রাস

সঠিক উত্তর : গ) উন্নয়নশীল দেশে জন্মহার বৃদ্ধি

৭৩. কিসের প্রভাব জনবসতির বণ্টন নিয়ন্ত্রণ করে?

ক) জলবায়ু খ) বায়ু প্রবাহ

গ) তাপ ঘ) আর্দ্রতা

সঠিক উত্তর :ক) জলবায়ু

৭৪.উন্নত বিশ্বের জনসংখ্যা কোন পর্যায়ে রয়েছে?

ক) বৃদ্ধিরত খ) স্থিতিশীল

গ) হ্রাসরত ঘ) অস্থিতিশীল

সঠিক উত্তর :খ) স্থিতিশীল

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে