একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র
প্রকাশ | ১২ আগস্ট ২০২৪, ০০:০০
আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
আমি কিংবদন্তির কথা বলছি
৪৩। আবু জাফর ওবায়দুলস্নাহ কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন?
ক. যুক্তরাষ্ট্র খ. যুক্তরাজ্য
গ. ভারত ঘ. নেপাল
উত্তর : ক. যুক্তরাষ্ট্র
৪৪। কর্ষিত জমির শস্যদানাকে কবিতা বলার কারণ ছিল-
র. কৃষকের প্রাণের ফসল
রর. চাষার স্বপ্নের ঐশ্বর্য
ররর. অক্লান্ত পরিশ্রমে জীবন নাশ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: ক. র ও রর.
৪৫। মানুষের ইন্দ্রিয় কয়টি?
ক. ৪ খ. ৫
গ. ৬ ঘ. ৭
উত্তর : খ. ৫
নিচের উদ্দীপকটি পড়ে ৪৬ ও ৪৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
শোষিত-নির্যাতিত-বঞ্চিত মানুষের মুক্তির বার্তা এনে দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতি পায় স্বাধীনতা ও লাল সবুজের পতাকা। মহান নেতৃত্বের আদর্শকে জীবনের শ্রেষ্ঠ সম্পদে পরিণত করলে কখনোই অধীনতা আসবে না।
৪৬। জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করার মাঝে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বর্ণিত কার কথা স্মরণে আসে?
ক. শোষক খ. নিগৃহীত
গ. পূর্বপুরুষ ঘ. অত্যাচারী
উত্তর :গ. পূর্বপুরুষ
৪৭। যে কারণে তুলনা করা যায়-
র. উত্তর নেতৃত্বগুণে
রর. জীবনাদর্শে
ররর. অকৃপণ ঔদার্যে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : ঘ. র, রর ও ররর
৪৮। 'শ্বাপদ' শব্দের অর্থ কী?
ক. সাপ
খ. হিংস্র প্রাণী
গ. হিংস্র জন্তু
ঘ. হিংস্র মাংসাশী শিকারি জন্তু
উত্তর : ঘ. হিংস্র মাংসাশী শিকারি জন্তু
৪৯। 'একটি উজ্জ্বল জানালার কথা বলছি' - চরণটিতে উলিস্নখিত উজ্জ্বল জানালার দ্বারা বোঝানো হয়েছে-
র. চাকচিক্যময় অতীত
রর. সফলগাঁথা জীবন
ররর. অতীতের স্বপ্নীল সমাজ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : ঘ. র, রর ও ররর.
৫০। কোন কবিতা বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস?
ক. ভূমিহীন কৃষিজীবী
খ. ঐকতান
গ. সেই অস্ত্র
ঘ. আমি কিংবদন্তির কথা বলছি
উত্তর : ঘ. আমি কিংবদন্তির কথা বলছি
৫১। 'রক্তজবার মতো- উচ্চারণ কবিতা' চরণটির শূন্যস্থানে কোন শব্দটি বসবে?
ক. ভালোবাসার
খ. প্রতিরোধের
গ. কষ্টের
ঘ. রক্তিমের
উত্তর :খ. প্রতিরোধের
৫২। 'সাত নরীর হার' আবু জাফর ওবায়দুলস্নাহর কোন ধরনের রচনা?
ক. কাব্য খ. কাব্যগ্রন্থ
গ. সমালোচনা ঘ. গল্প
উত্তর :খ. কাব্যগ্রন্থ
৫৩। যুদ্ধ কীভাবে আসে?
ক. যন্ত্রণায় খ. সংগ্রামে
গ. ভালোবেসে ঘ. মরণপণে
উত্তর :গ. ভালোবেসে
৫৪। 'আমি কিংবদন্তির কথা বলছি'্তকবিতায় কবির মতে সর্বশক্তির আধারকে হৃদয়ে ধারণ করার সামর্থ্য লাভ করা যায়্ত
র. কবিতা শুনলে
রর. কবিতা লিখলে
ররর. কবিতাকে আত্মস্থ করলে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : গ. রর ও ররর.
নিচের উদ্দীপকটি পড়ে ৫৫ ও ৫৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
কারার ঐ লৌহকপাট,
ভেঙে ফেল কররে লোপাট
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদি।
\হওরে ও তরুণ ঈশান!
বাজা তোর প্রলয় বিষাণ
ধ্বংস নিশান
উড়ুক প্রাচীর প্রাচীর বেদি।
৫৫। উদ্দীপকটি 'আমি কিংবদন্তির কথা বলছি'- কবিতার কোন দিকটির প্রতি ইঙ্গিত করছে?
ক. পূর্বপুরুষের কথা ভাবার
খ. অতীত স্মৃতি রোমন্থন করার
গ. ক্রীতদাস প্রথা ভাঙার
ঘ. বঞ্চিতদের অধিকার আদায়ের
উত্তর : গ. ক্রীতদাস প্রথা ভাঙার
৫৬। উদ্ধৃত কবিতাংশটি 'আমি কিংবদন্তির কথা বলছি'- কবিতার যে দিকটি নির্দেশ করে-
র. যে কবিতা শুনতে জানে না সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে
রর. যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না
ররর. যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
\হগ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : খ. র ও ররর.
৫৭। কার করতলে পলিমাটির সৌরভ ছিল?
ক. কবির
খ. পূর্বপুরুষের
গ. নির্যাতিত জাতির
ঘ. কবির পিতার
উত্তর :খ. পূর্বপুরুষের