শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

পঞ্চম শ্রেণির বিজ্ঞান

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ১২ আগস্ট ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বিজ্ঞান

৩০৭. বয়ঃসন্ধিকালের পরিবর্তনের সময় ছেলেমেয়েদের মধ্যে কী ঘটে?

উত্তর : শারীরিক, মানসিক ও আচরণের পরিবর্তন হয়

৩০৮. স্নিগ্ধা বিদ্যালয়ে গিয়ে হঠাৎ তার শারীরিক পরিবর্তন দেখতে পায়। বয়ঃসন্ধিকালের এই পরিবর্তন দেখে স্নিগ্ধা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। এমন অবস্থায় তার করণীয় কী?

উত্তর : শিক্ষিকার সঙ্গে পরামর্শ

৩০৯. তুষার বয়ঃসন্ধিকাল অতিক্রম করছে। তার গলার স্বরের পরিবর্তন ও দ্রম্নত লম্বা হওয়া দেখে পরিবারের সবাই অবাক হয়ে যায়। তুষারের কোন ধরনের পরিবর্তন হয়েছে?

উত্তর : শারীরিক পরিবর্তন

৩১০. আক্রান্ত রোগীর সংস্পর্শে ছড়াতে পারে?

উত্তর : সোয়াইন ফ্লু

৩১১. শাকিলের বয়স ১৩ বছর। শাকিল এখন কোন কাল অতিক্রম করছে?

উত্তর : বয়ঃসন্ধিকাল

৩১২. নিপার বয়স এখন ১২। সে তার শরীরে কিছু পরিবর্তন লক্ষ্য করল। এ ক্ষেত্রে তার করণীয় কী?

উত্তর : মা-বাবার সঙ্গে আলোচনা করা

৩১৩. কোনটি পানিবাহিত রোগ?

উত্তর : টাইফয়েড

৩১৪. কোনটি বায়ুবাহিত রোগ?

উত্তর : গুটিবসন্ত

৩১৫. কোন রোগ কফ, থুতু, হাঁচি, কাশির মাধ্যমে ছড়ায়?

উত্তর : যক্ষ্ণা

৩১৬. যেসব রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায়, সেগুলো কী নামে পরিচিত?

উত্তর : বায়ুবাহিত রোগ

৩১৭. পানির মাধ্যমে নিচের কোন রোগ ছড়াতে পারে?

উত্তর : কলেরা

৩১৮. পোকামাকড়ের মাধ্যমে মানব শরীরে কী প্রবেশ করে?

উত্তর : রোগজীবাণু

৩১৯. ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগকে কী বলে?

উত্তর : সংক্রামক

৩২০. বয়ঃসন্ধিকালের পরিবর্তন কীরূপ?

উত্তর : স্বাভাবিক

৩২১. বয়ঃসন্ধিকালের পরিবর্তনের ব্যাপারে কার সঙ্গে আলোচনা করা উচিত?

উত্তর : মা-বাবা

৩২২. কোন সময়কালে অনেক ছেলেমেয়ে তাদের শারীরিক পরিবর্তন দেখে ঘাবড়ে যায়?

উত্তর : বয়ঃসন্ধিকালে

৩২৩. কোন সময়কালে ছেলে ও মেয়েরা নিজেদের মতামত প্রকাশ করার চেষ্টা করে?

উত্তর : বয়ঃসন্ধিকালে

৩২৪. কোন সময়কালে ছেলে ও মেয়েরা দ্রম্নত লম্বা হয়?

উত্তর : বয়ঃসন্ধিকালে

৩২৫. বয়ঃসন্ধিকালে শরীরে কোন পরিবর্তনটি লক্ষ্য করা যায়?

উত্তর : দ্রম্নত লম্বা হওয়া

৩২৬. ছেলেদের বয়ঃসন্ধিকাল শুরুর বয়স কত?

উত্তর : ৯-১৫ বছর

৩২৭. মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরু হয় কত বছর বয়সের মধ্যে

উত্তর : ৮-১৩ বছর

৩২৮. কীসের সাহায্যে নক্ষত্রসমূহ স্পষ্ট দেখতে পাওয়া যায়?

উত্তর : দুরবিন যন্ত্র

৩২৯. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?

উত্তর : ৩,৮৪,৪০০ কিমি

৩৩০. আলো প্রতি সেকেন্ডে প্রায় কত কিমি বেগে চলে?

উত্তর : ৩,০০,০০০ কিমি

৩৩১. চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে?

উত্তর : ১.৩ সেকেন্ড

৩৩২. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?

উত্তর : ১৫,০০,০০,০০০ কিমি

৩৩৩. সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে প্রায় কত সময় লাগে?

উত্তর : ৮ মিনিট

৩৩৪. মহাকাশ সম্পর্কিত গবেষণাকে কী বলা হয়?

উত্তর : জ্যোতির্বিজ্ঞান

৩৩৫. যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কী বলে?

উত্তর : কক্ষপথ

৩৩৬. সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে কত সময় লাগে?

উত্তর : ৩৬৫ দিন ৬ ঘণ্টা

৩৩৭. নিজ অক্ষরেখার ওপর ঘূর্ণায়মান গতিকে কী বলে?

উত্তর : আহ্নিক গতি

৩৩৮. নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে?

উত্তর : ২৩ ঘণ্টা ৫৬ মিনিট

৩৩৯. কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী রেখাকে কী বলে?

উত্তর : অক্ষ

৩৪০. পৃথিবীর অক্ষ রেখাটি কোন মেরু বরাবর ছেদ করেছে?

উত্তর : উত্তর-দক্ষিণ মেরু

৩৪১. যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে তখন সে অংশে কোন কাল হয়?

উত্তর : গ্রীষ্মকাল

৩৪২. যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে থাকে তখন কোন কাল হয়?

উত্তর : শীতকাল

৩৪৩. যা কোনো গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয় তাকে কী বলে?

উত্তর : উপগ্রহ

৩৪৪. চাঁদের নিজস্ব কী নেই?

উত্তর : আলো

৩৪৫. চাঁদের যখন সম্পূর্ণ অংশ আলোকিত দেখি তখন তাকে কী বলে?

উত্তর : পূর্ণিমা

৩৪৬. চাঁদে যখন একেবারই কোনো আলো দেখতে পাই না তখন তাকে কী বলে?

উত্তর : অমাবস্যা

৩৪৭. চাঁদ নিজ অক্ষে পৃথিবীর চারদিক ঘুরে আসতে কত দিন লাগে?

উত্তর : ২৮ দিন

৩৪৮. শিল্পবিপস্নব কখন হয়েছিল?

উত্তর : ১৮ শতকে

৩৪৯. কোনটি রাসায়নিক প্রযুক্তি?

উত্তর : সার

৩৫০. প্রকৃতি সম্পর্কিত জ্ঞান কোনটি?

উত্তর : বিজ্ঞান

৩৫১. প্রযুক্তি মানুষের জীবনের মানোন্নয়নের জন্য কী উদ্ভাবন করেছে?

উত্তর : বিভিন্ন পণ্য

৩৫২. বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য কীরূপ?

উত্তর : ভিন্ন

৩৫৩. প্রকৃতি নিয়ে কারা গবেষণা করেন?

উত্তর : বিজ্ঞানীরা

৩৫৪. জলীয়বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ কী উদ্ভাবন করেছে?

উত্তর : বাষ্পীয় ইঞ্জিন

৩৫৫. বিভিন্ন পণ্য যন্ত্রপাতি উদ্ভাবনে প্রযুক্তি কী ব্যবহার করে?

উত্তর : বৈজ্ঞানিক জ্ঞান

৩৫৬. বিজ্ঞানীরা মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করেন কোন যন্ত্রের সাহায্যে?

উত্তর : দুরবিন যন্ত্র

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে