শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ১১ আগস্ট ২০২৪, ০০:০০
দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

৩৩. নিয়ামকগুলোর পারস্পরিক ক্রিয়ার ফলে কোন ক্ষেত্রে প্রভাব পড়ে?

র. সামাজিক রর. অর্থনৈতিক ররর. রাজনৈতিক

নিচের কোনটি সঠিক?

ক) র খ) রর

গ) র ও রর ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ) র, রর ও ররর

৩৪. চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে কোনটি বৃদ্ধি পেয়েছে?

ক) শিশু মৃতু্যহার খ) জনসংখ্যা

গ) আয়ুষ্কাল ঘ) জন্মহার

সঠিক উত্তর : গ) আয়ুষ্কাল

৩৫. জনসংখ্যার ঘনত্ব নির্ভর করে-

র. ভূপ্রকৃতির ওপর

রর. জলবায়ুর ওপর

ররর. শিল্পোন্নতির ওপর

নিচের কোনটি সঠিক?

ক) র খ) রর

গ) র ও ররর ঘ) রর ও ররর

সঠিক উত্তর : গ) র ও ররর

৩৬.বর্তমান বিশ্বে কত বছর অন্তর লোক গণনা করা হয়?

ক) ১ বা ২ খ) ২ বা ৫

গ) ৫ বা ৮ ঘ) ৫ বা ১০

সঠিক উত্তর : ঘ) ৫ বা ১০

৩৭. শিশু মৃতু্যহারে এগিয়ে রয়েছে কোন দেশগুলো?

ক) উন্নত খ) উন্নয়নশীল

গ) অনুন্নত ঘ) উন্নত ও অনুন্নত

\হসঠিক উত্তর :গ) অনুন্নত

৩৮. বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য হল-

র. আয়তন ও সম্পদের তুলনায় জনসংখ্যা কম

রর. অধিকাংশ লোক শহরে বাস করে

ররর. নারী অপেক্ষা পুরুষের সংখ্যা অধিক

নিচের কোনটি সঠিক?

ক) র খ) রর

গ) ররর ঘ) রর ও ররর

সঠিক উত্তর : গ) ররর

৩৯. কোন সম্পর্কটিকে কাম্য জনসংখ্যা বলা হয়?

ক) মানুষ ও বনজ সম্পদের ভারসাম্য

খ) মানুষ ও ভূমির ভারসাম্য

গ) মানুষ ও শিল্পের ভারসাম্য

ঘ) মানুষ ও বায়ূমন্ডলের ভারসাম্য

সঠিক উত্তর : খ) মানুষ ও ভূমির ভারসাম্য

৪০. প্রাথমিক পর্যায়ে পৃথিবীর সকল অংশেই জন্ম এবং মৃতু্যর হার উভয়ই ছিল-

ক) বেশি খ) কম

গ) খুব কম ঘ) খুব বেশি

সঠিক উত্তর : ঘ) খুব বেশি

৪১. জন্মহারে ভিন্নতার অন্যতম প্রধান কারণ হল-

ক) বৈবাহিক অবস্থাগত বৈশিষ্ট্য খ) শিক্ষা

গ) পেশা ঘ) সবগুলো

সঠিক উত্তর : ঘ) সবগুলো

৪২. বাংলাদেশের কোন অঞ্চলের জনবসতির ঘনত্ব সব থেকে কম?

ক) বরিশাল খ) রাঙামাটি

গ) সুনামগঞ্জ ঘ) পাবনা

সঠিক উত্তর : খ) রাঙামাটি

৪৩.সাম্প্রতিক পর্যায়ে বিশ্বে কয়েকটি অঞ্চল লক্ষ করা যায়?

ক) দুটি খ) তিনটি

গ) চারটি ঘ) পাঁচটি

সঠিক উত্তর : ক) দুটি

৪৪. জনসংখ্যার সঠিক তথ্য আহরণে কয়টি বিষয় পর্যালোচনা করতে হয়?

ক) তিনটি খ) চারটি

গ) দুইটি ঘ) পাঁচটি

সঠিক উত্তর : ক) তিনটি

৪৫.জাপানের ওসাকা, ভারতের মুম্বাই প্রভৃতি স্থানে জনসংখ্যার ঘনত্ব বেশি কেন?

ক) সামাজিক অবস্থা ভালো

খ) অর্থনৈতিকভাবে উন্নত

গ) রাজনৈতিকভাবে স্থিতিশীলতা

ঘ) সংস্কৃতি উন্নত

সঠিক উত্তর : খ) অর্থনৈতিকভাবে উন্নত

৪৬. বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির ধারাকে সাধারণভাবে কয়টি পর্যায়ে বিভক্ত করা যায়?

ক) দুই খ) তিন

গ) চার ঘ) পাঁচ

সঠিক উত্তর : খ) তিন

৪৭. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রভাব রয়েছে-

র. কৃষিজ সম্পদের

রর. খনিজ সম্পদের

ররর. বনজ সম্পদের

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ) র, রর ও ররর

৪৮. উন্নত অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার কিরূপ?

ক) বৃদ্ধি পেয়েছে খ) হ্রাস পেয়েছে

গ) দ্রম্নত বৃদ্ধি পেয়েছে ঘ) দ্রম্নত হ্রাস পেয়েছে

সঠিক উত্তর : খ) হ্রাস পেয়েছে

৪৯.জনসংখ্যার পিরামিড দেখানো হয়-

র. নারী-পুরুষ বয়সভিত্তিক বিন্যাস

রর. জনসংখ্যার পরিমাণ

ররর. জন্ম ও মৃতু্যহার

নিচের কোনটি সঠিক?

ক) র খ) রর

গ) ররর ঘ) রর ও ররর

সঠিক উত্তর : ক) র

৫০. ভূপৃষ্ঠের ৫০-৬০ শতাংশের মতো এলাকায় শতকরা কত জন লোকের বসতি?

ক) ৮ ভাগ খ) ৭ ভাগ

গ) ৫ ভাগ ঘ) ৬ ভাগ

সঠিক উত্তর : গ) ৫ ভাগ

৫১. প্রাথমিক পর্যায়ে পৃথিবীর জনসংখ্যা ও বৃদ্ধির হার উভয় ছিল-

ক) বেশি খ) কম

গ) খুব কম ঘ) কম

সঠিক উত্তর : গ) খুব কম

পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে