আমি কিংবদন্তির কথা বলছি
১৯. শত্রম্নরা কাদের ওপর ঝাঁপিয়ে পড়েছে ভীরু কাপুরুষের মতো?
ক. দুর্বলদের খ. অন্যজনের
গ. বন্দি ক্রীতদাসের ঘ. বৃদ্ধদের
উত্তর : গ. বন্দি ক্রীতদাসের
২০. কীসে সবকিছু শুচি হয়ে যায়?
ক. জলে খ. বাতাসে
গ. তেলে ঘ. আগুনে
উত্তর : ঘ. আগুনে
২১. সকল শক্তির উৎস কী?
ক. ভালোবাসা খ. শিক্ষা
গ. সূর্য ঘ. মমতা
উত্তর : গ. সূর্য
২২. কার কাছে শুধু কবিতাই সত্য আর সত্যই শক্তি?
ক. বাজিকর খ. সাহিত্যিক
গ. দার্শনিক ঘ. কবি
উত্তর : ঘ. কবি
২৩. কবি আবু জাফর ওবায়দুলস্নাহর কোন কাব্যগ্রন্থের নাম কবিতা?
ক. সাত নরীর হার খ. আমি কিংবদন্তির কথা বলছি
গ. কখনো রং কখনো সুর ঘ. বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা
উত্তর : খ. আমি কিংবদন্তির কথা বলছি
২৪. কোন কবিতায় উচ্চারিত হয়েছে ঐহিত্যসচেতন শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীণ মুক্তির দীপ্ত ঘোষণা?
ক. নূরলদীনের কথা মনে পড়ে যায় খ. সেই অস্ত্র
গ. হাড় ঘ. আমি কিংবদন্তির কথা বলছি
উত্তর : ঘ. আমি কিংবদন্তির কথা বলছি
২৫. কার রয়েছে সংস্কৃতির হাজার বছরের ইতিহাস?
ক. ফরাসির খ. তুর্কির
গ. বাঙালির ঘ. জাপানির
উত্তর : গ. বাঙালির
২৬. আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি কীসের আকাঙ্ক্ষার সোচ্চার হন?
ক. মানবমুক্তি খ. দারিদ্র্যমুক্তি
গ. অবক্ষয় মুক্তি ঘ. সামাজিক মুক্তি
উত্তর : ক. মানবমুক্তি
২৭. বাংলার ভূমিজীবী অনার্য কারা?
ক. আদিবাসীরা খ. হিন্দুরা
গ. ক্রীতদাসেরা ঘ. আত্মজনেরা
উত্তর : গ. ক্রীতদাসেরা
২৮. মুক্তির পূর্বশর্ত কী?
ক. যুদ্ধ খ. আঁতাত
গ. লড়াই করা ঘ. যুক্তি
উত্তর : ক. যুদ্ধ
২৯. কবি কোন ইতিহাস থেকে জেনেছেন যে ভালোবাসার জন্য, সবাইকে মুক্ত করার জন্য পরিবারবর্গকে ছাড়তে হয়?
ক. স্বাধীনতা যুদ্ধ খ. ভাষা আন্দোলন
গ. দেশ বিভাগ ঘ. গণ-অভু্যত্থান
উত্তর : ক. স্বাধীনতা যুদ্ধ
৩০. চিত্রকল্প নির্মাণের পূর্বশর্ত কী?
ক. পস্নট নির্বাচন খ. চরিত্র নির্বাচন
গ. কাহিনির বিবরণ ঘ. অভিনবত্ব
উত্তর : ঘ. অভিনবত্ব
৩১. 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটি কোন ছন্দে রচিত?
ক. স্বরবৃত্ত খ. মাত্রাবৃত্ত
গ. অক্ষরবৃত্ত ঘ. গদ্যছন্দে
উত্তর : ঘ. গদ্যছন্দে
৩২. কবিতার সোপলব্ধির অবিচ্ছেদ্য অংশ কী?
ক. ব্যঞ্জনা খ. আঙ্গিক বিবেচনা
গ. অভিনবত্ব ঘ. শিল্পগুণ
উত্তর : খ. আঙ্গিক বিবেচনা
৩৩. নিচের কোন বিষয়টি একান্তই ইন্দ্রিয়গ্রাহ্য একটি অনুষঙ্গ?
ক. কৃষকের ফসল ফলানো খ. সন্তানের প্রতি ভালোবাসা
গ. মাছের সঙ্গে খেলা করা ঘ. নদীতে ভাসা
উত্তর : ক. কৃষকের ফসল ফলানো
৩৪. আবু জাফর ওবায়দুলস্নাহকে একুশে পদক প্রদান করা হয় কেন?
ক. সংস্কৃতিচর্চার জন্য
খ. ভাষাকেন্দ্রিক সাহিত্য রচনার জন্য
গ. লোকসঙ্গীত রচনার জন্য
ঘ. শিল্পকলায় অবদানের জন্য
উত্তর : খ. ভাষাকেন্দ্রিক সাহিত্য রচনার জন্য
৩৫. আবু জাফর ওবায়দুলস্নাহকে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয় কেন?
ক. ইংরেজি সাহিত্যে অবদানের জন্য
খ. বাংলা সাহিত্যে অবদানের জন্য
গ. আরবি সাহিত্যে অবদানের জন্য
ঘ. ফারসি সাহিত্যে অবদানের জন্য
উত্তর : খ. বাংলা সাহিত্যে অবদানের জন্য
৩৬. কবি কেন তার পূর্বপুরুষের কথা বলেছেন?
ক. সাহসী ছিল বলে খ. নিপীড়িত হয়েছে বলে
গ. জমিদার ছিল বলে
ঘ. গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে বলে
উত্তর : ঘ. গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে বলে
৩৭. কবির পূর্বপুরুষের পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল কেন?
ক. শত্রম্নর অত্যাচারে খ. কাঁটার আঁচড় লাগায়
গ. পড়ে ব্যথা পাওয়ায় ঘ. অসুখের কারণে
উত্তর : ক. শত্রম্নর অত্যাচারে
৩৮. কেন মানুষ ঝড়ের আর্তনাদ শুনবে?
ক. কবিতা লেখে না বলে
খ. কবিতা পড়ে না বলে
গ. কবিতা শোনে না বলে
ঘ. কবিতা বোঝে না বলে
উত্তর : গ. কবিতা শোনে না বলে
৩৯. কবি কেন বিচলিত স্নেহের কথা বলেছেন?
ক. ভয়ে খ. শঙ্কায়
গ. ভীরুতায় ঘ. কল্পনায়
উত্তর : খ. শঙ্কায়
৪০. কেন শস্য সম্ভার মানুষকে সমৃদ্ধ করবে?
ক. কর্ষণ করে উর্বরা বৃদ্ধি করায়
খ. বৃষ্টির প্রার্থনা করায়
গ. পরিশ্রম করায়
ঘ. ফসলের যত্ন নেওয়ায়
উত্তর : ক. কর্ষণ করে উর্বরা বৃদ্ধি করায়
৪১। প্রবহমান নদী বলতে কী বোঝায়?
ক. চলমান ইতিহাস খ. চলমান নদী
গ. চলমান জীবন ঘ. চলমান সংগ্রাম
উত্তর : খ. চলমান নদী
৪২। 'অনিবার্য' কোন বাক্যের এক কথায় প্রকাশ?
ক. যা দেখা যায় না খ. যা নেভানো যায় না
গ. যা নির্ণয় করা যায় না ঘ. যা নিবারণ করা যায় না
উত্তর : ঘ. যা নিবারণ করা যায় না
পরবর্তী অংশ আগামী সংখ্যায়