শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান
শিক্ষা জগৎ ডেস্ক
  ১১ আগস্ট ২০২৪, ০০:০০
মাইকেল মধুসূদন দত্ত

প্রশ্ন : বাংলা নাটকের জনক কে?

উত্তর : দীনবন্ধু মিত্র।

প্রশ্ন : বাংলা সনেটের জনক-

উত্তর : মাইকেল মধুসূদন দত্ত

প্রশ্ন : ইংরেজি কবিতার জনক কে?

উত্তর : জিউফ্রে চসার।

প্রশ্ন : মনোবিজ্ঞানের জনক কে?

উত্তর : উইলহেম উন্ড।

প্রশ্ন : বাংলা মুক্তক ছন্দের জনক কে?

উত্তর : কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন : বাংলা চলচ্চিত্রের জনক কে?

উত্তর : হীরালাল সেন

প্রশ্ন : বাংলা গদ্য ছন্দের জনক কে?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্ন : আধুনিক রসায়নের জনক কে?

উত্তর : জন ডাল্টন

প্রশ্ন : আধুনিক গণতন্ত্রের জনক কে?

উত্তর : জন লক।

প্রশ্ন : আধুনিক অর্থনীতির জনক কে?

উত্তর : পাল স্যমুয়েলসন

প্রশ্ন : আধুনিক বিজ্ঞানের জনক কে?

উত্তর : রাজার বেকন

প্রশ্ন : ইংরেজি নাটকের জনক কে?

উত্তর : উইলিয়াম শেকসপিয়র

জাতিসংঘ : দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্য নিয়ে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর মাসে প্রতিষ্ঠা করা হয় বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংগঠন 'জাতিসংঘ'। ১৯৪৫ সালের ২৬ জুন ৫০টি দেশ জাতিসংঘের মূল সনদে স্বাক্ষর করে। ১৯৪৫ সালের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে ৫১তম দেশ হিসেবে পোলান্ড স্বাক্ষর করে। প্রতিষ্ঠাকালে ৫১টি সদস্য নিয়ে জাতিসংঘের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩।

জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্যে অনুষ্ঠিত বিভিন্ন সম্মেলন-

লন্ডন ঘোষণা : ১২ জুন ১৯৪১ সাল। জার্মান-ব্রিটেনকে আক্রমণ করার পরিপ্রেক্ষিতে ইউরোপের ৯টি প্রবাসী সরকার পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য লন্ডনের জেমস প্রাসাদে যে ঘোষণা দেয় তাই লন্ডন ঘোষণা। এটি জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ।

আটলান্টিক সনদ : ১৪ আগস্ট ১৯৪১ সাল। মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল আটলান্টিক মহাসাগরে 'ব্রিটিশ নৌ-তরী প্রিন্সেস অব ওয়েলসে মিলিত হয়ে বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য যে ঘোষণা দেন তাকে 'আটলান্টিক সনদ' বলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে