শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

পঞ্চম শ্রেণির বিজ্ঞান

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ১১ আগস্ট ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বিজ্ঞান

২৭২. কোন রাসায়নিক দ্রব্যটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?

উত্তর : ক্যালসিয়াম কার্বাইড

২৭৩. কোনজাতীয় খাদ্যে কৃত্রিম রং মিশিয়ে একে আকর্ষণীয় করা হয়?

উত্তর : মিষ্টি

২৭৪. কোন খাবারগুলো কম খাওয়া উচিত?

উত্তর : বার্গার, চিপস

২৭৫. কোন খাবারগুলো নিয়মিত খাওয়া উচিত?

উত্তর : ভাত, সবজি, দুধ

২৭৬. খাদ্য সংরক্ষণের ফলে কী হয়?

উত্তর : বিভিন্ন মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়

২৭৭. জলপাই কোনটির মাধ্যমে সংরক্ষণ করা হয়?

উত্তর : তেল

২৭৮. খাদ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়?

উত্তর : তেল

২৭৯. কোন খাদ্যের মধ্যে পচনশীল জীবাণু জন্মাতে পারে না?

উত্তর : সিরকা

২৮০. বরফ না দিয়ে কীভাবে মাছ সংরক্ষণ করা যায়?

উত্তর : লবণ দিয়ে

২৮১. বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা হয় কোন খাদ্যদ্রব্যটি?

উত্তর : আচার

২৮২. কোন খাদ্য ফ্রিজে সংরক্ষণ করতে হয়?

উত্তর : মাংস

২৮৩. কোন রাসায়নিক দ্রব্য খাদ্যে ভেজাল হিসেবে মেশানো হয়ে থাকে?

উত্তর : কার্বোহাইড্রেট

২৮৪. খাদ্যের অপচয় রোধ করার উদ্দেশ্যে কী করা হয়?

উত্তর : খাদ্য সংরক্ষণ

২৮৫. সুষম খাদ্যে কয়টি খাদ্য দলের পুষ্টি উপাদান বিদ্যমান থাকে?

উত্তর : ছয়টি

২৮৬. খাদ্যের দল কয়টি?

উত্তর : ছয়টি

২৮৭. কাদের বেশি খাদ্যের প্রয়োজন?

উত্তর : যারা বেশি শারীরিক পরিশ্রম করে

২৮৮. দেহ বেশি ভারী হয়ে গেলে বড়দের কোন ক্ষমতা হ্রাস পায়?

উত্তর : বিনোদনের

২৮৭. কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থযুক্ত খাদ্য খেলে কোন রোগটি হতে পারে?

উত্তর : ক্যানসার

২৮৮. তুহিনের ম্যালেরিয়া হয়েছে। কোন মশা কামড়ালে তুহিনের এ রোগ হতে পারে?

উত্তর : অ্যানোফিলিস

২৮৯. তোমার এক বন্ধুর বসন্ত রোগ হলো। কোন সময় তুমি তার কাছ থেকে দূরে থাকবে?

উত্তর : বসন্তের গুটি শুকিয়ে যাওয়ার সময়

২৯০. তুষারদের ফুলের টবে পানি জমে থাকে। ফলে সেখানে অনেক মশা জন্মেছে। কিছুদিন পর সে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়। তার পরিবারের সদস্যরা কীভাবে রোগটি প্রতিকার করবে?

উত্তর : ডাক্তারের পরামর্শে ওষুধ দিয়ে

২৯১. তোমার পরিবারের কোনো সদস্য সংক্রামক রোগে আক্রান্ত হলো। রোগটি প্রতিরোধে তুমি কী পদক্ষেপ নেবে?

উত্তর : চারপাশ জীবাণুমুক্ত রাখবে

২৯২. টুলুর জলাতঙ্ক হয়েছে। কোন প্রাণীর কামড়ে টুলুর এ রোগ হয়েছে?

উত্তর : কুকুর

২৯৩. রিকির হাম হয়েছে। কিছুদিন পর রিকি সুস্থ হতে না-হতেই তার ছোট ভাইয়ের হাম দেখা দিল। রিকি কোন ধরনের সংক্রামক রোগে আক্রান্ত?

উত্তর : ছোঁয়াচে

২৯৪. এক সপ্তাহ হলো মৌ কলেরা হাসপাতালে ভর্তি হয়েছে। মৌয়ের রোগটি কোন ধরনের রোগ?

উত্তর : পানিবাহিত

২৯৫. কাব্যর ভীষণ জ্বর। সোয়াইন ফ্লু ধরা পড়েছে। কাব্যর রোগটি কোন মাধ্যমে সংক্রমিত হয়েছে?

উত্তর : বায়ুর

২৯৬. সংক্রামক রোগ প্রতিকারের উপায় কী?

উত্তর : পর্যাপ্ত বিশ্রাম নেওয়া

২৯৭. এডিস মশার আবাসস্থল কোথায়?

উত্তর : ফুলের টব

২৯৮. সংক্রামক রোগ থেকে রক্ষা পেতে হলে কী করা উচিত?

উত্তর : পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা উচিত

২৯৯. যক্ষ্ণা রোগীর হাঁচি ও কাশির সময় কী করা উচিত?

উত্তর : মুখে রুমাল ব্যবহার করা

৩০০. কীভাবে সংক্রামক রোগ ছড়াতে পারে?

উত্তর : দূষিত পানির মাধ্যমে

৩০১. মানুষ কীভাবে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হতে পারে?

উত্তর : এডিস মশার কামড়ে

৩০২. হাঁচি ও কাশির সময় মুখে হাত বা রুমাল দিয়ে ঢাকলে কোন রোগটি প্রতিরোধ করা যায়?

উত্তর : ইনফ্লুয়েঞ্জা

৩০৩. একজন থেকে অন্যজনে ছড়ায় কোন রোগ?

উত্তর : হাম

৩০৪. তোমাদের এলাকায় কোনো ব্যক্তির যক্ষ্ণা হলো। তুমি তাকে কী করতে বলবে?

উত্তর : সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যেতে বলব

৩০৫. রোগীর কফ, থুতু, হাঁচি, কাশির মাধ্যমে রোগের জীবাণু ছড়ায়। কোন রোগের জীবাণু এভাবে ছড়ায়?

উত্তর : সর্দিজ্বর

৩০৬. হামের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায়। এভাবে কোন রোগের জীবাণু ছড়ায়?

উত্তর : ইনফ্লুয়েঞ্জা

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে