শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ১০ আগস্ট ২০২৪, ০০:০০
দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

১৭. অন্যত্র হতে কোনো স্থানে আগমন করাকে কি বলে?

ক) প্রবসন

খ) অভিবাসন

গ) অভিবাসী

ঘ) অধিবাসী

সঠিক উত্তর : খ) অভিবাসন

১৮. বলপূর্বক অভিগমন হয়ে থাকে কোনটির প্রভাবে?

ক) উন্নত জীবনযাপন

খ) অনুন্নত বাসস্থান

গ) গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক বৈষম্য

ঘ) রাজনৈতিক অস্থিরতা

সঠিক উত্তর : গ) গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক বৈষম্য

১৯. ১৬৫০ সালে পৃথিবীর মোট জনসংখ্যা কত ছিল?

ক) ৫.১০ বিলিয়ন

খ) ৫১ কোটি

গ) ৫২০ লক্ষ

ঘ) ৫১৮ মিলিয়ন

সঠিক উত্তর : ঘ) ৫১৮ মিলিয়ন

২০.বর্তমানে বাংলাদেশের প্রধান জাতীয় সমস্যা কোনটি?

ক) দুর্নীতি

খ) জনসংখ্যা

গ) দারিদ্র

ঘ) বিশ্ব উষ্ণায়ন

সঠিক উত্তর : খ)জনসংখ্যা

২১.জনবসতির ঘনত্ব নিচের কোন সূত্রটি দিয়ে নির্ণয় করা যায়?

ক) জনসংখ্যা/কোনোএলাকার আয়তন

খ) মোট জনসংখ্যা/মোট কার্যকর জমির ক্ষেত্র

গ) জেনংখ্যা/মোট জমির ক্ষেত্র

ঘ) কোনটিই নয়

সঠিক উত্তর :গ) মোট জনংখ্যা/ মোট জমির ক্ষেত্র

২২. নিচের কোনটি জনসংখ্যা পরিবর্তনের নিয়ামক?

ক) জন্মহার

খ) মৃতু্যহার

গ) অভিবাসন

ঘ) সবগুলো

সঠিক উত্তর : ঘ) সবগুলো

২৩.১৬৫০-১৯০০ খ্রিষ্ট. পর্যন্ত সময়কাল জনসংখ্যা বৃদ্ধি ধারার কোন পর্যায়কে নির্দেশ করে?

ক) প্রাথমিক পর্যায়

খ) মাধ্যমিক পর্যায়

গ) সাম্প্রতিক পর্যায়

ঘ) মধ্যবর্তী পর্যায়

সঠিক উত্তর :খ) মাধ্যমিক পর্যায়

২৪. বাংলাদেশ পরিসংখ্যান বু্যরো রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের বর্তমান জনসংখ্যার ঘনত্ব কত?

ক) ১০০১ জন

খ) ১০১০ জন

গ) ১,০১৫ জন

ঘ) ৯১৮ জন

সঠিক উত্তর : গ) ১,০১৫ জন

২৫.বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কবে সংঘটিত হয়?

ক) ১৯৪৭ সালে

খ) ১৯৫২ সালে

গ) ১৯৬৯ সালে

ঘ) ১৯৭১ সালে

সঠিক উত্তর : ঘ) ১৯৭১ সালে

২৬. মৃতু্যহার সব থেকে বেশি কোন দেশগুলোতে?

ক) উন্নয়নশীল

খ) অনুন্নত

গ) উন্নত

ঘ) সব জায়গায় সমান

সঠিক উত্তর : খ)অনুন্নত

২৭.যখন একজন লোক কোনো দেশে প্রবেশ করে, তাকে বলে-

র. অভিগমন

রর. প্রবসন

ররর. অভিবাসন

নিচের কোনটি সঠিক?

ক) র খ) ররর

গ) র ও ররর ঘ)রর ও ররর

সঠিক উত্তর : ক) র

২৮.বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার অব্যাহত থাকলে ২০৫০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা হবে-

ক) প্রায় ৮ বিলিয়ন

খ) প্রায় ৭.৫ বিলিয়ন

গ) প্রায় ৯ বিলিয়ন

ঘ) প্রায় ৮.৫ বিলিয়ন

সঠিক উত্তর : গ) প্রায় ৯ বিলিয়ন

২৯. জনসংখ্যা বন্টনের প্রাকৃতিক নিয়ামক কোনটি?

ক) ভূপ্রকৃতি খ) খনিজ সম্পদ

গ) পরিবহণ ঘ) সংস্কৃতি

সঠিক উত্তর : ক) ভূপ্রকৃতি

৩০.১৬৫০-১৮৫০ এই ২০০ বছরে জনসংখ্যার পরিমাণ কত বৃদ্ধি পায়?

ক) ৬৪৫ মিলিয়ন

খ) ৬৫০ মিলিয়ন

গ) ৬৫৫ মিলিয়ন

ঘ) ৬৬০ মিলিয়ন

সঠিক উত্তর : ক) ৬৪৫ মিলিয়ন

৩১. সুদুর অতীতকাল থেকে ১৬৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে কী বলে?

ক) প্রাথমিক পর্যায়

খ) মাধ্যমিক পর্যায়

গ) সাম্প্রতিক পর্যায়

ঘ) প্রাচীন পর্যায়

সঠিক উত্তর : ক) প্রাথমিক পর্যায়

৩২.বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমিক অবস্থার জনসংখ্যা বৃদ্ধির চিত্র কেমন ছিল?

ক) প্রথমে ধীরে, পড়ে দ্রম্নতগতিতে

খ) সমান গতিতে

গ) ধীর গতিতে

ঘ) অত্যন্ত দ্রম্নতগতিতে

সঠিক উত্তর : ক) প্রথমে ধীরে, পড়ে দ্রম্নতগতিতে

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে