ষষ্ঠ অধ্যায়
৪০. সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ কোনটি?
ক. সমুদ্র বায়ু খ. স্থলবায়ু
গ. মৌসুমি বায়ু ঘ. নিয়ত বায়ু
উত্তর :ঘ. নিয়ত বায়ু
৪১. সমুদ্রস্রোতের দিক ও গতি নিয়ন্ত্রিত হয় কীসের দ্বারা?
ক. বায়ুপ্রবাহ খ. লবণাক্ততা
গ. গভীরতা ঘ. অন্তঃপ্রবাহ
উত্তর :ক. বায়ুপ্রবাহ
৪২. গভীর খাত হলো-
র. অধিক প্রশস্ত
রর. অধিক প্রশস্ত নয়
ররর. খাড়া ঢালবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : খ. র ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
রায়হান টেলিভিশনে একটি বিখ্যাত চলচ্চিত্র দেখছিল। চলচ্চিত্রের দৃশ্যে দেখা গেল শান্ত সমুদ্রে একটি জাহাজ ক্যানারি স্রোত অতিক্রম করছে। এক সময় দেখা গেল জাহাজটি প্রচন্ড ধাক্কা খেয়ে ডুবে গেল।
৪৩. চলচ্চিত্রে রায়হানের দেখা জাহাজটি কোন সাগর দিয়ে যাচ্ছিল?
ক. প্রশান্ত মহাসাগর খ. উত্তর মহাসাগর
গ. আটলান্টিক মহাসাগর ঘ. দক্ষিণ মহাসাগর
উত্তর :গ. আটলান্টিক মহাসাগর
৪৪. রায়হানের দেখা জাহাজটি যার সংগে ধাক্কা খেয়ে ডুবেছিল তা পরিবাহিত হয়-
ক. উষ্ণ স্রোতের সঙ্গে
খ. শীতল স্রোতের সঙ্গে
গ. উষ্ণ ও শীতল স্রোতের মিলন স্থলে
ঘ. বায়ুমন্ডলের মাধ্যমে
উত্তর :খ. শীতল স্রোতের সঙ্গে
\হসপ্তম অধ্যায়
১. পৃথিবীর জনসংখ্যা খুব ধীরগতিতে বাড়ছিল কখন?
ক) ১৬৫৫ সালের দিকে
খ) ১১০৩-১৮৫০ সাল পর্যন্ত
গ) খ্রিষ্টীয় সালের প্রারম্ভ থেকে প্রায় দেড় হাজার বছর পর্যন্ত
ঘ) ১৬৫০ সাল থেকে ১৯০০ সাল পর্যন্ত
সঠিক উত্তর :গ) খ্রিষ্টীয় সালের প্রারম্ভ থেকে প্রায় দেড় হাজার বছর পর্যন্ত
২. জনসংখ্যা একটি সক্রিয় পরিবর্তনশীল-
ক) উপাদান খ) বস্তু
গ) সম্পদ ঘ) সবগুলোই
সঠিক উত্তর : ক) উপাদান
৩. অভিগমণে বৃদ্ধি পায়-
ক) বাস্তুত্যাগিদের পরিমাণ
খ) গ্রাম ও শহরের জনসংখ্যা
গ) শহর বা গ্রামীণ উন্নয়ন
ঘ) বাজার ব্যবস্থা
সঠিক উত্তর : ক) বাস্তুত্যাগিদের পরিমাণ
৪. জনসংখ্যা পরিবর্তনের নিয়ামক মৃতু্যহার নিচের কোনটি দ্বারা প্রভাবিত হয় না?
ক) প্রাকৃতিক দুর্যোগ
খ) গ্রাম-শহর আবাসিকতা
গ) যুদ্ধ ও সাম্প্রদায়িক দাঙ্গা
ঘ) রোগ ও দুর্ঘটনা
সঠিক উত্তর :খ) গ্রাম-শহর আবাসিকতা
৫. মিয়ানমার সরকারের চাপে কত রোহিঙ্গা বাংলাদেশে অভিবাসী হয়েছে?
ক) প্রায় ৩ লাখ খ) প্রায় ৫ লাখ
গ) প্রায় ২ লাখ ঘ) প্রায় ৭ লাখ
সঠিক উত্তর :ক) প্রায় ৩ লাখ
৬. জনসংখ্যার ঘনত্ব বা বন্টনের প্রভাষক হলো-
র. প্রাকৃতিক প্রভাবক
রর. অর্থনৈতিক প্রভাবক
ররর. অপ্রাকৃতিক প্রভাবক
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর :ক) র ও রর
৭. বাংলাদেশের কোন অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব খুবই কম?
ক) ঢাকা খ) রাজশাহী
গ) সুন্দরবন ঘ) খুলনা
সঠিক উত্তর :গ) সুন্দরবন
৮. সাধারণত নারীদের প্রজনন ক্ষমতার বয়সসীমা থাকে নিচের কোনটি?
ক) ১৫-৩০ বছর খ) ১৫-৪০ বছর
গ) ১৫-৪৫/৪৯ বছর ঘ) ১২-৩৫/৪০ বছর
সঠিক উত্তর :গ) ১৫-৪৫/৪৯ বছর
৯. জনসংখ্যা বণ্টনের কোনটি অপ্রাকৃতিক প্রভাবক?
ক) অর্থনৈতিক খ) খনিজ
গ) মৃত্তিকা ঘ) পানি
সঠিক উত্তর :ক) অর্থনৈতিক
১০. জন্মহার বৃদ্ধি কমেছে কোথায়?
ক) শহর অঞ্চলে খ) উন্নত দেশে
গ) অনুন্নত দেশে ঘ) উন্নয়নশীল দেশে
সঠিক উত্তর :খ) উন্নত দেশে
১১. কোন পেশাজীবী মানুষের মধ্যে জন্মহার বেশি?
ক) ডাক্তার খ) আইনজীবী
গ) ব্যবসায়ী ঘ) শ্রমজীবী
সঠিক উত্তর :ঘ) শ্রমজীবী
১২. স্থুল মৃতু্যহার কিসে প্রকাশ করা হয়?
ক) লক্ষ্যে খ) শতকে গ) কোটিতে ঘ) সহস্রে
সঠিক উত্তর :ঘ) সহস্রে
১৩. কৃষিক্ষেত্রে বিপস্নবের পর জনসংখ্যা দ্বিগুণ হতে কত সময় লাগে?
ক) ৫০ খ) ৭৫ গ) ১০০ ঘ) ১২৫
সঠিক উত্তর :গ) ১০০
১৪. বাংলাদেশের আয়তন কত?
ক) ১,৪৭,৫৭০ বর্গ কিমি.
খ) ৫০,০০০ বর্গ মাইল
গ) ১,২১,১৫০ বর্গ কিমি.
ঘ) ৩২,৮৭,২৫০ বর্গ কিমি.
সঠিক উত্তর :ক) ১,৪৭,৫৭০ বর্গ কিমি.
১৫. মৃতু্যহার নির্ণয়ে বয়স-নির্দিষ্ট মৃতু্যহার গুরুত্বপূর্ণ কেন?
ক) বয়স অনুযায়ী মৃতু্যহার নির্দেশ করে
খ) বার্ধক্যজনিত মৃতু্যহার বোঝা যায়
গ) অকাল মৃতু্যর হার বোঝা যায়
ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর :ঘ) উপরের সবগুলো
১৬. বিশ্বের কোন অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার এখনো যথেষ্ট বেশি?
ক) উন্নত অঞ্চলে
খ) উন্নত ও উন্নয়নশীল অঞ্চলে
গ) উন্নয়নশীল অঞ্চলে
ঘ) উন্নত ও অনুন্নত অঞ্চলে
সঠিক উত্তর :গ) উন্নয়নশীল অঞ্চলে
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়