শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ০৯ আগস্ট ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

আঠারো বছর বয়স

২৪। আঠারো বছর বয়সে যে কারণে প্রাণের ভয় থাকে না-

র. দুঃসাহসিকতার জন্য

রর. সংগ্রামশীলতার জন্য

ররর. সত্যের পথে বলীয়ান হওয়ার জন্য

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ঘ. র, রর ও ররর

২৫। 'জ্বলে-পুড়ে-মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়'- কবিতাংশটি কার লেখা?

ক. সৈয়দ শামসুল হক খ. সুকান্ত ভট্টাচার্য

গ. মোহাম্মদ মনিরুজ্জামান ঘ. জীবনানন্দ দাশ

উত্তর : খ. সুকান্ত ভট্টাচার্য

নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

আরমান মিথ্যা পরাজয় ও জড়তার কাছে কখনোই মাথা নত করে না। কেননা সে মনে করে এ বয়সে সব অসাধ্যই সাধন করা সম্ভব।

২৬। উদ্দীপকের আরমানের সঙ্গে কোন বয়সের সংগ্রামী রূপটি প্রত্যক্ষ?

ক. ১৭ বছরের খ. ১৮ বছরের

গ. ১৯ বছরের ঘ. ২০ বছরের

উত্তর :খ. ১৮ বছরের

২৭। যে কারণে 'আঠারো বছর বয়স' কবিতার ভাব উদ্দীপকের আরমানের মাঝে প্রত্যক্ষ করা যায়-

র. সত্যের পথে সংগ্রামী হওয়ায়

রর. মিথ্যার সঙ্গে সখ্য গড়ে তোলায়

ররর. জীবন বাজি রেখে সাহসের কাজ করায়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : খ. র ও ররর

২৮। সুকান্তের কবিতায় কোন বিষয়টি বিশেষভাবে ফুটে উঠেছে?

ক. স্বাধীনতার জয়গান খ. তারুণ্যের জয়গান

গ. প্রেমের জয়গান ঘ. পরাধীনতার জয়গান

উত্তর :খ. তারুণ্যের জয়গান

২৯। 'দুর্যোগে হল ঠিকমতো রাখা ভার' চরণটিতে বর্ণিত 'ভার' শব্দ দ্বারা যা বোঝায়-

র. শক্ত রর. কঠিন ররর. প্রতিকূল

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

৩০। কবি সুকান্তের বিদ্রোহী চেতনার প্রকাশভঙ্গি অনেকটা-

ক. রবীন্দ্রনাথ ঠাকুরের মতো

খ. কাজী নজরুল ইসলামের মতো

গ. মাইকেল মধুসূদন দত্তের মতো

ঘ. শামসুর রাহমানের মতো

উত্তর : খ. কাজী নজরুল ইসলামের মতো

৩১। কবি সুকান্ত ভট্টাচার্য কৈশোরে কোন মহাযুদ্ধের তান্ডবলীলা দেখে আলোড়িত হন?

ক. প্রথম মহাযুদ্ধ খ. দ্বিতীয় মহাযুদ্ধ

গ. ভারত-পাকিস্তান যুদ্ধ ঘ. মুক্তিযুদ্ধ

উত্তর : খ. দ্বিতীয় মহাযুদ্ধ

৩২। 'এ দেশের বুকে আঠারো আসুক নেমে'- চরণটিতে প্রকাশিত হয়েছে-

র. শঙ্কা রর. প্রার্থনা ররর. আকাঙ্ক্ষা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : গ. রর ও ররর

৩৩। 'এ বয়সে কানে আসে কত মন্ত্রণা'- এ চরণের মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন-

ক. তারুণ্যের ইতিবাচক নানা তত্ত্ব ও ভাবধারাকে

খ. তারুণ্যের দুর্বার গতিকে

গ. তারুণ্যের নির্ভীকতাকে

ঘ. তারুণ্যের স্বপ্নবিলাসিতাকে

উত্তর :ক. তারুণ্যের ইতিবাচক নানা তত্ত্ব ও ভাবধারাকে

৩৪। আঠারো বছর বয়স ভয়ংকর হয়ে ওঠে যে কারণে-

র. অন্যায়ে আপসহীনতায়

রর. দুর্বার সংগ্রামে

ররর. ক্ষমতার বেড়াজালে পড়ে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

৩৫। আঠারো বছর বয়সিদের মতো আর কারা নিজের আত্মাকে দেশরক্ষার স্বার্থে সমর্পণ করে?

ক. এ দেশের বাঙালিরা

খ. সশস্ত্র বাহিনীর সৈনিকরা

গ. এ দেশের বিদ্রোহী তরুণরা

ঘ. সব মানুষ

উত্তর :খ. সশস্ত্র বাহিনীর সৈনিকরা

৩৬। 'এ বয়স জানে রক্তদানের পুণ্য'- এ কথায় ফুটে উঠেছে নিচের কোনটি?

ক. স্বাধিকার রক্ষায় রক্তদান

খ. উন্নয়নের জন্য রক্তদান

গ. স্বাধীনতার জন্য রক্তদান

ঘ. সত্য, সুন্দর ও কল্যাণের জন্য রক্তদান

উত্তর : ঘ. সত্য, সুন্দর ও কল্যাণের জন্য রক্তদান

৩৭। আঠারো বছর বয়সে বিরাট দুঃসাহসেরা যে কারণে উঁকি দেয়-

র. সংগ্রামশীলতার জন্য

রর. প্রতিকূলতায় মাথা নত করার জন্য

ররর. অসত্যে আপসহীনতার মনোভাবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ঘ. র, রর ও ররর

৩৮। 'আঠারো বছর বয়স' কবিতায় কোন সময়ের বৈশিষ্ট্যকে তুলে ধরা হয়েছে?

ক. বয়ঃসন্ধিকালের খ. শৈশবকালের

গ. ছাত্রজীবনের ঘ. সৈনিক জীবনের

উত্তর : ক. বয়ঃসন্ধিকালের

৩৯। 'এ দেশের বুকে আঠারো আসুক নেমে'- এ চরণের 'আঠারো' বলতে বোঝায়-

ক. ঔদ্ধত্য খ. প্রতিবাদ

গ. জাগরণ ঘ. যৌবন

উত্তর :ঘ. যৌবন

৪০। 'দুর্বার' শব্দ দ্বারা যা বোঝানো হয়ে থাকে-

র. অনিবারণযোগ্য

রর. মিথ্যার কাছে নুয়ে যাওয়া

ররর. দুঃসাহসিকতা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :খ. র ও ররর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে