শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

পঞ্চম শ্রেণির বিজ্ঞান

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ০৯ আগস্ট ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বিজ্ঞান

১৮২. তোমার স্কুলের মাঠে গাছের ঝরাপাতাগুলো জড়ো করে আগুন ধরানো হলো। এতে কী হবে?

উত্তর : বায়ুদূষণ

১৮৩. তোমার বাসার পাশে একটি ইটের ভাটা রয়েছে। এর ফলে কোন ধরনের দূষণ হয়?

উত্তর : বায়ুদূষণ

১৮৪. চুলায় প্রাকৃতিক গ্যাস বা কাঠ পোড়ানোর সময় এক ধরনের গ্যাস উৎপন্ন হয়, যা বিষাক্ত। গ্যাসটির নাম কী?

উত্তর : কার্বন মনোক্সাইড

১৮৫. ট্যাক্সি থেকে কালো ধোঁয়া বের হয়। এ ধোঁয়ায় কী থাকে?

উত্তর : সালফার

১৮৬. উচ্চ পর্বতে উঠতে গেলে সিলিন্ডারে করে কোন গ্যাস নিয়ে যেতে হয়?

উত্তর : অক্সিজেন

১৮৭. কোন কারণে বায়ু দূষিত হয়?

উত্তর : ইটভাটার ইট পোড়ানো

১৮৮. কোনটি আগুন নেভাতে সাহায্য করে?

উত্তর : কার্বন ডাইঅক্সাইড

১৮৯. কোমল পানীয়ের বোতলে কোন গ্যাস মেশানো হয়?

উত্তর : কার্বন ডাইঅক্সাইড

১৯০. হাতপাখা ও বৈদু্যতিক পাখার মাধ্যমে শরীরকে ঠান্ডা রাখতে কোনটি ব্যবহার করা হয়?

উত্তর : বায়ুপ্রবাহ

১৯১. কোথায় অক্সিজেনের পরিমাণ কম থাকে?

উত্তর : পর্বতের চূড়ায়

১৯২. জ্বালানি পোড়ালে বায়ুতে কোনটি বেড়ে যায়?

উত্তর : কার্বন ডাইঅক্সাইড

১৯৩. যান্ত্রিক শক্তি কী?

উত্তর : বায়ুপ্রবাহ

১৯৪. উদ্ভিদ খাদ্য তৈরিতে কোন শক্তিটি ব্যবহার করে?

উত্তর : তাপ

১৯৫. খাদ্যে কোন শক্তিটি থাকে?

উত্তর : রাসায়নিক শক্তি

১৯৬. আমরা যে খাবার খাই তার মধ্যে কী থাকে?

উত্তর : শক্তি

১৯৭. সূর্যের আলো থেকে যে বিদু্যৎ উৎপন্ন করা হয় তাকে কী বলা হয়?

উত্তর : সৌরবিদু্যৎ

১৯৮. জ্বালানি তেল একটি অনবায়নযোগ্য সম্পদ। জ্বালানি তেলে কোন শক্তি সঞ্চিত থাকে?

উত্তর : রাসায়নিক শক্তি

১৯৯. বিজ্ঞানীরা সৌরশক্তি ব্যবহার করে বিদু্যৎ উৎপন্ন করছেন। এতে সূর্যের কোন শক্তি কাজে লাগানো হচ্ছে?

উত্তর : আলো

২০০. শীতকালে ঘরের মধ্যে অতিরিক্ত ঠান্ডা অনুভূত হয়। ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য কী করা উচিত?

উত্তর : রুমের এক প্রান্তে হিটার জ্বালানো

২০১. অহনা ভোরের আকাশে সূর্য দেখে। এই সূর্য থেকে সে সরাসরি কী পায়?

উত্তর : খাদ্য

২০২. মাল্টিপস্নাগে ইস্ত্রির তার লাগিয়ে দিলে ইস্ত্রি আস্তে আস্তে গরম হয়। এতে শক্তির কোন রূপান্তর ঘটে?

উত্তর : বিদু্যৎশক্তি-তাপশক্তি

২০৩. তানিমের ডালিমগাছটি সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে। গাছটির খাদ্য তৈরির সময় সৌরশক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত হয়?

উত্তর : রাসায়নিকশক্তি

২০৪. কাপ্তাই জলবিদু্যকেন্দ্রে পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদু্যৎ উৎপন্ন করা হয়। এখানে কীভাবে শক্তির রূপান্তর ঘটে?

উত্তর : গতিশক্তি বিদু্যৎশক্তিতে

২০৫. কাঠ পুড়িয়ে রান্নার সময় শক্তির কোন রূপান্তরটি ঘটে?

উত্তর :রাসায়নিক শক্তি-তাপশক্তি

২০৬. পালতোলা নৌকা অধিকতর জোরে চলে কেন?

উত্তর :বায়ুপ্রবাহের শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়

২০৭. পদার্থের পরমাণুগুলো নির্দিষ্ট অবস্থানে সাজানো থাকলে পদার্থের যে দশা হয় তার নাম কী?

উত্তর :কঠিন

২০৮. কাঠ ও কয়লা পুড়িয়ে তাপ উৎপন্ন করা হয়। তখন কোন ধরনের শক্তির রূপান্তর হয়?

উত্তর : রাসায়নিক শক্তি তাপশক্তিতে

২০৯. একটি লোহার দন্ডের এক প্রান্ত আগুনের ওপরে ধরলে তাপ ধীরে ধীরে অন্য প্রান্তে চলে যায় কেন?

উত্তর :পরিবহণ

২১০. তোমার মা গ্যাসের চুলায় রান্না করেন। এটি কোন ধরনের শক্তির উৎস?

উত্তর : অনবায়নযোগ্য

২১১. রুনু ও ঝুনু ছাদে গিয়ে সন্ধ্যায় তারা গোনে। এই তারাগুলো কোন প্রক্রিয়ায় আমাদের পৃথিবীতে আসে?

উত্তর :বিকিরণ

২১২. এক গস্নাস পানি থেকে যদি পর্যাপ্ত পরিমাণ তাপ সরিয়ে নেওয়া হয় তাহলে পানি কীসে পরিণত হবে?

উত্তর :কঠিন বস্তুতে

২১৩. আমরা যে তেল, কয়লা, গ্যাস খরচ করছি তা ক্রমাগত ফুরিয়ে যাচ্ছে। ফলে কী ঘটবে?

উত্তর : এগুলো আর ফিরে পাব না

২১৪. স্বর্ণা দিনের বেলা পড়ার সময় বাতি নিভিয়ে জানালা খুলে দেয়। স্বর্ণা দিনের আলো ব্যবহার করে কেন?

উত্তর : শক্তি সংরক্ষণ করতে

২১৫. 'গ্যাসের চুলা জ্বালিয়ে কাপড় শুকানো হচ্ছে।' এখানে শক্তি ব্যবহারের ক্ষেত্রে কোন মন্তব্যটি সঠিক?

উত্তর : অপচয় হবে

২১৬. লোহা একটি কঠিন পদার্থ কেন?

উত্তর :পরমাণুগুলোর মধ্যে বন্ধন দৃঢ় থাকে

২১৭. কয়লা ও তেলের মধ্যে রাসায়নিক শক্তি জমা আছে। এ থেকে কোন কোন শক্তি উৎপন্ন করা যায়?

উত্তর : তাপ

২১৮. তোমার কাঠের একটি পেনসিল বক্স আছে। বক্সটি এক ধরনের কী?

উত্তর : পদার্থ

২১৯. রাজন সাইকেল চালাচ্ছে। সে সাইকেল চালাতে কোন শক্তি প্রয়োগ করছে?

উত্তর : পেশিশক্তি

২২০. বায়ুকল চালাতে কোন শক্তি লাগে?

উত্তর : যান্ত্রিকশক্তি

২২১. জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস বাতাসে ছড়ায়। ফলে পৃথিবীর কী বৃদ্ধি পায়?

উত্তর : উষ্ণতা

২২২. রান্নার চুলা থেকে উৎপন্ন হওয়া কোন গ্যাসটি বিষাক্ত?

উত্তর : কার্বন মনোক্সাইড

২২৩. ইউরিয়া সার প্রস্তুতিতে কোনটি ব্যবহার করা হয়?

উত্তর : নাইট্রোজেন

২২৪. দূষিত বায়ুর প্রভাবে মানুষের কোন রোগটি হয়?

উত্তর : হাঁপানি

২২৫. ইটের ভাটায় ইট পোড়ালে বায়ুতে কোন গ্যাসটি বাড়ে?

উত্তর : কার্বন ডাইঅক্সাইড

২২৬. কলকারখানার ধোঁয়ায় নিচের কোনটি থাকে?

উত্তর : কার্বন মনোক্সাইড

২২৭. বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াকে কী বলে?

উত্তর : বায়ুদূষণ

২২৮. অহনা ১২ বছর বয়সের শিশু। সে জ্বরে দুর্বল হয়ে পড়লে ডাক্তার তাকে সুষম খাদ্যের একটি তালিকা অনুযায়ী খাদ্য খাওয়ানোর পরামর্শ দেন। তার আমিষজাতীয় খাদ্য প্রতিদিন কতবার খেতে হবে?

উত্তর : ১-২ বার

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে