দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

প্রকাশ | ০৬ আগস্ট ২০২৪, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
পঞ্চম অধ্যায় নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও : শোভন তার বাবার সাথে সিলেট বেড়াতে গেল। তারা সিলেটের জয়ন্তিয়া পাহাড় দেখতে গেল। দূর থেকে তারা দেখল যে পাহাড়ের একদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু বিপরীত দিকে বৃষ্টি হচ্ছে না। ৪২. শোভন কোন ধরনের বৃষ্টিপাত দেখতে পেল? ক. পরিচলন খ. শৈলোৎক্ষেপ গ. ঘূর্ণি ঘ. বায়ু প্রাচীরজনিত উত্তর : গ. ঘূর্ণি ৪৩. পাহাড়ের বিপরীত দিকে বৃষ্টি না হওয়ার কারণ- র. বায়ুতে জলীয়বাষ্পের অভাব রর. বায়ু উষ্ণ ও শুষ্ক ররর. বায়ুতে জলীয়বাষ্পের বৃদ্ধি নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : খ. র ও ররর ৪৪. বায়ুমন্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? ক. ট্রপোমন্ডল খ. মেসোমন্ডল গ. স্ট্রাটোমন্ডল ঘ. এক্সোমন্ডল উত্তর : ঘ. এক্সোমন্ডল ৪৫. বায়ু সর্বদা একস্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়- র. তাপের তারতম্যের জন্য রর. গতির পার্থক্যের জন্য ররর. চাপের পার্থক্যের জন্য নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ঘ. র, রর ও ররর ষষ্ঠ অধ্যায় ১. কোনটি দিয়ে সমুদ্রের গভীরতা মাপা যায়? ক. থার্মোমিটার খ. ল্যাকটোমিটার গ. ফ্যাদোমিটার ঘ. রিখটার স্কেল উত্তর : গ. ফ্যাদোমিটার ২. নদী, হ্রদ ও ভূগর্ভস্থ পানি কোন ধরনের পানির উৎস? ক. দূষিত খ. মিঠা গ. লবণাক্ত ঘ. উষ্ণ উত্তর : খ. মিঠা ৩. পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি? ক. আটলান্টিক খ. প্রশান্ত গ. ভারত ঘ. উত্তর উত্তর : খ. প্রশান্ত ৪. শব্দ তরঙ্গের সাহায্যে সমুদ্রের কী মাপা হয়? ক. দৈর্ঘ্য খ. গভীরতা গ. প্রস্থ ঘ. আয়তন উত্তর : খ. গভীরতা ৫. কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? ক. ব্যারোমিটার খ. ফ্যাদোমিটার গ. হাইগ্রোমিটার ঘ. থার্মোমিটার উত্তর : খ. ফ্যাদোমিটার ৬. সমুদ্রের তলদেশের ভূমিরূপকে কয়টি ভাগে ভাগ করা হয়? ক. তিন খ. চার গ. পাঁচ ঘ. ছয় উত্তর : গ. পাঁচ ৭. মহীসোপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা কত? ক. ৫০ মিটার খ. ১০০ মিটার গ. ১২০ মিটার ঘ. ১৫০ মিটার উত্তর : ঘ. ১৫০ মিটার ৮. পৃথিবীর বৃহত্তম মহীসোপান কোথায় অবস্থিত? ক. আমেরিকার পূর্ব উপকূলে খ. এশিয়ার পশ্চিম উপকূলে গ. ইউরোপের উত্তর-পশ্চিমে ঘ. আফ্রিকার দক্ষিণ-পূর্বে উত্তর : গ. ইউরোপের উত্তর-পশ্চিমে ৯. পৃথিবীর গভীরতম ম্যাবিয়ানা খাতটির অবস্থান কোথায়? ক. প্রশান্ত মহাসাগরে খ. আটলান্টিক মহাসাগরে গ. ভারত মহাসাগরে ঘ. উত্তর মহাসাগরে উত্তর : ক. প্রশান্ত মহাসাগরে ১০. সমুদ্রস্রোত সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে কোনটি? ক. জলবায়ু খ. উষ্ণ স্রোত গ. বায়ুপ্রবাহ ঘ. শীতল স্রোত উত্তর : গ. বায়ুপ্রবাহ ১১. কোন স্রোতের অনুকূলে পৃথিবীর সর্বাধিক জাহাজ যাতায়াত করে? ক. উত্তর আটলান্টিক খ. উপসাগরীয় গ. ল্যাব্রাডর ঘ. ক্যানারি উত্তর : ক. উত্তর আটলান্টিক ১২. ল্যাব্রাডর স্রোত দিয়ে জাহাজ চলাচল করতে পারে না কেন? ক. সমুদ্রের গভীরতার জন্য খ. শীতল স্রোতের জন্য গ. ভগ্ন উপকূলের জন্য ঘ. জাহাজের শক্তির জন্য উত্তর : খ. শীতল স্রোতের জন্য ১৩. শীতল ও উষ্ণ স্রোতের মিলিতস্থলে কী তৈরি হয়? ক. ভূমিকম্প খ. বন্যা গ. মগ্নচড়া ঘ. সুনামি উত্তর : গ. মগ্নচড়া ১৪. পস্ন্যাংটন কোথায় জন্মায়? ক. গভীর মগ্নচড়ায় খ. উপকূলে গ. স্থলভাগে ঘ. অগভীর মগ্নচড়ায় উত্তর : ঘ. অগভীর মগ্নচড়ায় ১৫. শীতল স্রোতে জাহাজ চলাচলে অসুবিধা কেন? ক. হিমবাহের জন্য খ. হিমশৈলের জন্য গ. বায়ুপ্রবাহ বেশি থাকার জন্য ঘ. উত্তাপ বৃদ্ধি পাওয়ার জন্য উত্তর : খ. হিমশৈলের জন্য ১৬. বায়ুমন্ডলে পানি কী অবস্থায় বিরাজ করে? ক. তরল খ. কঠিন গ. বরফ ঘ. জলীয়বাষ্প উত্তর : ঘ. জলীয়বাষ্প ১৭. ভূপৃষ্ঠে পানি কী অবস্থায় আছে? ক. কঠিন খ. তরল ও কঠিন গ. জলীয়বাষ্প ঘ. শীতল উত্তর : খ. তরল ও কঠিন ১৮. পৃথিবীর জলরাশির শতকরা কতভাগ সমুদ্রে বিস্তৃত? ক. ৯৩ খ. ৯৫ গ. ৯৭ ঘ. ৯৯ উত্তর : গ. ৯৭ ১৯. পৃথিবীর পানিকে কত ভাগে ভাগ করা হয়েছে? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ উত্তর : ক. ২ ২১. মহীসোপানের সবচেয়ে উপরের অংশকে কী বলে? ক. উত্থিত মহীসোপান খ. মহীঢাল গ. মহাসাগরীয় খাত ঘ. উপকূলীয় ঢাল উত্তর : ঘ. উপকূলীয় ঢাল ২২. মহীসোপানের বিস্তৃতি কিসের ওপর নির্ভর করে? ক. সমুদ্রের আয়তন খ. উপকূল ভাগের বন্ধুরতা গ. সমুদ্রের গভীরতা ঘ. উপকূলের বিস্তৃতি উত্তর : খ. উপকূল ভাগের বন্ধুরতা হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়