বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ০৬ আগস্ট ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

বিদ্রোহী

২০। 'আমার পথ' প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

ক. রাজবন্দির জবানবন্দি খ. রুদ্র-মঙ্গল

গ. যুগবাণী ঘ. দুর্দিনের যাত্রী

সঠিক উত্তর : খ. রুদ্র-মঙ্গল

২১। 'বাঁশি' আর 'রণতূর্য' সমন্বয়ে কোন কবি বঞ্চিত মানুষের সামনে আবির্ভূত হয়েছেন?

ক. জীবনানন্দ দাশ

খ. আবু জাফর ওবায়দুলস্নাহ

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. কাজী নজরুল ইসলাম

সঠিক উত্তর : ঘ. কাজী নজরুল ইসলাম

২২। কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকরুদ্ধ হন?

ক. ৪৩ খ. ৪৪

গ. ৪৫ ঘ. ৪৬

সঠিক উত্তর : ক. ৪৩

২৩। নিচের কোনটি প্রবন্ধ গ্রন্থ?

ক. ব্যথার দান খ. বাঁধনহারা

গ. মৃতু্য-ক্ষুধা ঘ. যুগবাণী

সঠিক উত্তর : ঘ. যুগবাণী

২৪। কাজী নজরুল ইসলাম কোনটিকে দম্ভ বলতে রাজি নন?

ক. বিনয়কে খ. সত্য স্বীকারোক্তিকে

গ. আপন অহঙ্কারকে ঘ. নিজেকে চেনা

সঠিক উত্তর : ঘ. নিজেকে চেনা

২৫। বাংলা কোন মাসের ১২ তারিখে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস?

ক. বৈশাখ খ. আষাঢ়

গ. শ্রাবণ ঘ. ভাদ্র

সঠিক উত্তর : ঘ. ভাদ্র

২৬। কোনটি মিথ্যা বিনয়ের চেয়ে অনেক ভালো?

ক. আপন মিথ্যার দম্ভ খ. আপন সত্যের দম্ভ

গ. দেশের দম্ভ ঘ. আপন কপটতা

সঠিক উত্তর : খ. আপন সত্যের দম্ভ

২৭। চুরুলিয়া গ্রামের সঙ্গে কোন কবির জন্মগত সম্পর্ক বিদ্যমান?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম

গ. জসীমউদ্‌দীন ঘ. সুফিয়া কামাল

সঠিক উত্তর : খ. কাজী নজরুল ইসলাম

২৮। কোন বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের সমাধি ফলক রয়েছে?

ক. জাহাঙ্গীরনগর খ. রাজশাহী

গ. ঢাকা ঘ. সিলেট শাহজালাল

সঠিক উত্তর : গ. ঢাকা

২৯। প্রাবন্ধিক সত্যের পথের কথা বারবার বর্ণনা করেছেন। এর কারণ-

র. সত্য জীবননাশের পথ

রর. সত্য মুক্তির পথ

ররর. উদার চিন্তার ধারক

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : গ. রর ও ররর

৩০। 'কুহেলিকা' কাজী নজরুল ইসলামের কী জাতীয় রচনা?

ক. প্রবন্ধ খ. কাব্য

গ. উপন্যাস ঘ. গানের সংকলন

সঠিক উত্তর : গ. উপন্যাস

৩১। 'রাজবন্দির জবানবন্দি' কোন প্রাবন্ধিকের ফসল?

ক. আবদুল হক খ. আবদুল ওদুদ

গ. কাজী নজরুল ইসলাম ঘ. আহমদ শরীফ

সঠিক উত্তর : গ. কাজী নজরুল ইসলাম

৩২। কান্ডারি শব্দটি কী ধরনের শব্দ?

ক. তদ্ভব খ. বিদেশি

গ. সংস্কৃত ঘ. দেশি

সঠিক উত্তর : গ. সংস্কৃত

৩৩। আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি ্তপ্রাবন্ধিকের সালাম জানানোর কারণ হলো-

র. সত্যের সন্ধান

রর. সম্মানের সন্ধান

ররর. বাস্তবতার সন্ধান

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : খ. র ও ররর

৩৪। কোন ধরনের কথায় কষ্ট পাওয়া দুর্বলতা?

ক. সত্য কথায় খ. অসত্য কথায়

গ. পরিষ্কার কথায় ঘ. স্পষ্ট কথায়

সঠিক উত্তর : ঘ. স্পষ্ট কথায়

৩৫। কোনটি আমাদের নিষ্ক্রিয় করে ফেলে?

ক. ধর্মাবলম্বন . পরাবলম্বন

গ. ধনাবলম্বন ঘ. মানাবলম্বন

সঠিক উত্তর : খ. পরাবলম্বন

৩৬। কাজী নজরুল ইসলাম ভুল করলে স্বীকার করতে বদ্ধপরিকর ছিলেন-

র. ভুল থেকে শিক্ষা গ্রহণের জন্য

রর. সত্যকে মেনে নেওয়ার জন্য

ররর. বারবার ভুল করার জন্য

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

নিচের উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

আরমান সৎ পথে চলতে চায়। এ ক্ষেত্রে যদি কখনো ভুল হয়, সে তাৎক্ষণিক তা শোধরানোর চেষ্টা করে। সে বলে, ভুল না করলে শেখা যায় না।

৩৭। আরমানের চিন্তায় আমার পথ প্রবন্ধের কোন ধরনের মানসিকতার উদয় ঘটেছে?

ক. ভুল করার খ. সত্য জানার

গ. শ্রদ্ধাবোধের ঘ. হীনম্মন্যতার

সঠিক উত্তর : খ. সত্য জানার

৩৮। প্রাবন্ধিক ও আরমানের মাঝে যে কারণে ভুল করার প্রবণতা দৃষ্ট হয়-

র. সত্য না জানার

রর. সত্য জানার

ররর. উত্তম শিক্ষা গ্রহণের

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : গ. রর ও ররর

৩৯। সমধিক শব্দের অর্থ কী?

ক. সমান খ. সমপর্যায়

গ. অতিশয় ঘ. সাহস

সঠিক উত্তর : গ. অতিশয়

৪০। 'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক কাকে গুরু বলে স্বীকার করেছেন?

ক. আপন সত্যকে খ. চিরন্তন সত্যকে

গ. মহৎ ব্যক্তির সত্য বাণীকে ঘ. জাতির সত্যকে

সঠিক উত্তর : ক. আপন সত্যকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে