পঞ্চম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ | ০৬ আগস্ট ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
৯৪. পরিবেশদূষণের প্রাকৃতিক কারণ কী? উত্তর : বন্যা ৯৫. বায়ুদূষণের ফলে কী ঘটে? উত্তর : এসিড-বৃষ্টি ৯৬. পরিবেশদূষণের ফলে মানুষ কী ধরনের রোগে আক্রান্ত হচ্ছে? উত্তর : ক্যানসার ৯৭. জীবাশ্ম জ্বালানি কী? উত্তর : প্রাকৃতিক গ্যাস ৯৮. পরিবেশ দূষণের প্রধান কারণ কী? উত্তর : মানুষ ৯৯. উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন? উত্তর : পানি ১০০. পানিদূষণের একটি কারণ লেখো। উত্তর : নর্দমার বর্জ্য ১০১. পানিতে মিশে থাকা বালু-কাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে কী বলে? উত্তর : থিতানো ১০২. দেহ সুস্থ-সবল রাখতে পুষ্টি উপাদান প্রয়োজন। পুষ্টি উপাদান দেহের প্রতিটি অঙ্গে পরিবহণের জন্য কোনটি প্রয়োজন? উত্তর : পানি ১০৩. তুষারের অনেক জ্বর হয়েছে। ডাক্তার তাকে বেশি করে তরল খাবার ও পানি খেতে বলেছেন। পানি তুষারের দেহে কোন কাজটি করবে? উত্তর : স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখবে ১০৪. শারমিন চিপস, চকোলেট ও কোমল পানীয় খেতে পছন্দ করলেও পরিপাকে সাহায্য করে এমন একটি প্রয়োজনীয় উপাদান খেতে চায় না। শারমিন কী খেতে চায় না? উত্তর : পানি ১০৫. তুলতুল তার গোলাপ গাছটিতে প্রতিদিন পানি দেয়। পানি ছাড়া গাছটি পুষ্টি উপাদান শোষণ করতে পারে না। আফরিনের গাছটি পুষ্টি উপাদান শোষণ করে কোথা থেকে? উত্তর : মাটি ১০৬. গ্রীষ্মের ছুটির পর রিয়া বিদ্যালয়ে গিয়ে দেখল বাগানের চারা গাছগুলো শুকিয়ে গেছে। এ অবস্থায় নতুন চারাগাছ রোপণ করে তার করণীয় কী? উত্তর : নিয়মিত সার প্রয়োগ করবে ১০৭. সাবা চায়ের পানিতে তাপ দেওয়ায় তা থেকে বাষ্প তৈরি হলো। সাবার তরল পানি থেকে বাষ্প তৈরির প্রক্রিয়াকে কী বলে? উত্তর : বাষ্পীভবন ১০৮. সাবার ঠান্ডা পানির বোতলের গায়ে জলীয় বাষ্প তরলে পরিণত হয়েছে। এভাবে বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে কী বলে? উত্তর : ঘনীভবন ১০৯. অধরা সকালে উঠানে নেমে দেখল ফুলগাছের পাতায় বিন্দু বিন্দু পানি। এ পানিকে কী বলে? উত্তর : শিশির ১১০. পানিচক্রের প্রবাহ চিত্র লেখো? উত্তর : পানি ? বাষ্প ? মেঘ ? বৃষ্টি ১১১. পানি ভূপৃষ্ঠে কীভাবে ফিরে আসে? উত্তর : বৃষ্টি হিসেবে ১১২. পানিকে তাপ দিলে প্রথমে তা গরম হয় এবং ফুটতে থাকে। এর পরও তাপ দিলে তা কীসে পরিণত হয়? উত্তর : জলীয় বাষ্পে ১১৩. বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে কীসে পরিণত হয়? উত্তর : স্বচ্ছ পানিতে ১১৪. তুমি ফ্রিজ থেকে কোল্ড ড্রিংকস বের করে একটি গস্নাসে ঢেলে কিছুক্ষণ রেখে দিলে। এতে গস্নাসের বাইরের গায়ে পানির কণা গস্নাসটিকে আবছা করে দিল। এর জন্য দায়ী কোনটি? উত্তর : জলীয়বাষ্প ১১৫. তুষা একটি কাচের গস্নাসে কয়েক টুকরা বরফ রেখে দিল। কিছুক্ষণ পর কী ঘটবে? উত্তর : গস্নাসটি ঠান্ডা হয়ে যাবে ১১৬. শীলাবৃষ্টির কারণ কী? উত্তর : মেঘের পানির কণা খুব ঠান্ডা হয়ে যাওয়া ১১৭. আমরা আকাশে মেঘ দেখি। এগুলো আসলে কী? উত্তর : ক্ষুদ্র পানিকণা ১১৮. জলীয় পাষ্প বায়ুমন্ডলের ওপরের দিকে উঠে ঠান্ডা হয়ে যায়। তারপরে এটি কীসে পরিণত হয়? উত্তর : ক্ষুদ্র পানিকণা ১১৯. নদনদী, খালবিল, পুকুর ও সমুদ্রে পানি থাকে। এ পানিকে জলীয়বাষ্পে পরিণত করে কে? উত্তর : সূর্যতাপ ১২০. জলীয়বাষ্প ঠান্ডা হয়ে কীসে পরিণত হয়? উত্তর : পানি ১২১. পানি বিশুদ্ধ করার একটি উপাদানের নাম লেখো। উত্তর : বিস্নচিং পাউডার ১২২. পানিদূষণের জন্য দায়ী? উত্তর : সার, কীটনাশক ও রাসায়নিক পদার্থ ১২৩. পানিদূষণ প্রতিরোধের উপায় কী? উত্তর : জমিতে সার বা কীটনাশক কম ব্যবহার ১২৪. পানিদূষণের প্রাকৃতিক কারণ কী? উত্তর : ভূগর্ভস্থ আর্সেনিক ১২৫. গ্রামের অনেক মানুষ পুকুরে গোসল করে। পুকুরের এ পানি পান করলে কোন রোগটি হতে পারে? উত্তর : পেটের পীড়া ১২৬. পুকুর বা নদীর পানি পুরোপুরি নিরাপদ হয় কীভাবে? উত্তর : ফোটানোর পর ছেঁকে নিলে ১২৭. গনি মিয়া তার গবাদিপশুগুলোকে নিয়মিত পুকুরে গোসল করান। এতে কী ঘটবে? উত্তর : খাদ্যশৃঙ্খলে ব্যাঘাত ঘটবে ১২৮. কোনো এলাকায় কলেরা ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিলে এর প্রধান কারণ কী? উত্তর : দূষিত পানি ১২৯. তোমার এলাকায় প্রায়ই ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা যায়। এমন পরিস্থিতিতে তুমি এলাকাবাসীকে নিয়ে কী করবে? উত্তর : পানিদূষণের কারণ ও ফলাফল জানাবো ১৩০. প্রতিকূল পরিবেশে তুমি তোমার পরিবারের জন্য নিরাপদ পানি না-ও পেতে পারো। এ পরিস্থিতি মোকাবিলায় তুমি কী ধরনের প্রস্তুতি নেবে? উত্তর : পানি শোধনের প্রক্রিয়া রপ্ত করবে ১৩১. বালু ও কাদাযুক্ত পানিকে কোন প্রক্রিয়ায় সম্পূর্ণ নিরাপদ করা যায়? উত্তর : থিতানো-ফোটানো ১৩২. ঘূর্ণিঝড়ের সময় পানি শোধন করার সর্বোত্তম উপায় কী? উত্তর : রাসায়নিক পদার্থ মিশিয়ে ১৩৩. বন্যার সময় যখন নিরাপদ পানি পাওয়া যায় না, তখন কী মিশিয়ে পানি নিরাপদ করা যায়? উত্তর : ফিটকিরি ১৩৪. তোমার গ্রামে খাওয়ার পানির জন্য যদি শুধু নদী ও পুকুরের ওপর নির্ভর করতে হয়, এ অবস্থায় তুমি কীভাবে পানি পান করবে? উত্তর : ১৫ মিনিট ফিল্টার করে পান করবো ১৩৫. তোমার এলাকায় প্রবল বন্যা হচ্ছে। তুমি কোন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করবে? উত্তর : বোরিক পাউডার ১৩৬. মাইশা কলসিতে পানি রেখে তাতে থাকা বালু, কাদা ইত্যাদি সরিয়ে ফেলে। মাইশার এ প্রক্রিয়াটির নাম কী? উত্তর : থিতানো ১৩৭. আলফিদার মা ধরে রাখা বৃষ্টির পানি একটি পাতলা কাপড়ে ছেঁকে নেন। এ পদ্ধতির নাম কী? উত্তর : ছাঁকন হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়