পঞ্চম অধ্যায়
২২. বারিপাত নিচের কোনটির উপর নির্ভর করে?
ক. তুষার খ. শিশির
গ. জলীয়বাষ্প ঘ. প্রস্বেদন
উত্তর : গ. জলীয়বাষ্প
২৩. জলীয়বাষ্প ক্ষুদ্র জলবিন্দুরূপে ভূপৃষ্ঠে সঞ্চিত হলে তাকে কী বলে?
ক. শিশির খ. কুয়াশা
গ. বারিপাত ঘ. ঘূর্ণি
উত্তর : ক. শিশির
২৪. জলীয়বাষ্প ঘনীভূত হয়ে কোন ধরনের বৃষ্টিপাত ঘটায়?
ক. শৈলোৎক্ষেপ খ. ঘূর্ণি
গ. পরিচলন ঘ. বায়ু প্রাচীরজনিত
উত্তর : গ. পরিচলন
২৫. নাতিশীতোষ্ণ মন্ডলে কখন পরিচলন বৃষ্টির প্রভাব দেখা যায়?
ক. গ্রীষ্মের শুরুতে খ. গ্রীষ্মের মাঝামাঝিতে
গ. গ্রীষ্মের শেষে ঘ. বর্ষার শেষে
উত্তর : ক. গ্রীষ্মের শুরুতে
২৬. বায়ুমন্ডলে জলীয়বাষ্পের পরিমাণ শতকরা কত ভাগ?
ক. ০.০৩ খ. ০.৪১
গ. ০.৮০
ঘ. ০.০২
উত্তর : খ. ০.৪১
২৭. সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে জীবজগৎকে রক্ষা করতে বিশেষভাবে সহায়ক কোন স্তর?
ক. ওজোন গ্যাসের স্তর
খ. ঈঙ২ গ্যাসের স্তর
গ. অক্সিজেনের স্তর
ঘ. হিলিয়াম স্তর
উত্তর : ক. ওজোন গ্যাসের স্তর
২৮. তাপমন্ডলের নিম্ন অংশকে কী বলে?
ক. আয়নমন্ডল খ. ইন্টারপানেটারি স্তর
গ. মেসোমন্ডল ঘ. এক্সোমন্ডলে
উত্তর : ক. আয়নমন্ডল
২৯. সূর্য সারা বছর কোথায় লম্বভাবে কিরণ দেয়?
ক. নিরক্ষরেখায়
খ. দ্রাঘিমা রেখায়
গ. আন্তর্জাতিক তারিখ রেখায়
ঘ. সমাক্ষরেখায়
উত্তর : ক. নিরক্ষরেখায়
৩০. পানির আবর্তন এবং অবস্থার পরিবর্তন প্রক্রিয়াকে কী বলে?
ক. কার্বনচক্র খ. অক্সিজেনচক্র
গ. পানিচক্র ঘ. আবর্তনচক্র
উত্তর : গ. পানিচক্র
৩১. একটি পাত্রে পানি নিয়ে উন্মুক্ত জায়গায় রেখে দিলে ধীরে ধীরে পানিশূন্য হয় কী পদ্ধতিতে?
ক. বাষ্পীভবন খ. ঘনীভবন
গ. বারিপাত ঘ. আর্দ্রতা
উত্তর : ক. বাষ্পীভবন
৩২. পানিচক্রের জন্য নিচের কোনটি দরকার?
ক. সালোকসংশ্লেষণ ও শ্বসন
খ. সূর্যের আলো ও তাপ
গ. পানি ও বায়ু
ঘ. অক্সিজেন ও নাইট্রোজেন
উত্তর : খ. সূর্যের আলো ও তাপ
৩৩. আর্দ্রতা সাধারণত কোনটির ওপর নির্ভর করে?
ক. বায়ুপ্রবাহ খ. জলীয়বাষ্প
গ. বৃষ্টিপাত ঘ. নদনদী
উত্তর : খ. জলীয়বাষ্প
৩৪. যে বায়ুতে জলীয়বাষ্প বেশি থাকে, তাকে কী বলা হয়?
ক. সম্পৃক্ত বায়ু খ. পরিপূক্ত বায়ু
গ. শুষ্ক বায়ু ঘ. আর্দ্র বায়ু
উত্তর : ঘ. আর্দ্র বায়ু
৩৫. 'বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে যায়' এই সূত্রকে কী বলা হয়?
ক. নিউটনের সূত্র খ. ফেরেলের সূত্র
গ. প্যাসকেলের সূত্র ঘ. ডালটনের সূত্র
উত্তর : খ. ফেরেলের সূত্র
৩৬. পৃথিবীর চাপবলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বায়ুপ্রবাহ বছরের সকল সময় একই দিকে প্রবাহিত হয়। একে কী বলে?
ক. নিয়ত বায়ু খ. সমুদ্র বায়ু
গ. স্থল বায়ু ঘ. মৌসুমি বায়ু
উত্তর : ক. নিয়ত বায়ু
৩৭. নিয়ত বায়ুপ্রবাহ কী দ্বারা নিয়ন্ত্রিত হয়?
ক. চাপ বলয়
খ. জলাশয়
গ. জলীয়বাষ্প
ঘ. সমুদ্রের সান্নিধ্য
উত্তর : ক. চাপ বলয়
৩৮. নিয়ত বায়ু কত প্রকারের?
ক. দুই খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
উত্তর : খ. তিন
৩৯. নিয়ত বায়ুর উদাহরণ কোনটি?
ক. সমুদ্র বায়ু
খ. মৌসুমি বায়ু
গ. অয়ন বায়ু
ঘ. স্থল বায়ু
উত্তর : গ. অয়ন বায়ু
৪০. নিরক্ষীয় শান্ত বলয় কোন অক্ষাংশ বরাবর সৃষ্টি হয়?
ক. ০ক্ক থেকে ৫ক্ক অক্ষাংশ
খ. ৫ক্ক থেকে ১০ক্ক অক্ষাংশ
গ. ১০ক্ক থেকে ১৫ক্ক অক্ষাংশ
ঘ. ১৫ক্ক থেকে ২০ক্ক অক্ষাংশ
উত্তর : ক. ০ক্ক থেকে ৫ক্ক অক্ষাংশ
৪১. ফেরেলের সূত্র অনুসারে অয়ন বায়ু উত্তর গোলার্ধে কোন দিক থেকে প্রবাহিত হয়?
ক. দক্ষিণ-পূর্ব খ. উত্তর-পশ্চিম
গ. উত্তর-পূর্ব ঘ. দক্ষিণ-পশ্চিম
উত্তর : গ. উত্তর-পূর্ব
পরবর্তী অংশ আগামী সংখ্যায়