একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

প্রকাশ | ০৫ আগস্ট ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
বিদ্রোহী ১৩। কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ কোনটি? ক. যুগবাণী খ. মৃতু্য-ক্ষুধা গ. শিউলিমালা ঘ. বাঁধনহারা সঠিক উত্তর : গ. শিউলিমালা ১৪। 'তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না' চরণটি দ্বারা কাজী নজরুল ইসলাম বোঝাতে চেয়েছেন- র. সত্যের পথ রর. অধিকারের পথ ররর. অমিথ্যার আশ্রয় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও : রমিজউদ্দিনের বেশ সুখ্যাতি রয়েছে তার গ্রামে। তিনি ভদ্র ও বিনয়ী। সমাজে নানা কাজে তার নিঃস্বার্থ উপস্থিতি লক্ষ্য করা যায়। পক্ষান্তরে তার আপন চাচা জমির মিয়া সমাজে ভদ্রবেশে ঘুরে বেড়ানো এক মিথ্যাবাদী প্রতারক। ১৫। উদ্দীপকের রমিজউদ্দিনের সঙ্গে সাদৃশ্য রয়েছে তোমার পঠিত বইয়ের কোন লেখকের? ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ. মীর মশাররফ হোসেন গ. কাজী নজরুল ইসলাম ঘ. সৈয়দ মুজতবা আলী সঠিক উত্তর : গ. কাজী নজরুল ইসলাম ১৬। এরূপ সাদৃশ্যের কারণ- র. দুজনেই সত্যের সন্ধানী রর. দুজনেই মুক্তিকামী ররর. দুজনেই স্বাধীনচেতা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ১৭। কাজী নজরুল ইসলাম তার লেখায় সাধারণ মানুষকে কাদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠতে বলেছেন? ক. ডাচদের খ. ফরাসিদের গ. পাকিস্তানিদের ঘ. ইংরেজদের সঠিক উত্তর : ঘ. ইংরেজদের ১৮। মেকি শব্দের অর্থ কী? ক. অলসতা খ. মিথ্যা গ. সংকোচ ঘ. আমিত্ব সঠিক উত্তর : খ. মিথ্যা ১৯। নমস্কার শব্দটি বাংলা ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে? ক. সন্ধি খ. উপসর্গ গ. কারক ঘ. সমাস সঠিক উত্তর : ক. সন্ধি ২০। 'আমার পথ' প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? ক. রাজবন্দির জবানবন্দি খ. রুদ্র-মঙ্গল গ. যুগবাণী ঘ. দুর্দিনের যাত্রী সঠিক উত্তর : খ. রুদ্র-মঙ্গল ২১। 'বাঁশি' আর 'রণতূর্য' সমন্বয়ে কোন কবি বঞ্চিত মানুষের সামনে আবির্ভূত হয়েছেন? ক. জীবনানন্দ দাশ খ. আবু জাফর ওবায়দুলস্নাহ গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. কাজী নজরুল ইসলাম সঠিক উত্তর : ঘ. কাজী নজরুল ইসলাম ২২। কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকরুদ্ধ হন? ক. ৪৩ খ. ৪৪ গ. ৪৫ ঘ. ৪৬ সঠিক উত্তর : ক. ৪৩ ২৩। নিচের কোনটি প্রবন্ধ গ্রন্থ? ক. ব্যথার দান খ. বাঁধনহারা গ. মৃতু্য-ক্ষুধা ঘ. যুগবাণী সঠিক উত্তর : ঘ. যুগবাণী ২৪। কাজী নজরুল ইসলাম কোনটিকে দম্ভ বলতে রাজি নন? ক. বিনয়কে খ. সত্য স্বীকারোক্তিকে গ. আপন অহঙ্কারকে ঘ. নিজেকে চেনা সঠিক উত্তর : ঘ. নিজেকে চেনা ২৫। বাংলা কোন মাসের ১২ তারিখে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস? ক. বৈশাখ খ. আষাঢ় গ. শ্রাবণ ঘ. ভাদ্র সঠিক উত্তর : ঘ. ভাদ্র ২৬। কোনটি মিথ্যা বিনয়ের চেয়ে অনেক ভালো? ক. আপন মিথ্যার দম্ভ খ. আপন সত্যের দম্ভ গ. দেশের দম্ভ ঘ. আপন কপটতা সঠিক উত্তর : খ. আপন সত্যের দম্ভ ২৭। চুরুলিয়া গ্রামের সঙ্গে কোন কবির জন্মগত সম্পর্ক বিদ্যমান? ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম গ. জসীমউদ্‌দীন ঘ. সুফিয়া কামাল সঠিক উত্তর : খ. কাজী নজরুল ইসলাম ২৮। কোন বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের সমাধি ফলক রয়েছে? ক. জাহাঙ্গীরনগর খ. রাজশাহী গ. ঢাকা ঘ. সিলেট শাহজালাল সঠিক উত্তর : গ. ঢাকা ২৯। প্রাবন্ধিক সত্যের পথের কথা বারবার বর্ণনা করেছেন। এর কারণ- র. সত্য জীবননাশের পথ রর. সত্য মুক্তির পথ ররর. উদার চিন্তার ধারক নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : গ. রর ও ররর পরবর্তী অংশ আগামী সংখ্যায়