বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

পঞ্চম শ্রেণির বিজ্ঞান

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ০৫ আগস্ট ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বিজ্ঞান

৫৭. পরিবেশ সংরক্ষণের উপায় কী?

উত্তর : রিসাইকেল করা

৫৮. কয়লা ও তৈল কী?

উত্তর : জীবাশ্ম জ্বালানি

৫৯. নির্বিচারে গাছ কাটার ফলে আমাদের পরিবেশ বিপন্ন হচ্ছে। এ সমস্যা সমাধানে কী করা উচিত?

উত্তর : বৃক্ষরোপণ

৬০. এলাকার পরিবেশ সবুজ রাখতে এলাকাবাসীকে নিয়ে কোন কাজটি করা উচিত?

উত্তর : প্রত্যেকের বাড়ির ফাঁকা স্থানে বৃক্ষরোপণ

৬১. ব্যবহৃত আবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলে পুকুর, খাল-বিলে ফেললে কী হবে?

উত্তর : পরিবেশের দূষণ ঘটবে

৬২. হিমালয়ের হিমবাহ গলতে শুরু করলে কী ঘটবে?

উত্তর : সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে

৬৩. বিনা প্রয়োজনে গাড়ির হর্ন বাজালে কোন ধরনের দূষণ হয়?

উত্তর : শব্দদূষণ

৬৪. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে কী ঘটে?

উত্তর : সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পায়

৬৫. পরিবেশ দূষণের ফলে কী ঘটে?

উত্তর : জীবের বিলুপ্তি

৬৬. মানুষের শ্রবণশক্তি হ্রাস পাওয়ার মূল কারণ কী?

উত্তর : শব্দদূষণ

৬৭. কারখানার বর্জ্য পুকুরের পানিতে মেশার ফলে কী কারণে পুকুরের মাছ মারা যাচ্ছে?

উত্তর : পানি দূষিত হওয়ায়

৬৮. বাড়ির পুকুরে কাপড় ধৌত করলে পুকুরের কোন ক্ষতি হবে?

উত্তর : পুকুরের পানিদূষণ হবে

৬৯. তৃণাদের বাড়ির পাশের স্তূপকৃত আবর্জনা পোড়ানোর ফলে বায়ু দূষিত হলো। এই দূষণ থেকে কী হতে পারে?

উত্তর : এসিড বৃষ্টি

৭০. বাস থেকে নির্গত ধোঁয়া আকাশ ছেয়ে দিল। এটি পরিবেশে কী সৃষ্টি করবে?

উত্তর : বায়ুদূষণ

৭১. বায়ুদূষণ রোধে কী করা উচিত?

উত্তর : বেশি করে গাছ লাগানো উচিত

৭২. বায়ুদূষণ কীসের ওপর প্রভাব ফেলে?

উত্তর : মানুষের স্বাস্থ্য

৭৩. বায়ুদূষণের প্রধান কারণ কী?

উত্তর : যানবাহন ও কলকারখানার ধোঁয়া

৭৪. বার্ষিক পরীক্ষা চলাকালীন তোমার বিদ্যালয়ের পাশের একটি প্রতিষ্ঠান উচ্চৈঃস্বরে মিউজিক পেস্ন করল। এতে তুমি ভালো লিখতে পারলে না। এটিকে তুমি কী বলবে?

উত্তর : শব্দদূষণ

৭৫. পুকুরের পাড়ঘেঁষা ঝুলন্ত ও খোলা পায়খানা থেকে কী ধরনের সমস্যা হতে পারে?

উত্তর : পানি দূষিত হবে

৭৬. গাড়ির হর্ন, গোলমাল, হঠাৎ আওয়াজে আমাদের শারীরিক সমস্যা হয়। এই দূষণের ফলে কী সমস্যা হতে পারে?

উত্তর : কানের সমস্যা

৭৭. কৃষক বেশি ফসল উৎপাদনের জন্য জমিতে রাসায়নিক সার ব্যবহার করে। এই সার বৃষ্টির পানির সঙ্গে মিশে পরিবেশের কোন দূষণ ঘটাবে?

উত্তর : পানিদূষণ

৭৮. ইটের ভাটায় প্রতিনিয়ত ইট পোড়ানো হয়। এ ক্ষেত্রে পরিবেশের কোন দূষণ ঘটবে?

উত্তর : বায়ুদূষণ

৭৯. তাহিয়াদের বাসায় বিদু্যৎ চলে গেলে জেনারেটরের সাহায্যে বিদু্যৎ পায়। সেখানে কোন ধরনের দূষণ হয়ে থাকে?

উত্তর : শব্দদূষণ

৮০. শিল্পকারখানার তীব্র আওয়াজে কোন দূষণ ঘটবে?

উত্তর : শব্দদূষণ

৮১. তুমি সুন্দরবনে বেড়াতে গিয়ে দেখলে একটি তেলবাহী জাহাজ দুর্ঘটনায় জাহাজের সব তেল বনে ছড়িয়ে পড়ছে। এই তেল পানির পাশাপাশি কী দূষণ ঘটাবে?

উত্তর : মাটিদূষণ

৮২. পরিবেশ সংরক্ষণের অন্যতম উপায় কী?

উত্তর : জনসচেতনতা বৃদ্ধি

৮৩. পরিবেশ সংরক্ষণের জন্য কী করতে হবে?

উত্তর : গাছ লাগাতে হবে

৮৪. তোমার ছোট ভাই পস্নাস্টিকের খেলনা ভেঙে ফেলেছে। এখন তুমি কী করবে?

উত্তর : নির্দিষ্ট স্থানে ফেলে দিয়ে আসব

৮৫. নাজিম সাহেব মাঝে মাঝে গাড়িতে না চড়ে হেঁটে অফিসে যান। এই কাজটি দ্বারা তিনি পরিবেশের কী সংরক্ষণ করতে চান?

উত্তর : প্রাকৃতিক সম্পদ

৮৬. তানিয়ার মা কাজ শেষে পানির কল, লাইটের সুইচ বন্ধ করে রাখেন সব সময়। এই কাজটি তিনি কেন করেন?

উত্তর : অপচয় রোধ করতে

৮৭. ভাটায় ইট পোড়ানোর ফলে কী হয়?

উত্তর : বায়ু দূষিত হয়

৮৮. উচ্চৈঃস্বরে গান বাজালে কী হয়?

উত্তর : শব্দদূষণ

৮৯. বায়ু, পানি ও মাটি দূষিত হওয়ার প্রধান কারণ কী?

উত্তর : জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো

৯০. কৃষিক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে কী দূষিত হয়?

উত্তর : মাটি

৯১. লাউড স্পিকার বা মাইকে কী হয়?

উত্তর : শব্দদূষণ হয়

৯২. মাটির উর্বরতা নষ্ট হয় কীসে?

উত্তর : কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশকে

৯৩. পরিবেশদূষণের প্রধান উৎস কী?

উত্তর : জীবাশ্ম জ্বালানির ব্যবহার

পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে