বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

চতুর্থ অধ্যায়

৪৩. পদ্মা নদীর শাখা নদী কোনটি?

ক. গড়াই খ. করতোয়া

গ. মধুমতী ঘ. তিতাস

উত্তর : ক. গড়াই

৪৪. একটি মাত্র মৌল দ্বারা গঠিত খনিজ কোনটি?

ক. দস্তা খ. লোহা

গ. তামা ঘ. ক্যালসাইট

উত্তর : গ. তামা

৪৫. অশ্মমন্ডলে দেখা যায়-

র. ব্যাসন্ট

রর. সিলিকন ও ম্যাগনেসিয়াম

ররর. সিলিকন ও অক্সিজেন

\হনিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

পঞ্চম অধ্যায়

১. বায়ুমন্ডলে কোন শক্তির দ্বারা ভূপৃষ্ঠের চারদিকে জড়িয়ে থেকে অনবরত আবর্তন করছে?

ক. চৌম্বক শক্তি

খ. আন্তঃআণবিক শক্তি

গ. তড়িৎ চুম্বকীয় শক্তি

ঘ. মাধ্যাকর্ষণ শক্তি

উত্তর : ঘ. মাধ্যাকর্ষণ শক্তি

২. বায়ুমন্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের পরিমাণ বেশি?

ক. ট্রপোমন্ডলে

খ. স্ট্রাটোমন্ডলে

গ. মেসোমন্ডলে

ঘ. তাপমন্ডলে

উত্তর : খ. স্ট্রাটোমন্ডলে

৩. আরগন গ্যাসটি বায়ুমন্ডলের কোন স্তরে থাকে?

ক. স্ট্রাটোমন্ডল

খ. এক্সোমন্ডল

গ. ট্রপোমন্ডল

ঘ. মেসোমন্ডল

উত্তর : খ. এক্সোমন্ডল

৪. আবহাওয়া ও জলবায়ু যাবতীয় প্রক্রিয়া কোন স্তরে ঘটে?

ক. ট্রপোমন্ডল খ. স্ট্রাটোমন্ডল

গ. মেসোমন্ডল ঘ. তাপমন্ডল

উত্তর : ক. ট্রপোমন্ডল

৫. জেট বিমান স্ট্রাটোমন্ডল দিয়ে চলাচল করে কেন?

ক. ওজোন গ্যাসের স্তর বেশি আছে বলে

খ. ঝড়-বৃষ্টি থাকে না বলে

গ. জলীয়বাষ্প বেশি থাকে বলে

ঘ. বাতাসের গতিবেগ থাকে না বলে

উত্তর : খ. ঝড়-বৃষ্টি থাকে না বলে

৬. অধিকাংশ উল্কা বায়ুমন্ডলের কোন স্তরে এসে পুড়ে যায়?

ক. ট্রপোমন্ডল খ. স্ট্রাটোমন্ডল

গ. মেসোমন্ডল ঘ. তাপমন্ডল

উত্তর : গ. মেসোমন্ডল

৭. জলবায়ুর নিয়ামক কোনটি?

ক. অক্ষাংশ খ. বাড়িঘর

গ. দ্রাঘিমাংশ ঘ. বৃষ্টিপাত

উত্তর : ক. অক্ষাংশ

৮. বায়ু যে উষ্ণতায় ঘনীভূত হয় তাকে কী বলে?

ক. হিমাঙ্ক খ. শিশিরাঙ্ক

গ. জলীয়বাষ্প ঘ. পরিপুক্ত

উত্তর : খ. শিশিরাঙ্ক

৯. বায়ুর জলীয়বাষ্প ধারণ করাকে কী বলে?

ক. আর্দ্রতা খ. কুয়াশা

গ. বারিপাত ঘ. শিশির

উত্তর : ক. আর্দ্রতা

১০. নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বৃষ্টিপাত হয়?

ক. ঘূর্ণি খ. বায়ু প্রাচীরজনিত

গ. শৈলোৎক্ষেপ ঘ. পরিচলন

উত্তর : ঘ. পরিচলন

১১. বাংলাদেশে কখন পরিচলন বৃষ্টিপাত হয়?

ক. গ্রীষ্মকালে খ. বর্ষাকালে

গ. বসন্তকালে ঘ. শীতকালে

উত্তর : ক. গ্রীষ্মকালে

১২. মধ্য ইউরোপে শীতকালে কোন বৃষ্টিপাত হয়?

ক. পরিচলন খ. শৈলোৎক্ষেপ

গ. বায়ু প্রাচীরজনিত ঘ. ঘূর্ণি

উত্তর : ঘ. ঘূর্ণি

১৩. ফেরেলের সূত্রানুযায়ী বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে কোন দিকে বেঁকে যায়?

ক. ডানদিকে খ. বাম দিকে

গ. পূর্ব দিকে ঘ. পশ্চিম দিকে

উত্তর : ক. ডানদিকে

১৪. কোন গোলার্ধে পশ্চিমা বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়?

ক. পূর্ব খ. পশ্চিম

গ. উত্তর ঘ. দক্ষিণ

উত্তর : ঘ. দক্ষিণ

১৫. একশত বছর পূর্বের পৃথিবীর গড় তাপমাত্রার তুলনায় বর্তমানে কত সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে?

ক. ০.২০ক্ক সেলসিয়াস খ. ০.০৪ক্ক সেলসিয়াস

গ. ০.৬০ক্ক সেলসিয়াস ঘ. ০.০৮ক্ক সেলসিয়াস

উত্তর : গ. ০.৬০ক্কসেলসিয়াস

১৬. গ্রিনহাউস প্রতিক্রিয়ার প্রত্যক্ষ ফল কোনটি?

ক. তাপমাত্রা বৃদ্ধি খ. বৃষ্টিপাত হ্রাস

গ. মৃত্তিকার দূষণ ঘ. প্রাকৃতিক বিপর্যয়

উত্তর : ক. তাপমাত্রা বৃদ্ধি

১৭. বায়ুমন্ডলের প্রথম তিনটি স্তরকে কী বলা হয়?

ক. সমমন্ডল

খ. বিষমমন্ডল

গ. অশ্বমন্ডল

ঘ. কেন্দ্রমন্ডল

উত্তর : ক. সমমন্ডল

১৮. স্ট্রাটোমন্ডল ও মেসোমন্ডলের মধ্যবর্তী অঞ্চলে তাপমাত্রার স্থিতাবস্থাকে কী বলে?

ক. মেসোবিরতি

খ. তাপবিরতি

গ. ট্রপোবিরতি

ঘ. স্ট্রাটোবিরতি

উত্তর : ঘ. স্ট্রাটোবিরতি

১৯. আর্দ্র বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ শতকরা কত থাকে?

ক. প্রায় ২ থেকে ৫ ভাগ খ. প্রায় ১ ভাগ

গ. প্রায় ০.৫ থেকে ২ ভাগ ঘ. প্রায় ৩ ভাগ

উত্তর : ক. প্রায় ২ থেকে ৫ ভাগ

২০. কী যন্ত্র দ্বারা বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়?

ক. ব্যারোমিটার খ. হাইগ্রোমিটার

গ. থার্মোমিটার ঘ. ল্যাক্টোমিটার

উত্তর : খ. হাইগ্রোমিটার

২১. বায়ুর আর্দ্রতা কয় ভাবে প্রকাশ করা হয়?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

উত্তর : ক. দুই

পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে