একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র
প্রকাশ | ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
নিচের উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মিলিটারি ক্যাম্পে খুঁটিতে বেঁধে বেয়োনেটের খোঁচায় ক্ষতবিক্ষত করছিল আকমলের দেহ। মুক্তিফৌজের
খোঁজে অসংখ্য প্রশ্নের উত্তর তার কাছে জানতে চাইছিল হানাদার বাহিনী। কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে সে রাজি নয়।
৩৪। উদ্দীপকের আকমলের সঙ্গে 'রেইনকোট' গল্পের কার সাদৃশ্য রয়েছে?
ক. মিন্টুর খ. আবদুস সাত্তার মৃধার
গ. নুরুল হুদার ঘ. আকবর সাজিদের
সঠিক উত্তর : গ. নুরুল হুদার
৩৫। উদ্দীপক ও 'রেইনকোট' গল্পে যে বিষয়টি ফুটে উঠেছে ্ত
র. হায়েনার তান্ডব
রর. মুক্তিযোদ্ধার আকুতি
ররর. দেশপ্রেমিকের প্রতিচ্ছবি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর
৩৬। মিসক্রিয়ান্টরা কার ছদ্মবেশ ধারণ করেছিল?
ক. মজুরের খ. কুলির
গ. কৃষকের ঘ. মুক্তিফৌজের
সঠিক উত্তর : খ. কুলির
৩৭। 'বর্ষাকালেই তো জুৎ' ্ত এখানে কোন 'জুৎ'-এর কথা বলা হয়েছে?
ক. মালামাল নেওয়ার খ. নৌকা চালানোর
গ. হানাদারদের পর্যুদস্ত করার ঘ. যাতায়াতের
সঠিক উত্তর : গ. হানাদারদের পর্যুদস্ত করার
৩৮। রাশিয়ার কোন সময়ের জেনারেল উইনটারের কথা বলা হয়েছে?
ক. রুশ বিপস্নবের খ. শিল্প বিপস্নবের
গ. ফরাসি বিপস্নবের ঘ. দ্বিতীয় বিশ্বযুদ্ধের
সঠিক উত্তর : ক. রুশ বিপস্নবের
৩৯। চাবুকের আঘাত নুরুল হুদার কাছে মনে হয়েছে ্ত
র. স্রেফ উৎপাত
রর. প্রচন্ড যন্ত্রণার
ররর. রেইনকোটের ওপর পড়া বৃষ্টির ফোঁটা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : খ. র ও ররর
৪০। নুরুল হুদার কাছে চাবুকের আঘাত তুচ্ছ মনে হওয়ার কারণ-
ক. দেশপ্রেম খ. অচেতনতা
গ. অসম্ভব সহ্যশক্তি ঘ. হালকা আঘাত
সঠিক উত্তর : ক. দেশপ্রেম
বিদ্রোহী
১। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত বছর বেঁচে ছিলেন?
ক. ৭৫ বছর খ. ৭৬ বছর
গ. ৭৭ বছর ঘ. ৭৮ বছর
সঠিক উত্তর : গ. ৭৭ বছর
২। 'মৃতু্যক্ষুধা' রচনাটির লেখক কে?
ক. কাজী নজরুল ইসলাম খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঘ. আবুল মনসুর আহমদ
সঠিক উত্তর : ক. কাজী নজরুল ইসলাম
৩। জাতীয় কবির বংশের নাম কী?
ক. ফকির খ. কাজী
গ. দৌলত ঘ. মুন্সী
সঠিক উত্তর : খ. কাজী
৪। আমৃতু্য শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে?
ক. সমাস খ. সন্ধি
গ. কারক ঘ. উপসর্গ
সঠিক উত্তর : ক. সমাস
৫। কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কোনটি?
ক. কুহেলিকা খ. ঘরে-বাইরে
গ. দিবা রাত্রির কাব্য ঘ. চিহ্ন
সঠিক উত্তর : ক. কুহেলিকা
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
গ্রামের একজন আদর্শ শিক্ষক কামরান। সত্য, ন্যায় ও মুক্তির পথে থাকার জন্য তিনি সব সময় মানুষকে পরামর্শ দেন। কারণ সত্যই মানুষের অব্যর্থ মুক্তির পথ।
৬। 'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিকের কোন চিন্তার দিকটি উদ্দীপকে বিদ্যমান?
ক. অহঙ্কারের খ. শ্রদ্ধাবোধের
গ. বাস্তবতার ঘ. সত্যের
সঠিক উত্তর : ঘ. সত্যের
৭। প্রাবন্ধিক ও উদ্দীপকের কামরান মাস্টারের মাঝেপ্রকাশিত হয়েছে-
র. জীবনানুসন্ধান
রর. মুক্তির উন্মুক্তদার
ররর. মিথ্যার অবমানতা নির্মূল
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর
৮। ব্যথার দান কী জাতীয় গ্রন্থ?
ক. গল্পগ্রন্থ খ. সাহিত্য সাময়িকী
গ. নাটক ঘ. উপন্যাস
সঠিক উত্তর : ক. গল্পগ্রন্থ
৯। প্রাবন্ধিক যে কারণে মানুষের বাক্যকে বেদবাক্য বলে মেনে নেবেন না-
র. সত্যানুসন্ধানের জন্য
রর. জীবনের মুক্তির জন্য
ররর. মানবিকতাবোধ যাচাইয়ের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর
১০। আমার পথ প্রবন্ধের লেখকের মতে, কারা বেশি বিনয়ী?
ক. ছেলেরা খ. মেয়েরা
গ. ধর্মপরায়ণরা ঘ. সত্যাশ্রয়ীরা
সঠিক উত্তর : খ. মেয়েরা
১১। গান্ধীজী ছিলেন ্ত
র. অহিংস আন্দোলনের অবিসংবাদিত নেতা
রর. ভারতের জাতির পিতা
ররর. ধর্মগুরু
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : ক. র ও রর
১২। 'আমার পথ' অভিভাষণটি লেখক কখন দিয়েছিলেন?
ক. ধূমকেতুর উদ্বোধনী দিনে খ. লেখকের জন্মদিনে
গ. ভারতের স্বাধীনতা দিবসে ঘ. তারিখ অনির্দিষ্ট
সঠিক উত্তর : ক. ধূমকেতুর উদ্বোধনী দিনে
পরবর্তী অংশ আগামী সংখ্যায়