বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান
শিক্ষা জগৎ ডেস্ক
  ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
মধুপুর ও ভাওয়াল গড়

প্রশ্ন : উয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত?

উত্তর : নরসিংদী

প্রশ্ন : দেশের ১১তম শিক্ষা বোর্ড কোথায় হতে যাচ্ছে?

উত্তর : ময়মনসিংহ

প্রশ্ন : বাংলাদেশের সরকারি নাম ইংরেজিতে লিখুন-

উত্তর : ঞযব ঢ়বড়ঢ়ষব'ং জবঢ়ঁনষরপ ড়ভ ইধহমষধফবংয

প্রশ্ন : গ্রিনিচ থেকে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর : ৯০ ডিগ্রি পূর্ব দিকে।

প্রশ্ন : বাংলাদেশের কোন জেলায় মধুপুর ও ভাওয়াল গড় অবস্থিত?

উত্তর : টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর।

প্রশ্ন : বাংলাদেশের কোন জেলা সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত?

উত্তর : দিনাজপুর।

প্রশ্ন : ঢাকার প্রতিপাদ স্থান কোথায়?

উত্তর : চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে।

প্রশ্ন : বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ কত?

উত্তর : ৭১১ কি.মি.

প্রশ্ন : সোয়াচ অব নো গ্রাউন্ড কি?

উত্তর : বঙ্গোপসাগরে অবস্থিত একটি খাত (প্রস্থ ১৪ কি মি)

প্রশ্ন : বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নামসহ উচ্চতা কত?

উত্তর : তাজিংডং বা বিজয়, ১২৩১ মিটার বা ৪০৩৯ ফুট।

প্রশ্ন : আয়তনের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বে কত?

উত্তর : ৯৪তম (দক্ষিণ এশিয়ার পঞ্চম)

প্রশ্ন : বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত?

উত্তর : ১২ নটিক্যাল মাইল।

প্রশ্ন : ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি?

উত্তর : ৩০টি

প্রশ্ন : পার্বত্য চট্টগ্রামের জেলা কতটি?

উত্তর : ৩টি।

প্রশ্ন : পার্বত্য চট্টগ্রামের কোন জেলার সাথে ভারতের সীমানা নেই?

উত্তর : বান্দরবান।

প্রশ্ন : ঢাকার সাথে নদী পথে কোন জেলার সরাসরি যোগাযোগ নেই?

উত্তর : রাঙ্গামাটি।

প্রশ্ন : বরিশাল বিভাগের জেলার সংখ্যা কত?

উত্তর : ৬টি।

প্রশ্ন : বাংলাদেশের সর্বপূর্বে স্থানের নাম কি?

উত্তর : আখাইন্ঠং

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে