বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

পঞ্চম শ্রেণির বিজ্ঞান

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বিজ্ঞান

১. শক্তির মূল উৎস কী?

উত্তর : সূর্য

২. কীসের জন্য প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল?

উত্তর : খাদ্য

৩. সঠিক খাদ্যশৃঙ্খল কী?

উত্তর : ঘাস-ঘাসফড়িং-ব্যাঙ-সাপ।

৪. পোকামাকড় ও কেঁচো কোথায় বাস করে?

উত্তর : মাটিতে

৫. একটি জড় উপাদানের নাম লেখো।

উত্তর : বায়ু

৬. সব জীব ও জড়ের মধ্যে পারস্পরিক ক্রিয়া সম্পন্ন হয়। এই পারস্পরিক ক্রিয়াকে কী বলা যায়?

উত্তর : বাস্তুসংস্থান

৭. পুকুরে শাপলা ফুটেছে। এই উদ্ভিদটির আবাসস্থল কী?

উত্তর : পানি

৮. গাছ বিভিন্ন ধরনের জড় বস্তুর ওপর নির্ভর করে। এই জড় বস্তুর মধ্যে কী রয়েছে?

উত্তর : সূর্যের আলো

৯. কোন উপাদানগুলো উদ্ভিদের খাদ্য তৈরির জন্য প্রয়োজন হয়?

উত্তর : পানি, কার্বন ডাইঅক্সাইড, সূর্যতাপ

১০. পরিবেশে বেঁচে থাকার জন্য উদ্ভিদের কোন উপাদানগুলো প্রয়োজন?

উত্তর : পানি, কার্বন ডাইঅক্সাইড, সূর্যতাপ

১১. মানুষের জীবনে মাটির প্রয়োজন কেন?

উত্তর : ফসল ফলানোর জন্য

১২. প্রয়োজনীয় পুষ্টির জন্য মানুষের কীসের প্রয়োজন?

উত্তর : খাবারের

১৩. মানুষের জীবনে বায়ুর প্রয়োজন কেন?

উত্তর : শ্বাস গ্রহণের জন্য

১৪. কোন জড় পদার্থগুলো জীবের জীবনধারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

উত্তর : সূর্য, পানি, বায়ু

১৫. গাছের ত্যাগকৃত কোন পদার্থ শ্বাস গ্রহণের সময় ব্যবহার করা হয়?

উত্তর : অক্সিজেন

১৬. ফুলগাছে বীজ হয়। এই বীজ কীসের ফলে সৃষ্টি হয়েছে?

উত্তর : পরাগায়ন

১৭. মৃতদেহ পচে গলে কীসে পরিণত হয়?

উত্তর : সার

১৮. কাঁঠালগাছ খাদ্য তৈরিতে কী ব্যবহার করে?

উত্তর : কার্বন ডাইঅক্সাইড

১৯. তানিম খেলতে গিয়ে ক্লান্ত হয়ে গেল। শ্বাসকার্য চালাতে তার কষ্ট হচ্ছে। এ সময় তার কী গ্রহণ করা প্রয়োজন?

উত্তর : অক্সিজেন

২০. মানুষ নিজের খাদ্য নিজে তৈরি করতে না পারলেও উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করে। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ তার খাদ্য তৈরি করে?

উত্তর : সালোক সংশ্লেষণ

২১. অনেক সময় বাড়ির পাশের বনে কাঠবিড়ালি ও বানর দেখা যায়। এই প্রাণীদের আবাসস্থল কোথায়?

উত্তর : গাছ

২২. পরাগায়ন-প্রক্রিয়ায় উদ্ভিদের কী ঘটে?

উত্তর : বংশ বৃদ্ধি হয়

২৩. আবিদদের ছাদের দেয়ালে একটি নতুন বটগাছ জন্মেছে। কীসের মাধ্যমে গাছটির বীজ এখানে এসেছে?

উত্তর : প্রাণী

২৪. আমাদের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। এই চাহিদা মেটানোর জন্য আমরা কার ওপর নির্ভর করি?

উত্তর : উদ্ভিদ ও প্রাণী উভয়ের ওপর

২৫. আফরিন তার ফলগাছ থেকে ফল সংগ্রহ করে। আফরিনের গাছগুলো নিজের খাদ্য তৈরিতে কোনটি ব্যবহার করে?

উত্তর : সূর্যের আলো

২৬. সরিষাক্ষেতে গাছ থেকে বিভিন্ন স্থানে বীজ ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়াকে কী বলে?

উত্তর : বীজের বিস্তরণ

২৭. তিনাদের পেয়ারাগাছের বীজ থেকে গাছের গোড়ায় ছোট ছোট নতুন চারা হয়েছে। তিনার গাছের বীজ সৃষ্টিতে কোন প্রাণী সাহায্য করেছে?

উত্তর : মৌমাছি

২৮. পুকুরে ব্যাঙ, শেওলাজাতীয় ছোট ছোট উদ্ভিদকণা থাকে। এ ছাড়া থাকে ছোট-বড় অনেক মাছ। এর ফলে পুকুরে কী তৈরি হতে পারে?

উত্তর : খাদ্যশৃঙ্খল

২৯. ব্যাঙ খাদ্য হিসেবে ঘাসফড়িং খেয়ে থাকে। এই ঘাসফড়িং আবার ঘাস খায়। এভাবে পরিবেশে কী তৈরি হয়?

উত্তর : খাদ্যশৃঙ্খল

৩০. উদ্ভিদ ও প্রাণী বিভিন্ন খাদ্যশৃঙ্খলের অন্তর্ভুক্ত। এই খাদ্যশৃঙ্খলগুলো একত্র হয়ে কী তৈরি করে?

উত্তর : খাদ্যজাল

৩১. টেলিভিশনে প্রায় পরিবেশবিষয়ক অনুষ্ঠানে পোকা ঘাস খায়, ব্যাঙ পোকা খায়, সাপ ব্যাঙ খায়, বাজপাখি সাপ খায় দেখানো হয়। টেলিভিশনে দেখানো এই প্রক্রিয়াটির নাম কী?

উত্তর : খাদ্যশৃঙ্খল

৩২. যদি কোনো এলাকায় ব্যাঙের সংখ্যা কমতে থাকে, তা হলে কী ঘটার আশঙ্কা বেশি?

উত্তর : ফড়িংয়ের সংখ্যা বৃদ্ধি

৩৩. সঠিক খাদ্যশৃঙ্খলের উদাহরণ কী?

উত্তর : ঘাস-ফড়িং-ব্যাঙ

৩৪. চিংড়ি কোথায় বাস করে?

উত্তর : পানিতে

৩৫. মাটি কোন পরিবেশের উপাদান?

উত্তর : জড় পরিবেশের

৩৬. পরিবেশের জীব উপাদান-

উত্তর : উদ্ভিদ

৩৭. পরিবেশের উপাদানগুলো কয়ভাগে বিভক্ত?

উত্তর : দুই

৩৮. সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ-প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে বলে পরিবেশে-

উত্তর : কার্বন ডাইঅক্সাইড স্থিতিশীল থাকে

৩৯. উদ্ভিদ ও প্রাণী বাঁচতে পারে না কী ছাড়া?

উত্তর : বায়ু

৪০. একাধিক খাদ্যশৃঙ্খল ওতপ্রোতভাবে জড়িয়ে কী তৈরি করে?

উত্তর : খাদ্যজাল

৪১. বায়ুর কোন দুটি উপাদানের জন্য প্রধানত উদ্ভিদ ও প্রাণী একে অপরের ওপর নির্ভরশীল?

উত্তর : অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড

৪২. সব প্রাণীই বায়ু থেকে কি গ্রহণ করে?

উত্তর : অক্সিজেন

৪৩. খাদ্যশৃঙ্খলে তৃণজাতীয় উদ্ভিদ কীসের ওপর নির্ভরশীল?

উত্তর : সূর্যের আলো

৪৪. খাদ্যশৃঙ্খলে ব্যাঙ কীসের ওপর নির্ভরশীল?

উত্তর : ঘাসফড়িং

৪৫. পরিবেশে খাদ্যশৃঙ্খলের প্রাথমিক স্তর কোনটিকে বলা হয়?

উত্তর : সবুজ উদ্ভিদ

৪৬. নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে কে?

উত্তর : উদ্ভিদ

৪৭. সব উদ্ভিদ ও প্রাণীর শক্তির উৎস কী?

উত্তর : সূর্য

৪৮. কীসের মাধ্যমে কীটপতঙ্গ ও পাখি উদ্ভিদকে সহায়তা করে?

উত্তর : পরাগায়ন

৪৯. মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে কোন ধরনের উপাদান?

উত্তর : প্রাণীর মৃতদেহ

৫০. প্রাণী শ্বাসকার্যে কী ত্যাগ করে?

উত্তর : কার্বন ডাইঅক্সাইড

৫১. শ্বাসকার্যে উদ্ভিদ কী গ্রহণ করে?

উত্তর : কার্বন ডাইঅক্সাইড

৫২. কেঁচো কোথায় বাস করে?

উত্তর : মাটিতে

৫৩. কোনো স্থানের জীব ও জড়ের মধ্যকার পারস্পরিক ক্রিয়াকে কী বলে?

উত্তর : বাস্তুসংস্থান

৫৪. কলকারখানার ধোঁয়া কী তৈরি করে?

উত্তর : বায়ুদূষণ

৫৫. ডায়রিয়া কীসের ফলে হয়?

উত্তর : পানিদূষণের ফলে

৫৬. মাটিদূষণের কারণ কী?

উত্তর : কীটনাশকের ব্যবহার

পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে