দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

প্রকাশ | ০৩ আগস্ট ২০২৪, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
চতুর্থ অধ্যায় ২৪. স্স্নেট কোন ধরনের শিলা? ক. আগ্নেয় খ. পাললিক গ. রূপান্তরিত ঘ. কাদা উত্তর :গ. রূপান্তরিত ২৫. ভূমিকম্পের ফলে বাংলাদেশের কোন নদীর গতিপথ পাল্টে যায়? ক. কর্ণফুলি খ. মেঘনা গ. ব্রহ্মপুত্র ঘ. পদ্মা উত্তর :গ. ব্রহ্মপুত্র ২৬. কত সালে ভারতের কচ্ছ উপসাগরের উপকূলে প্রায় ৫,০০০ বর্গকিলোমিটার স্থান সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়? ক. ১৮৯৯ খ. ১৯১১ গ. ১৯৫০ ঘ. ১৯৬৯ উত্তর :ক. ১৮৯৯ ২৭. আগ্নেয় শিলাকে কয় ভাগে ভাগ করা যায়? ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ উত্তর :ক. দুই ২৮. ম্যাগমা ঠান্ডা হয়ে কোন শিলায় পরিণত হয়? ক. পাললিক খ. অপত্রায়ন গ. রূপান্তরিত ঘ. আগ্নেয় উত্তর :ঘ. আগ্নেয় ২৯. বহিঃজ আগ্নেয় শিলার উদাহরণ কোনটি? ক. গ্রানাইট ও গ্যাব্রো খ. ডলোরাইট ও ল্যাকোলিথ গ. ব্যাথোলিথ ও অ্যান্ডসাইট ঘ. ব্যাসল্ট ও রায়োলাইট উত্তর :ঘ. ব্যাসল্ট ও রায়োলাইট ৩০. কোন দুটি আগ্নেয় শিলা? ক. গ্রানাইট ও স্টে খ. ব্যাসল্ট ও গ্রানাইট গ. কাঁকর ও কাদা ঘ. কেওলিন ও কয়লা উত্তর :খ. ব্যাসল্ট ও গ্রানাইট ৩১. কোনটি অন্তঃজ আগ্নেয় শিলা? ক. ব্যাসল্ট খ. রায়োলাইট গ. গ্যাব্রো ঘ. অ্যান্ডিসাইট উত্তর :গ. গ্যাব্রো ৩২. ডাইক ও সিল কোন ধরনের শিলার উদাহরণ? ক. বহিঃজ আগ্নেয় খ. অন্তঃজ আগ্নেয় গ. পাললিক ঘ. রূপান্তরিত উত্তর :খ. অন্তঃজ আগ্নেয় ৩৩. পাললিক শিলা ভূপৃষ্ঠের মোট আয়তনের শতকরা কত ভাগ দখল করে আছে? ক. ৫ খ. ১৫ গ. ৫০ ঘ. ৭৫ উত্তর : ক. ৫ ৩৪. মহাদেশীয় ভূত্বকের আবরণের শতকরা কত ভাগ পাললিক শিলা? ক. ৩০ খ. ৫০ গ. ৭৫ ঘ. ৯০ উত্তর : গ. ৭৫ ৩৫. পাললিক শিলার আর এক নাম কী? ক. স্তরীভূত শিলা খ. প্রাথমিক শিলা গ. রূপান্তরিত শিলা ঘ. অন্তঃজ শিলা উত্তর : ক. স্তরীভূত শিলা ৩৬. চুনাপাথর কীভাবে সৃষ্টি হয়েছে? ক. অত্যধিক চাপে খ. অত্যধিক তাপে গ. জৈবিক উপায়ে ঘ. স্তরে স্তরে জমা হয়ে উত্তর : ঘ. স্তরে স্তরে জমা হয়ে ৩৭. জীবদেহ থেকে উৎপন্ন পাললিক শিলা কোনটি? ক. কয়লা ও খনিজ তেল খ. কর্দম ও বেলে পাথর গ. কাদাপাথর ও কেওলিন ঘ. চুনাপাথর ও নিকেল উত্তর : ক. কয়লা ও খনিজ তেল ৩৮. উদ্ভিদজাত পদার্থ থেকে গঠিত শিলা কোনটি? ক. খনিজ তেল খ. চুনাপাথর গ. বেলেপাথর ঘ. কয়লা উত্তর : ঘ. কয়লা ৩৯. ভূমিকম্পের ফলে স্থলভাগ সমুদ্রতলে ডুবে যায়। এমন উদাহরণ কোনটি? ক. বঙ্গোপসাগরের উপকূল খ. আরব সাগরের উপকূল গ. কচ্ছ উপসাগরের উপকূল ঘ. লোহিত সাগরের উপকূল উত্তর : গ. কচ্ছ উপসাগরের উপকূল ৪০. সুনামি শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত? ক. ফ্রেঞ্চ খ. রাশিয়ান গ. জাপানি ঘ. ল্যাটিন উত্তর: গ. জাপানি ৪১. যমুনা নদীর উপনদী কোনটি? ক. মহানন্দা ও করতোয়া খ. তিস্তা ও করতোয়া গ. আড়িয়াল খাঁ ও তিস্তা ঘ. মহানন্দা ও তিস্তা উত্তর : খ. তিস্তা ও করতোয়া ৪২. মূল নদী থেকে যে সকল নদী বের হয় তাদের কী বলে? ক. উপনদী খ. হাওর গ. শাখানদী ঘ. বাঁওড় উত্তর: গ. শাখানদী হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়