একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র
প্রকাশ | ০৩ আগস্ট ২০২৪, ০০:০০
আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
১৬। 'মিসক্রিয়ান্ট' শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছিল?
ক. সম্মানার্থে খ. রসাত্মক
গ. ব্যঙ্গাত্মক ঘ. বিদ্রূপাত্মক
সঠিক উত্তর :ঘ. বিদ্রূপাত্মক
১৭। আবদুস সাত্তার মৃধা কোন বিষয়ের প্রফেসর ছিলেন?
ক. ফিজিকস খ. কেমিস্ট্রি
গ. উর্দু ঘ. জিওগ্রাফি
সঠিক উত্তর :ঘ. জিওগ্রাফি
১৮। ইসহাকের চরিত্রে প্রকাশ পায় ্ত
র. চাটুকারিতা
রর. দেশদ্রোহিতা
ররর. শঠতা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর :ক. র ও রর
১৯। ইসহাকের পূর্বপুরুষ কোন ভাষায় কথা বলত?
ক. বাংলা খ. উর্দু
গ. হিন্দি ঘ. ফারসি
সঠিক উত্তর :খ. উর্দু
২০। নুরুল হুদার কী রোগ ছিল?
ক. ডায়াবেটিস খ. হাঁপানি
গ. ক্যানসার ঘ. উচ্চ রক্তচাপ
সঠিক উত্তর : খ. হাঁপানি
নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
এগুলো হলো একটি দেশের চক্ষুশূল। এগুলোকে ভাস্কর্যও বলা হয়। স্বাধীনতাযুদ্ধের সময় এগুলোকে নিশ্চিহ্ন করার পাঁয়তারা করেছিল হানাদার বাহিনী।
২১। উদ্দীপকে 'চক্ষুশূল' কথাটি দ্বারা 'রেইনকোট' গল্পের কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে?
ক. অস্ত্রাগার খ. পাঠাগার
গ. ক্যাম্প ঘ. শহীদ মিনার
সঠিক উত্তর :ঘ. শহীদ মিনার
২২। উদ্দীপক ও 'রেইনকোট' গল্প অনুসারে হানাদার বাহিনী মুছে ফেলতে চেয়েছ্তে
র. ভাষা আন্দোলনের ইতিহাস
রর. স্বাধীনতার ইতিহাস
ররর. পরাজয়ের গস্নানি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : খ. র ও ররর
২৩। কলেজে সর্বমোট কয়টি লোহার আলমারি আনা হয়েছিল?
ক. ৫টি খ. ১০টি
গ. ১৫টি ঘ. ২০টি
সঠিক উত্তর : খ. ১০টি
২৪। কার পরামর্শে সব শহীদ মিনার ধ্বংস করা হয়েছিল?
ক. ইসহাকের
খ. প্রিন্সিপালের
গ. কর্নেলের
ঘ. আকবর সাজিদের
সঠিক উত্তর : ঘ. আকবর সাজিদের
২৫। নুরুল হুদার স্ত্রীর নাম কী?
ক. নাসিমা খ. আসমা
গ. রহিমা ঘ. হালিমা
সঠিক উত্তর : খ. আসমা
২৬। আসমার উৎকণ্ঠার কারণ ছিল ্ত
র. স্বামীর হাঁপানি রোগ বেড়ে যাওয়ায়
রর. ভাইকে না পাওয়ায়
ররর. স্বামীকে হারানোয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : খ. র ও ররর
২৭। মিন্টু কোথায় মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়েছিল?
ক. চট্টগ্রামে
খ. ভারতে
গ. ঢাকায়
ঘ. খুলনায়
সঠিক উত্তর : খ. ভারতে
২৮। ড. আফাজ আহমদ কোন প্রকৃতির লোক ছিল?
ক. হানাদার
খ. স্বৈরাচার
গ. রাজাকার
ঘ. দেশপ্রেমিক
সঠিক উত্তর : গ. রাজাকার
২৯। আকবর সাজিদ কোন বিষয়ের প্রফেসর?
ক. উর্দু
খ. কেমিস্ট্রি
গ. বায়োলজি
ঘ. জিওগ্রাফি
সঠিক উত্তর : ক. উর্দু
৩০। প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমদ ছিলেন ্ত
র. দেশদ্রোহী
রর. দালাল
ররর. ঘাতক
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : ক. র ও রর
৩১। ক্রাক-ডাউনের রাতে এ দেশে কী হয়েছিল?
ক. আনন্দ-উলস্নাস
খ. বিজয়োলস্নাস
গ. ধ্বংসযজ্ঞ
ঘ. অত্যাচার
সঠিক উত্তর: গ. ধ্বংসযজ্ঞ
৩২। নুরুল হুদার রেইনকোটের ভেতরে আগুনের মতো গরম মনে হয়েছিল কেন?
ক. প্রচন্ড তাপে
খ. স্মৃতি রোমন্থনে
গ. বিদু্যতের তাপে
ঘ. মেজাজ গরমে
সঠিক উত্তর : খ. স্মৃতি রোমন্থনে
৩৩। প্রিন্সিপালের কামরায় বসা মিলিটারি ছিল ্ত
র. ভয়ংকর
রর. সুদর্শন
ররর. স্থূলকায়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : খ. র ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মিলিটারি ক্যাম্পে খুঁটিতে বেঁধে বেয়োনেটের খোঁচায় ক্ষতবিক্ষত করছিল আকমলের দেহ। মুক্তিফৌজের
খোঁজে অসংখ্য প্রশ্নের উত্তর তার কাছে জানতে চাইছিল হানাদার বাহিনী। কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে সে রাজি নয়।
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়