বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

পঞ্চম শ্রেণির গণিত

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ০৩ আগস্ট ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির গণিত

৩০৫। আন্তর্জাতিক রীতিতে যখন ১৬টা ৪৫ মিনিট, দেশীয় রীতিতে তখন কয়টা বাজে?

উত্তর : বিকাল ৪টা ৪৫ মিনিট

৩০৬। ১ শতাব্দী = কত বছর?

উত্তর : ১০০ বছর

৩০৭। ১ ঘণ্টা = কত সেকেন্ড?

উত্তর : ৩৬০০ সেকেন্ড

৩০৮। ১ দিন = কত ঘণ্টা?

উত্তর : ২৪ ঘণ্টা

৩০৯। উপাত্ত কত প্রকার ও কী কী?

উত্তর : ২ প্রকার। যথা : বিন্যস্ত উপাত্ত ও অবিন্যস্ত উপাত্ত

৩১০। বিন্যস্ত উপাত্ত কাকে বলে?

উত্তর : যে উপাত্তগুলো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে, সেগুলোকে বিন্যস্ত উপাত্ত বলে।

৩১১। অবিন্যস্ত উপাত্ত কাকে বলে?

উত্তর : যে উপাত্তগুলো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না, সেগুলোকে বিন্যস্ত উপাত্ত বলে।

৩১২। এরিয়ার দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীর কততম স্থানে রয়েছে?

উত্তর : ৯০তম

৩১৩। শ্রেণি ব্যবধান কাকে বলে?

উত্তর : প্রত্যেক শ্রেণির দুইটি মানের মধ্যে পার্থক্য বা ব্যবধান হলো শ্রেণি ব্যবধান।

৩১৪। উপাত্ত কাকে বলে?

উত্তর : প্রাপ্ত তথ্যসমূহ সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে উপাত্ত বলে।

৩১৫। ২০-২৯, ৩০-৩৯, ৪০-৪৯, ৫০-৫৯ উপাত্তগুলোকে কী ধরনের উপাত্ত বলে?

উত্তর : বিন্যস্ত উপাত্ত

৩১৬। ৩২, ১৮, ৪৫, ৪৭, ৩৫ উপাত্তগুলোকে কী ধরনের উপাত্ত বলে?

উত্তর : অবিন্যস্ত উপাত্ত

৩১৭। বাংলাদেশে কত বছর পর পর আদমশুমারি হয়ে থাকে?

উত্তর : লেখচিত্র

৩১৮। চাক্ষুস প্রদর্শনের জন্য রেখার সাহায্যে আঁকা চিত্রকে কী বলে?

উত্তর : লেখচিত্র

৩১৯। কোনো উপাত্তের সর্বোচ্চ মান ৯৮ এবং সর্বনিম্ন মান ৪১ হলে, তাদের ব্যবধান কত?

উত্তর : ৫৭

৩২০। বাংলাদেশের মোট এরিয়া বা আয়তন কত?

উত্তর : ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার (এক লক্ষ সাতচলিস্নশ হাজার বর্গ কিলোমিটার)

৩২১। দক্ষিণ এশিয়ার কোন দেশে জনসংখ্যা সবচেয়ে বেশি?

উত্তর : ভারতে

৩২২। দক্ষিণ এশিয়ার কোন দেশে জনসংখ্যা সবচেয়ে কম?

উত্তর : ভুটানে

৩২৩। জনসংখ্যার ঘনত্ব কাকে বলে?

উত্তর : কোনো এলাকায় গড়ে প্রতি বর্গ কিলোমিটারে যত লোক বাস করে সেই সংখ্যা হলো ওই এলাকার জনসংখ্যার ঘনত্ব।

৩২৪। ২০১১ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?

উত্তর : ১৪,২৩,১৯,০০০

৩২৫। কয়টি অক্ষরেখার সাহায্যে লেখচিত্র আঁকা হয়?

উত্তর : ২টি

৩২৬। প্রদত্ত তথ্য বা সংগৃহীত উপাত্ত সহজে বোঝার ও দৃশ্যমান করার জন্য কার্যকর মাধ্যমের নাম কী?

উত্তর : লেখচিত্র

৩২৭। ২০০১ সাল খেকে ২০১০ সাল পর্যন্ত সময়কে কী বলা হয়?

উত্তর : ১ দশক

৩২৮। একটি আদর্শ পরিবারের লোকসংখ্যা কত?

উত্তর : ৪ জন

৩২৯। জনসংখ্যার হিসাবে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর : ৯ম

৩৩০। ক্যালকুলেটর কী?

উত্তর : হিসাব-নিকাশের সহায়ক যন্ত্র

৩৩১। ক্যালকুলেটর অর্থ কী?

উত্তর : গণনাকারী

৩৩২। ক্যালকুলেটরে সাধারণত কয়টি বোতাম থাকে?

উত্তর : ২৬টি

৩৩৩। কোন বোতাম টিপ দিয়ে ক্যালকুলেটর চালু করতে হয়?

উত্তর : ঙঘ/অঈ

৩৩৪। কোন বোতাম টিপ দিয়ে ক্যালকুলেটর বন্ধ করতে হয়?

উত্তর : ঙঋঋ

৩৩৫। ১০ + ৫ = কত? এর সমাধান করতে চাইলে একটি সচল ক্যালকুরেটরে কয়টি বোতাম চাপতে হবে?

উত্তর : ৫টি

৩৩৬।একটি সচল ক্যালকুলেটরে ১২ক্ম১১ =? সমস্যা সমাধান করতে কয়টি বোতাম চাপতে হবে?

উত্তর : ৬টি

৩৩৭।১০ ও ১২ এর যোগফল নির্ণয়ের জন্য ক্যালকুলেটরে প্রথম কোন বোতাম চাপ দিতে হয়?

উত্তর : ঙঘ/অঈ

৩৩৮।৬৪ গু ৮ ক্ম ১২ - ৫০ এর সমাধান নির্ণয়ে ক্যালকুলেটর সচল অবস্থায় কতটি ধাপের প্রয়োজন হবে?

উত্তর : ৩টি

৩৩৯।৮ + ১২ + ৬০ = কত? এই অঙ্কটি সমাধান করতে বন্ধ ক্যালকুলেটরে কয়টি বোতাম টিপতে হবে?

উত্তর : ৯টি

৩৪০। গাণিতিক সমস্যা সমাধানে কোন যন্ত্রটি বিশেষভাবে উলেস্নখযোগ্য ভূমিকা পালন করে?

উত্তর : ক্যালকুলেটর

৩৪১। কম্পিউট শব্দের অর্থ কী?

উত্তর : হিসাব করা

৩৪২। কম্পিউটার কী?

উত্তর : কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র

৩৪৩।আধুনিক কম্পিউটারের জনক কে?

উত্তর : চার্লস ব্যাবেজ

৩৪৪। কম্পিউটারের কার্যপদ্ধতির মূল বিষয়টি কেমন?

উত্তর : খুবই সোজা

৩৪৫। কম্পিউটারের মূল অংশ কয়টি?

উত্তর : ৪টি

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে