চতুর্থ অধ্যায়
পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন
১. দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে কী বলে?
ক. দোয়ার খ. নদীগর্ভ
গ. নদী সঙ্গম ঘ. উপনদী
উত্তর :খ. নদীগর্ভ
২. জাপানের ফুজিয়ামা কোন ধরনের আগ্নেয়গিরি?
ক. মৃত খ. সক্রিয়
গ. শিল্ড ঘ. সুপ্ত
উত্তর :খ. সক্রিয়
৩. মুনিফ ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখতে পেল ১৯৩৫ সালে বিহারে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষতি সাধিত হয়। এই ভূমিকম্পটি কি কারণে সংঘটিত হয়েছিল?
ক. ভূগর্ভস্থ বাষ্প খ. শিলাচু্যতি
গ. তাপ বিকিরণ ঘ. হিমবাহ
উত্তর :খ. শিলাচু্যতি
৪. অশ্মমন্ডলের বাইরের আবরণ কোনটি?
ক. ভূপৃষ্ঠ খ. ভূত্বক
গ. নমনীয় মন্ডল ঘ. সিমান্তর
উত্তর :খ. ভূত্বক
৫. গুরুমন্ডল মূলত কী শিলা দ্বারা গঠিত?
ক. চুনাপাথর খ. ক্যালসাইট
গ. ব্যাসল্ট ঘ. কেওলিন
উত্তর :গ. ব্যাসল্ট
৬. এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হয় কোনটি?
ক. খনিজ খ. শিলা
গ. হীরা ঘ. জিপসাম
উত্তর :ক. খনিজ
৭. বেলেপাথর রূপান্তরিত হয়ে কী শিলায় পরিণত হয়?
ক. মার্বেল খ. কোয়ার্টজাইট
গ. স্স্নেট ঘ. শেল
উত্তর :খ. কোয়ার্টজাইট
৮. কোনটি থেকে গ্রাফাইট উৎপন্ন হয়?
ক. চুনাপাথর খ. কয়লা
গ. বেলেপাথর ঘ. গ্রানাইট
উত্তর :খ. কয়লা
৯. ১৯৫০ সালে আসামে ভূমিকম্প সংঘটনে কোনটি দায়ী ছিল?
ক. শিলাতে ভাঁজের সৃষ্টি
খ. তাপ বিকিরণ
গ. হিমবাহের প্রভাব
ঘ. পাহাড় কাটা
উত্তর :ক. শিলাতে ভাঁজের সৃষ্টি
১০. হিমালয় পর্বত উত্থিত হয়েছে কোনটির ফলে?
ক. ভূমিকম্প খ. সুনামি
গ. আগ্নেয়গিরি ঘ. তাপ
উত্তর :ক. ভূমিকম্প
১১. ১৯৫০ সালে আসামের ভূমিকম্পে কোন নদীর গতি পরিবর্তিত হয়ে যায়?
ক. যমুনা খ. দিবং
গ. হুগলি ঘ. আত্রাই
উত্তর :খ. দিবং
১২. জাপানি ভাষায় 'সুনামি' শব্দের অর্থ কী?
ক. সমুদ্রের গর্জন খ. নীল পানি
গ. চোখের জল ঘ. পোতাশ্রয়ের ঢেউ
উত্তর :ঘ. পোতাশ্রয়ের ঢেউ
১৩. সুনামি সৃষ্টি হয় কেন?
ক. আগ্নেয়গিরির অগ্নু্যৎপাতের জন্য
খ. হিমবাহের কারণে
গ. শিলাচু্যতির কারণে
ঘ. বাষ্পপ্রবাহের কারণে
উত্তর :ক. আগ্নেয়গিরির অগ্নু্যৎপাতের জন্য
১৪. কোন শক্তির প্রভাবে নদী প্রবাহিত হয়?
ক. মাধ্যাকর্ষণ শক্তি খ. অভিকর্ষ
গ. আগ্নেয়গিরি ঘ. ভূমিকম্প
উত্তর :ক. মাধ্যাকর্ষণ শক্তি
১৫. নদীর অধিক বিস্তৃত মোহনাকে কী বলে?
ক. খাড়ি খ. দোয়াব
গ. নদী সঙ্গম ঘ. মোহনা
উত্তর :ক. খাড়ি
১৬. প্রবহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কী বলে?
ক. নদীগর্ভ খ. খাড়ি
গ. উপত্যকা ঘ. দোয়াব
উত্তর :ঘ. দোয়াব
১৭. দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে কী বলে?
ক. নদী সঙ্গম খ. শাখা
গ. নদীগর্ভ ঘ. দোয়াব
উত্তর :ক. নদী সঙ্গম
১৮. ঊর্ধ্বগতিতে নদীর প্রধান কাজ কী?
ক. পরিবহন খ. সঞ্চয়
গ. ক্ষয়সাধন ঘ. অপসারণ
উত্তর :ঘ. অপসারণ
১৯. ভূত্বক কী দ্বারা গঠিত?
ক. শিলা খ. খনিজ
গ. মাটি ঘ. বালি
উত্তর :ক. শিলা
২০. শিলা কী দ্বারা গঠিত?
ক. মাটি খ. খনিজ
গ. আকরিক ঘ. খনিজমল
উত্তর :খ. খনিজ
২১. আগ্নেয় শিলাকে অস্তরীভূত শিলা বলা হয় কেন?
ক. শিলায় স্তর আছে বলে
খ. শিলায় স্তর নেই বলে
গ. শিলা অপেক্ষাকৃত ভারী বলে
ঘ. শিলা স্ফটিকার বলে
উত্তর :খ. শিলায় স্তর নেই বলে
২২. আগ্নেয়গিরি বা ভূমিকম্পের ফলে ভূত্বকের দুর্বল ফাটল দিয়ে গলিত লাভা নির্গত হয়ে কী ধরনের শিলার সৃষ্টি করে?
ক. পাললিক খ. রূপান্তরিত
গ. আগ্নেয় ঘ. স্তরীভূত
উত্তর :গ. আগ্নেয়
২৩. জীবাশ্মের উপস্থিতি নিচের কোনটিতে দেখা যায়?
ক. কয়লা খ. ব্যাসন্ট
গ. কোয়ার্টজ ঘ. ডোলোমাইট
উত্তর :ক. কয়লা
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়