একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

প্রকাশ | ০২ আগস্ট ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
সোনার তরী ৪৯. 'বাঁকা জল' কীসের প্রতীক? ক. ধাবমান জলের খ. কালস্রোতের গ. কালো জলের ঘ. ভরা জলের উত্তর :খ. কালস্রোতের ৫০. 'নদী' শব্দটির প্রতিশব্দ হিসেবে কোনটি সমর্থনযোগ্য? ক. নেত্র খ. সলিল গ. সৈকত ঘ. তটিনী উত্তর :ঘ. তটিনী ৫১. ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবি কাকে কল্পনা করেছেন? ক. নিজেকে খ. মাঝিকে গ. নেতাকে ঘ. তরুণকে উত্তর :ঘ. তরুণকে ৫২. 'সোনার তরী' কবিতায় কবির সৃষ্টিকর্মকে কী হিসেবে কল্পনা করা হয়েছে? ক. ধান-সম্পদ খ. জমিজমা গ. ফসল ঘ. তরী উত্তর :গ. ফসল ৫৩. 'সোনার তরী' কবিতার সর্বশেষ স্তবকের 'শূন্য' শব্দটির প্রয়োগে কী স্পষ্ট হয়ে ওঠে? ক. এটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত খ. এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত গ. এটি সুনির্দিষ্ট ছন্দহীন কবিতা ঘ. এটি একটি গভীর চতুর্দশপদী কবিতা উত্তর :খ. এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত ৫৪. 'সোনার তরী'র মাঝি অতৃপ্তির বেদনা নিয়ে কীসের জন্য অপেক্ষা করতে থাকে? ক. আবার মাঝি আসবে বলে খ. মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য গ. মহাকাল তাকে একদিন গ্রহণ করবে বলে ঘ. বৃষ্টি আসলে আবার সোনার ফসল ফলাবে বলে উত্তর :খ. মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য ৫৫. 'সোনার তরী' কবিতায় 'সোনার ধান' আসলে কী? ক. সোনার তরী খ. মানুষের সৃষ্টিকর্ম গ. মূল্যবান সম্পদ ঘ. মহাকালের প্রতীক উত্তর :খ. মানুষের সৃষ্টিকর্ম রেইনকোট ১। আখতারুজ্জামান ইলিয়াস ১৯৪৩ সালের কত তারিখে জন্মগ্রহণ করেন? ক. ১১ ফেব্রম্নয়ারি খ. ১২ ফেব্রম্নয়ারি গ. ১৩ ফেব্রম্নয়ারি ঘ. ১৪ ফেব্রম্নয়ারি সঠিক উত্তর :খ. ১২ ফেব্রম্নয়ারি ২। আখতারুজ্জামান ইলিয়াসের গ্রামের নাম কী? ক. নুরালি খ. নারুলি গ. গোটিয়া ঘ. সারুলি সঠিক উত্তর :খ. নারুলি ৩। আখতারুজ্জামান ইলিয়াসের মৃতু্য দিবস কোনটি? ক. ২ জানুয়ারি ১৯৯৭ খ. ৩ জানুয়ারি ১৯৯৭ গ. ৪ জানুয়ারি ১৯৯৭ ঘ. ৫ জানুয়ারি ১৯৯৭ সঠিক উত্তর :গ. ৪ জানুয়ারি ১৯৯৭ ৪। আখতারুজ্জামান ইলিয়াস রচিত গল্পগ্রন্থ কোনটি? ক. খোঁয়ারি খ. চিলেকোঠার সেপাই গ. বৌ-ঠাকুরানীর হাট ঘ. নন্দিত নরকে সঠিক উত্তর :ক. খোঁয়ারি ৫। আখতারুজ্জামান ইলিয়াসের সংকলিত ছোটগল্প কয়টি? ক. ২৬টি খ. ২৮টি গ. ৩০টি ঘ. ৩২টি সঠিক উত্তর :খ. ২৮টি ৬। 'রেইনকোট' গল্পের মূল প্রতিপাদ্য বিষয় কী? ক. বৃষ্টি থেকে আত্মরক্ষা খ. তথ্য উদ্ঘাটন গ. মুক্তিযোদ্ধার জবানবন্দি ঘ. রহস্য উন্মোচন সঠিক উত্তর :খ. তথ্য উদ্ঘাটন ৭। 'রেইনকোট' গল্পের রেইনকোটটি কার? ক. নুরুল হুদার খ. নুরুল হুদার শ্যালকের গ. নুরুল হুদার ভাইয়ের ঘ. নুরুল হুদার প্রতিবেশীর সঠিক উত্তর :খ. নুরুল হুদার শ্যালকের ৮। 'অন্তত তিন দিন ফুটফাট বন্ধ'্ত এখানে কী বন্ধের কথা বলা হয়েছে? ক. গোলাগুলি খ. বৃষ্টির শব্দ গ. গাড়ির শব্দ ঘ. মেঘের গর্জন সঠিক উত্তর :ক. গোলাগুলি ৯। নুরুল হুদার আরবি উচ্চারণের মধ্যে প্রকাশ পায়্ত র. অসংলগ্নতা রর. সরলতা ররর. ভীতসন্ত্রস্ততা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর :গ. রর ও ররর নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও : কলিংবেলটা চেপে একপাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল স্বপন। দরজা খুলে বের হন নাট্যকার কায়সার সাহেব। সঙ্গে সঙ্গেই স্বপনের পেছনে থাকা কয়েকজন লোক কায়সার সাহেব ও তার মেয়েকে ধরে নিয়ে পাকিস্তানিদের হাতে তুলে দেয়। ১০। উদ্দীপকে স্বপন চরিত্রটি 'রেইনকোট' গল্পের কার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ক. প্রিন্সিপাল খ. নুরুল হুদা গ. ইসহাক ঘ. মিন্টু সঠিক উত্তর :গ. ইসহাক ১১। উদ্দীপকে 'রেইনকোট' গল্পের যে দিকটি প্রকাশিত হয়েছে ্ত র. বুদ্ধিজীবীদের ধ্বংসের প্রয়াস রর. শারীরিক নির্যাতন ররর. রাজাকারদের নৃশংসতা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর :ঘ. র, রর ও ররর ১২। 'তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও।' এখানে আসমার কী প্রকাশ পায়? ক. অনুরোধ খ. আবেগ গ. ভালোবাসা ঘ. সহানুভূতি সঠিক উত্তর :গ. ভালোবাসা ১৩। নুরুল হুদার কার ঠিকানা জানা ছিল না? ক. ছদ্মবেশী কুলিদের খ. মিন্টুর গ. প্রিন্সিপালের ঘ. আবদুস সাত্তার মৃধার সঠিক উত্তর :খ. মিন্টুর ১৪। 'স্টেনগানওয়ালা ছোকরার দল' বলতে কাদের বোঝানো হয়েছে? ক. মিলিটারি খ. হানাদার বাহিনী গ. মুক্তিবাহিনী ঘ. রাজাকার বাহিনী সঠিক উত্তর :গ. মুক্তিবাহিনী ১৫। মিলিটারি ক্যাম্প যেখানে ছিল সে জায়গাটা ছিল ্ত ক. সহজলভ্য খ. দুর্ভেদ্য গ. নিরাপত্তাহীন ঘ. দুষ্কর সঠিক উত্তর :খ. দুর্ভেদ্য হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়