পঞ্চম শ্রেণির গণিত
প্রকাশ | ০২ আগস্ট ২০২৪, ০০:০০
রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
২৫৬। একটি পাত্রে ৪০ লিটার তেল ধরে। ১৬০০ লিটার তেল রাখার জন্য কয়টি পাত্রের প্রয়োজন?
উত্তর :৪০টি
২৫৭। একটি বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ১০ মিটার হলে, এর ক্ষেত্রফল কত বর্গমিটার?
উত্তর :১০০ বর্গমিটার
২৫৮। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ১ সেন্টিমিটার হলে, এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
উত্তর : ১ বর্গ সে.মি.
২৫৯। একটি ত্রিভুজের ভূমি ৮ সে.মি. এবং উচ্চতা ৬ সে.মি.। ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
উত্তর :২৪ বর্গ সে.মি.
২৬০। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০ মিটার এবং প্রস্থ ১০ মিটার হলে, এর ক্ষেত্রফল কত?
উত্তর : ২০০ বর্গমিটার
২৬১। ১ লিটার = কত ঘন সে.মি.?
উত্তর : ১০০০ ঘন সে.মি.
২৬২। একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল ১৫০ বর্গমিটার এবং প্রস্থ ১০ মিটার হলে, এর দৈর্ঘ্য কত?
উত্তর :১৫ মিটার
২৬৩। একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৪০ বর্গমিটার এবং দৈর্ঘ্য ৮ মিটার হলে, এর প্রস্থ কত?
উত্তর :৫ মিটার
২৬৪। একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ২৪ বর্গমিটার এবং ভূমি ৮ সে.মি. হলে, এর উচ্চতা কত সে.মি.?
উত্তর :৬ সে.মি.?
২৬৫। একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৪৮ বর্গমিটার এবং উচ্চতা ৮ মিটার হলে, এর ভূমি কত সে.মি.?
উত্তর :১২ মিটার
২৬৬। ১ কুইন্টাল চালের দাম ৪২০০ টাকা হলে, ১ কেজি চালের দাম কত?
উত্তর :৪২ টাকা
২৬৭। ১ সেন্টিগ্রাম = কত গ্রাম?
উত্তর : ০.০১ গ্রাম
২৬৮। ১০০০ ঘন সে.মি. = কত মিলিমিটার?
উত্তর :১০০০ মিলিমিটার
২৬৯। ৫ কিলোমিটার = কত সে.মি.?
উত্তর : ৫,০০,০০০ সে.মি.?
২৭০। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ০.১ সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
উত্তর :০.০১ বর্গ সে.মি.
২৭১। ১ এয়র = কত বর্গমিটার?
উত্তর : ১০০ বর্গমিটার
২৭২। একটি বেঞ্চের দৈর্ঘ্য ১ মিটার ৫০ সে.মি. হলে, অনুরূপ ২টি বেঞ্চের মোট দৈর্ঘ্য কত?
উত্তর :৩ মিটার
২৭৩। ১৫০০ কেজিকে কুইন্টালে প্রকাশ করলে কী হবে?
উত্তর :১৫ কুইন্টাল
২৭৪। ইংরেজি মতে কখন থেকে দিন ও তারিখ শুরু হয়?
উত্তর :রাত ১২টার পর থেকে
২৭৫। বাংলা মতে কখন থেকে দিন ও তারিখ শুরু হয়?
উত্তর :সূর্যোদয় থেকে
২৭৬। সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত সময়কে কী বলে?
উত্তর :রাত্রি
২৭৭। বাংলা কোন কোন মাস ৩০ দিনে হয়?
উত্তর :আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র
২৭৮। বাংলা কোন কোন মাস ৩১ দিনে হয়?
উত্তর :বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র
২৭৯। বাংলা মতে কয়টি মাস ৩০ দিনে হয়?
উত্তর : ৭টি
২৮০। বাংলা মতে কয়টি মাস ৩১ দিনে হয়?
উত্তর : ৫টি
২৮১। ইংরেজি কোন কোন মাস ৩১ দিনে হয়?
উত্তর : জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর ও ডিসেম্বর
২৮২। ইংরেজি কোন কোন মাস ৩০ দিনে হয়?
উত্তর : এপ্রিল, জুন, সেপ্টেম্বর ও নভেম্বর
২৮৩। ১ ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ওই মাসের শেষ তারিখ কী বার?
উত্তর : শনিবার
২৮৪। অধিবর্ষ ১ বছর = কত দিন?
উত্তর : ৩৬৬ দিন
২৮৫। ১৮০০ সালের বছরটি কত দিনে হয়েছিল?
উত্তর :৩৬৫ দিনে
২৮৬। পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে কত সময় লাগে?
উত্তর : ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড
২৮৭। ২০১২ সালের ফেব্রম্নয়ারি মাস কত দিনে ছিল?
উত্তর :২৯ দিনে
২৮৮। ১৯৯৮ সালের ফেব্রম্নয়ারি মাস কত দিনে ছিল?
উত্তর : ২৮ দিনে
২৮৯। ২০১২ সাল অধিবর্ষ কেন?
উত্তর : কারণ এটি ৪০০ দ্বারা বিভাজ্য
২৯০। কত দিনে ১ বছর ধরা হয়?
উত্তর : ৩৬৫ দিনে
২৯১। খ্রিষ্টাব্দ কত সাল থেকে নিয়মিত অধিবর্ষ গণনা শুরু হয়?
উত্তর : ৮ সাল থেকে
২৯২। ধারাবাহিক ১০ বছরের সময়কালকে কী বলা হয়?
উত্তর : ১ দশক
২৯৩। ২০০১ সাল খেকে ২০১০ সাল পর্যন্ত সময়কে কী বলা হয়?
উত্তর : ১ দশক
২৯৪। ধারাবাহিক ১২ বছরের সময়কালকে কী বলা হয়?
উত্তর : ১ যুগ
২৯৫। ধারাবাহিক ১০০ বছরের সময়কালকে কী বলা হয়?
উত্তর : ১ শতাব্দী
২৯৬। ১৯০১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সময়কালকে কী বলে?
উত্তর : ১ শতাব্দী
২৯৭। ১৯৫০ সাল থেকে ১৯৬২ সাল পর্যন্ত সময়কালকে কী বলে?
উত্তর : ১ যুগ
২৯৮। মাসের উলেস্নখ না থাকলে যে কোনো মাস কত দিনে ধরা হয়?
উত্তর : ৩০ দিনে
২৯৯। কত সাল থেকে কত সাল পর্যন্ত ত্রয়োদশ শতাব্দী?
উত্তর : ১২০১ সাল থেকে ১৩০০ সাল পর্যন্ত
৩০০। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেন?
উত্তর :ঊনবিংশ শতাব্দীতে
৩০১। আন্তর্জাতিক রীতিতে কোন সময়কালকে একদিন ধরা হয়?
উত্তর :রাত ১২টার পর থেকে পরবর্তী রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়কে ১ দিন ধরা হয়।
৩০২। দেশীয় রীতিতে রাত যখন ১টা ৩০ মিনিট, আন্তর্জাতিক রীতিতে তখন কয়টা বাজে?
উত্তর : ১টা ৩০ মিনিট
৩০৩। দেশীয় রীতিতে দুপুর যখন ১টা ৩০ মিনিট, আন্তর্জাতিক রীতিতে তখন কয়টা বাজে?
উত্তর : ১৩টা ৩০ মিনিট
৩০৪। কোন রীতিতে সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত বলা হয় না?
উত্তর : আন্তর্জাতিক রীতিতে
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়