বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ভালো করার কৌশল

শিক্ষা জগৎ ডেস্ক
  ০১ আগস্ট ২০২৪, ০০:০০
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ভালো করার কৌশল

ভালো মানুষ হওয়ার লক্ষ্যে প্রযুক্তিকে যথাযথ ব্যবহার পূর্বক লেখাপড়া চালিয়ে গেলে ভালো ফলাফল নিশ্চিত করা সম্ভব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ভালো করার কিছু বিষয় দেওয়া হলো:

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে এবং উত্তরটি নির্ধারণ করতে হবে। কারণ প্রশ্ন বুঝতে ব্যর্থ হলে উত্তর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো বহুনির্বাচনি প্রশ্নের উত্তর করতে না পারলে সেটি নিয়ে সময় নষ্ট না করে পরবর্তী প্রশ্নের উত্তর করার চেষ্টা করতে হবে। শেষে সময় পেলে ফেলে আসা প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করতে হবে। মূলত প্রয়োগ

এবং উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্ন তৈরির জন্য অভিন্ন তথ্যের ব্যবহার করা হয়।

ব্যবহারিক অংশে যন্ত্র-উপকরণ সংযোজন ও ব্যবহার, প্রক্রিয়া অনুসরণ,উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ,অঙ্কন,পর্যবেক্ষণ,শনাক্তকরণ- এ বিষয়ে পরীক্ষার জন্য বহুনির্বাচনি ও ব্যবহারিক সব অংশের জন্যই বই ভালোভাবে পড়তে হবে। যে কোনো ধরনের প্রশ্নের উত্তর বইয়ে যেভাবে দেওয়া থাকবে, সেভাবেই উত্তর লিখতে বা বাছাই করতে হবে। বইয়ের বাইরের কিছু না লেখাই ভালো। সাধারণ সব প্রশ্নের উত্তর সরাসরি বইয়ে পাওয়া যায়, কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর সরাসরি বইয়ে নাও থাকতে পারে। বাস্তব জ্ঞান ও উপস্থিত বুদ্ধি দিয়ে উত্তর করতে হবে। তোমরা বিভিন্ন ধরনের সমস্যা শিক্ষকের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারো। দেখবে, তোমাদের প্রস্তুতি খুবই ভালো হবে এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সক্ষম হবে। এছাড়াও বিভিন্ন বোর্ডের বিগত কয়েক বছরের প্রশ্ন-উত্তর অনুশীলন করলে পরীক্ষাভীতি দূর হবে, পাশাপাশি প্রস্তুতিও নিখুঁতভাবে সম্পন্ন হবে ইনশাআলস্নাহ। তোমরা সবাই শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাক এবং ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও সেই দোয়া করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে