২২. মানচিত্রে উচ্চভূমি ও মালভূমিকে বোঝানো হয় কোন রং দিয়ে?
ক. হলুদ বা কমলা খ. বাদামি
গ. নীল ঘ. সাদা
উত্তর :ক. হলুদ বা কমলা
নিচের উদ্দীপকটি পড় এবং ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সুমন যে গ্রামে বসবাস করে সেখানে সমভূমি ও নিম্নভূমি উভয়ই রয়েছে। মানচিত্র পঠন ও ব্যবহার অধ্যায় পাঠ শেষে সে তার গ্রামের একটি মানচিত্র অঙ্কন করল।
২৩. সুমনের গ্রামের মানচিত্রটি কোন ধরনের মানচিত্র?
ক. এটলাস খ. প্রাকৃতিক
গ. সাংস্কৃতিক ঘ. ক্যাডাস্ট্রাল
উত্তর :ঘ. ক্যাডাস্ট্রাল
২৪. সুমনের গ্রামের মানচিত্রে ভূমির জন্য কোন রং ব্যবহার করা হবে?
ক নীল খ সাদা
গ. সবুজ ঘ বাদামি
উত্তর :গ. সবুজ
নিচের উদ্দীপকটি পড় এবং ২৫ থেকে ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সাবিনা এবং সালমা বগুড়ার মহাস্থানগড়ে ঘুরতে গেল। সেখানে তারা কিছু ঐতিহাসিক জিনিস এবং একটি মানচিত্র দেখতে পেল। ওই মানচিত্রে কিছু স্থাপত্য, পূর্বেকার ওই অঞ্চলের অর্থনৈতিক অবস্থা ও সীমানা দেখতে পেল।
২৫. উদ্দীপকে উলিস্নখিত সালমা ও সাবিনা কোন ধরনের মানচিত্র দেখতে পেয়েছিল?
ক. মৌজা মানচিত্র খ. সাংস্কৃতিক মানচিত্র
গ. দেওয়াল মানচিত্র ঘ. ঐতিহাসিক মানচিত্র
উত্তর :ঘ. ঐতিহাসিক মানচিত্র
২৬. সেনাবাহিনীর লোকজন নিজস্ব ব্যবহারের জন্য কোন ধরনের মানচিত্র ব্যবহার করেন?
ক স্থানীয় মানচিত্র খ অর্থনৈতিক মানচিত্র
গ ঐতিহাসিক মানচিত্র ঘ. সামরিক মানচিত্র
উত্তর :ঘ. সামরিক মানচিত্র
২৭. যেকোনো ভাষায় একটি মানচিত্র পাঠ করতে হলে নানা ধরনের কী ব্যবহার করতে হয়?
ক. প্রতীক চিহ্ন খ. সূচক
গ. স্কেল ঘ. সীমানা
উত্তর :ক. প্রতীক চিহ্ন
২৮. মানচিত্রে যদি ১ :১০০,০০০ লেখা থাকলে আমরা কী বুঝতে পারি?
ক. ১ একক ভূমির ১০,০০০ এককের বেশি
খ. ১ একক ভূমির ১০,০০০ এককের কম
গ. ১ একক ভূমির ১০০,০০০ এককের সমান
ঘ. ১ একক ভূমির ১০,০০০ এককের তুলনা
উত্তর :গ. ১ একক ভূমির ১০০,০০০ এককের সমান
২৯. সকল মানচিত্রেই কোন সীমারেখা বিদ্যমান?
ক. আন্তর্জাতিক সীমা খ জেলা সদর অঞ্চল
গ সমুদ্রবন্দর ঘ মৃত্তিকার অবস্থান
উত্তর : ক. আন্তর্জাতিক সীমা
৩০. প্রতি ডিগ্রি দ্রাঘিমা ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে কত মিনিট?
খ. ১ মিনিট খ. ৫ মিনিট
গ. ৪০ মিনিট ঘ. ৪ মিনিট
উত্তর :ঘ. ৪ মিনিট
৩১. পৃথিবী কোন দিক থেকে ঘুরছে?
ক. পূর্ব থেকে পশ্চিমে
খ. পশ্চিম থেকে পূর্বে
গ. উত্তর থেকে দক্ষিণে
ঘ. দক্ষিণ থেকে উত্তরে
উত্তর :খ. পশ্চিম থেকে পূর্বে
৩২. পৃথিবী আবর্তনের ফলে কোনো একটি স্থানে সূর্য যখন ঠিক মাথার উপর আসে অর্থাৎ সূর্য এবং সে স্থানের কোণ ০ক্ক হলে তখন ওই স্থানকে কী বলে?
ক. অপরাহ্ন খ. মধ্যরাত
গ. মধ্যাহ্ন ঘ. প্রভাত
উত্তর :গ. মধ্যাহ্ন
৩৩. সূর্য যখন কোনো একটি স্থানের ঠিক মাথার উপর আসে তখন সেখানে কোণের পরিমাণ কত?
ক. ০ক্ক খ. ১৫ক্ক
গ. ৩০ক্ক ঘ. ৪৫ক্ক
উত্তর :ক. ০ক্ক
৩৪. আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় স্থির করা হয় তাকে কী বলে?
ক. প্রমাণ সময়
খ. স্থানীয় সময়
গ. আন্তর্জাতিক তারিখ রেখা
ঘ. কোনোটিই নয়
উত্তর :খ. স্থানীয় সময়
৩৫. যুক্তরাজ্য বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
ক. উত্তর খ. দক্ষিণ
গ. পূর্ব ঘ. পশ্চিম
উত্তর :ঘ. পশ্চিম
৩৬. যুক্তরাষ্ট্রে কয়টি প্রমাণ সময় রয়েছে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
উত্তর :গ. ৪টি
৩৭. গ্রিনিচ কত ডিগ্রি দ্রাঘিমা রেখায় অবস্থিত?
ক. ০ক্ক খ. ১৫ক্ক
গ. ২২.৫ক্ক ঘ. ৪৫ক্ক
উত্তর :ক. ০ক্ক
৩৮. গ্রিনিচের প্রমাণ সময় থেকে বাংলাদেশের প্রমাণ সময়-
ক. অগ্রবর্তী খ. পশ্চাদ্বর্তী
গ. সমান ঘ. কোনোটিই নয়
উত্তর :ক. অগ্রবর্তী
৩৯. যুক্তরাজ্যের লন্ডন শহর বাংলাদেশের প্রমাণ সময় হতে কত ঘণ্টা পশ্চাদ্বর্তী?
ক. ৫ ঘণ্টা খ. ৬ ঘণ্টা
গ. ৭ ঘণ্টা ঘ. ৮ ঘণ্টা
উত্তর :খ. ৬ ঘণ্টা
৪০. একটি স্থানের দ্রাঘিমা ৯০ক্ক পূর্ব এবং অপর একটি স্থানের দ্রাঘিমা ৭০ক্ক পূর্ব। স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য কত?
ক. ১ ঘণ্টা ২০ সেকেন্ড
খ. ১ ঘণ্টা
গ.১ ঘণ্টা ২০ মিনিট
ঘ. সময়ের ব্যবধান হবে না
উত্তর :গ.১ ঘণ্টা ২০ মিনিট