বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ০১ আগস্ট ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

সোনার তরী

২৬. 'খর-পরশা' শব্দের অর্থ কী?

ক. নদী খ. ধারাল বর্শা

গ. কাঠ ঘ. বৃষ্টি

সঠিক উত্তর : খ. ধারাল বর্শা

২৭. রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন-

ক. ১৭৬১ খ. ১৮৬১

গ. ১৯৬১ ঘ. ১৯৬৪

সঠিক উত্তর : খ. ১৮৬১

২৮. সোনার তরী কবিতায় নৌকা ও মাঝি কীসের প্রতীক?

ক. আনন্দের খ. বিমূর্ত

গ. মহাকালের ঘ. একে অপরের সঙ্গী

সঠিক উত্তর :গ. মহাকালের

২৯. কালের সোনার তরীতে কার স্থান হয় না?

ক. কবির খ. মাঝির

গ. ধানের ঘ. কিশোরের

সঠিক উত্তর :ক. কবির

৩০. সোনার তরী কবিতায় ঢেউগুলো কী করে?

ক. দু'ধারে ভাঙ্গে খ. বয়ে যায়

গ. ঘূর্ণি তৈরি করে ঘ. প্রবাহমান

সঠিক উত্তর :ক. দু'ধারে ভাঙ্গে

৩১. 'সোনার তরী' কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে?

ক. পূর্বাকাশে খ. পশ্চিমাকাশে

গ. আকাশজুড়ে ঘ. হিংস্র হয়ে

উত্তর :গ. আকাশজুড়ে

৩২. 'সোনার তরী' কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান মেলে?

ক. ৫টি খ. ৩টি

গ. ২টি ঘ. ৪টি

উত্তর :গ. ২টি

৩৩. 'ভরসা' শব্দটির অর্থ কী?

ক. আশা খ. নিরাশা

গ. বিশ্বাস ঘ. মাঝি

উত্তর :ক. আশা

৩৪. কূল শব্দের অর্থ কোনটি?

ক. ঢেউ খ. কিনারা

গ. বংশ ঘ. স্রোত

উত্তর :খ. কিনারা

৩৫. 'সোনার তরী' কবিতায় কূলে একা কে বসে আছে?

ক. কৃষক

খ. শ্রমিক

গ. জমিদার

ঘ. ভিক্ষুক

উত্তর :ক. কৃষক

৩৬. সোনার ধান নিয়ে তরী কোথায় চলে যায়?

ক. নদীতে খ. সাগরে

গ. মোহনায় ঘ. অজানা দেশে

উত্তর :ঘ. অজানা দেশে

৩৭. 'ক্ষুরধারা' বলতে কী বোঝানো হয়েছে?

ক. তীব্র ভ্রম্নকুটি

খ. ক্ষুর দ্বারা কোনো কিছু কাটা

গ. ক্ষুরের মতো ধারালো প্রবাহ বা স্রোত

ঘ. নদীর যে বাঁকটি ক্ষুরের মতো

উত্তর :গ. ক্ষুরের মতো ধারালো প্রবাহ বা স্রোত

৩৮. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী?

ক. বীরবল খ. যাযাবর

গ. জগৎশেঠ ঘ. ভানুসিংহ

উত্তর :ঘ. ভানুসিংহ

৩৯. 'সোনার তরী' কবিতায় 'শূন্য নদীর তীরে' কে একা পড়ে থাকল?

ক. কৃষক খ. মাঝি

গ. তরী ঘ. ছোট খেত

উত্তর :ক. কৃষক

৪০. কোন পঙ্‌ক্তিতে মাঝির অপরিচয়ের নির্বিকারত্ব ও নিরাসক্তি ফুটে উঠেছে?

ক. ভরা পালে চলে যায়

খ. কোনো দিকে নাহি চায়

গ. দেখে যেন মনে হয় চিনি উহারে

ঘ. গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে

উত্তর :খ. কোনো দিকে নাহি চায়

৪১. সোনার তরীতে কেন কৃষকের ঠাঁই হলো না?

ক. তরীটা ছিল অত্যন্ত ছোট

খ. মাঝিটি ছিল খুব নিষ্ঠুর

গ. কৃষকের সোনার ধানে তরীটি ভরে গিয়েছিল

ঘ. সোনার তরীতে স্থান করে নেওয়ার ব্যাপারে কৃষক উদাসীন ছিল

উত্তর :গ. কৃষকের সোনার ধানে তরীটি ভরে গিয়েছিল

৪২. মানবজীবনের এক দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে কোন শব্দটি ব্যবহারের মাধ্যমে?

ক. ক্ষুরধারা খ. খরপরশা

গ. মেঘ ঘ. কূল

উত্তর :ক. ক্ষুরধারা

৪৩. কৃষক কিংবা কবির নিঃসঙ্গ অবস্থা প্রকাশ পাচ্ছে কোনটির মাধ্যমে?

ক. আমি খ. আমি একেলা

গ. খরপরা ঘ. থরে বিথরে

উত্তর :খ. আমি একেলা

৪৪. কোন সময়ে ক্ষেতসমেত নদীর তীর নদীর গ্রাসে হারিয়ে যায়?

ক. আষাঢ়-শ্রাবণ মাসে

খ. আশ্বিন-কার্তিক মাসে

গ. বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে

ঘ. কার্তিক-অগ্রহায়ণ মাসে

উত্তর : ক. আষাঢ়-শ্রাবণ মাসে

৪৫. 'সোনার তরী' কবিতাটির নামকরণ 'নিষ্ঠুর মহাকাল' রাখা যেত নিচের কোন যুক্তিতে?

ক. চরিত্রের ভিত্তিতে

খ. বিষয়ের ভিত্তিতে

গ. অন্তর্নিহিত তাৎপর্যের ভিত্তিতে

ঘ. দার্শনিকতার ভিত্তিতে

উত্তর :ঘ. দার্শনিকতার ভিত্তিতে

৪৬. ফকির লালন শাহ অনেক পূর্বে মৃতু্যবরণ করেছেন কিন্তু তার গানগুলো যুগ যুগ ধরে আজও মানুষের কণ্ঠে ধ্বনিত হয়ে চলেছে। এ বিষয়টি তোমার পঠিত কোন কবিতাকে সমর্থন করে?

ক. জীবন বন্দনা খ. তাহারেই পড়ে মনে

গ. পাঞ্জেরী ঘ. সোনার তরী

উত্তর :ঘ. সোনার তরী

৪৭. 'দৃষ্টি শব্দটি ব্যাকরণের কোন নিয়মে সম্পন্ন হয়েছে?

ক. প্রকৃতি প্রত্যয় খ. সমাস

গ. উপসর্গ ঘ. অনুসর্গ

উত্তর :ক. প্রকৃতি প্রত্যয়

৪৮. মানুষের জীবন কেমন?

ক. দীর্ঘস্থায়ী খ. চিরস্থায়ী

গ. ক্ষণস্থায়ী ঘ. অমর

উত্তর :গ. ক্ষণস্থায়ী

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে