জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০১ আগস্ট ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন :বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কতজন? উত্তর :বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ৬৭৭ জন। প্রশ্ন :বাংলাদেশের গ্যাস ক্ষেত্র কতটি? উত্তর :বাংলাদেশের গ্যাস ক্ষেত্র ২৭টি। প্রশ্ন :বাংলাদেশের সমুদ্রবন্দর কতটি ও কী কী? উত্তর :বাংলাদেশের সমুদ্রবন্দর ৩টি। চট্টগ্রাম, মোংলা ও পায়রা। প্রশ্ন :বাংলাদেশের স্থলবন্দর কয়টি? উত্তর :বাংলাদেশের স্থলবন্দর ২৩টি। প্রশ্ন :বাংলাদেশের মোট মন্ত্রণালয় কয়টি? উত্তর :বাংলাদেশের মোট মন্ত্রণালয় ৪১টি। প্রশ্ন :বাংলাদেশের চা বাগান কয়টি? উত্তর :বাংলাদেশের চা বাগান ১৬৬টি। প্রশ্ন :বাংলাদেশের সরকারি টেলিভিশন কতটি? উত্তর :বাংলাদেশের সরকারি টেলিভিশন ২টি। প্রশ্ন :বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় কতটি? উত্তর :বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ৪১টি। প্রশ্ন :বাংলাদেশের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় কতটি ও কী কী? উত্তর :বাংলাদেশের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ২টি। ১. এশিয়ান উইমেনস ইউনিভার্সিটি, (চট্টগ্রাম) এবং ২. ইসলামিক ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজি, (গাজীপুর) প্রশ্ন :বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ কতটি? উত্তর :সরকারি মেডিকেল কলেজ ৩১টি। প্রশ্ন :বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি? উত্তর :বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় ১টি। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রশ্ন :বাংলাদেশের ক্যাডেট কলেজ কতটি? উত্তর :ক্যাডেট কলেজ ১২টি। ছেলেদের জন্য ৯টি ও মেয়েদের জন্য ৩টি। প্রশ্ন :বাংলাদেশের জাতিসংঘের সদস্য রাষ্ট্র কততম? উত্তর :বাংলাদেশের জাতিসংঘের সদস্য রাষ্ট্র ১৩৬তম। প্রশ্ন :বাংলাদেশের ঙওঈ-এর সদস্য রাষ্ট্র কততম? উত্তর :বাংলাদেশের ঙওঈ-এর সদস্য রাষ্ট্র ৩২তম। প্রশ্ন :বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি? উত্তর :বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ৩২টি। ভারতের সাথে ৩০টি, মিয়ানমারের সাথে ২টি ও রাঙামাটির সাথে উভয় দেশের সীমান্ত রয়েছে।