দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ
প্রকাশ | ৩১ জুলাই ২০২৪, ০০:০০
সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
১১৩. গ্রহটির ভূত্বক বরফে ঢাকা। সূর্যকে প্রদক্ষিণ করতে এর সময় লাগে ২৯ বছর ৫ মাস। গ্রহটিকে ঘিরে রয়েছে হাজার হাজার বলয়। বৈশিষ্ট্যগুলো কোন গ্রহের ক্ষেত্রে প্রযোজ্য?
ক. বৃহস্পতি খ. বুধ
গ. মঙ্গল ঘ. শনি
উত্তর:ঘ. শনি
১১৪. সূর্য থেকে শনির দূরত্ব কত?
ক. ১৪০ কোটি কি.মি খ. ১৪২ কোটি কি.মি
গ. ১৪৩ কোটি কি.মি ঘ. ১৪৫ কোটি কি.মি
উত্তর: গ. ১৪৩ কোটি কি.মি
১১৫. শনি গ্রহের ব্যাস কত?
ক. ১,১২,০০০ কি.মি খ. ১,১৫,০০০ কি.মি
গ. ১,১৮,০০০ কি.মি ঘ. ১,২০,০০০ কি.মি
উত্তর:ঘ. ১,২০,০০০ কি.মি
তৃতীয় অধ্যায়
১. কিসের মাধ্যমে বিভিন্ন মহাদেশ ও মহাসাগর সম্পর্কে জানা যায়?
ক. নকশা খ. মানচিত্র
গ. দলিল ঘ. কম্পিউটার
উত্তর :খ. মানচিত্র
২. গধঢ় বা মানচিত্র কোন শব্দ থেকে এসেছে?
ক. ল্যাটিন খ. গ্রিক
গ. আরবি ঘ. ফারসি
উত্তর :ক. ল্যাটিন
৩. ভাষাগত অসুবিধা দূর করার জন্য কোন পদ্ধতি উদ্ভাবিত হয়েছে?
ক. ভূচিত্রাবলি অনুপাত
খ. প্রতিভূ অনুপাত
গ. আধুনিক অনুপাত
ঘ. বর্ণনা অনুপাত
উত্তর : খ. প্রতিভূ অনুপাত
৪. জবঢ়ৎবংবহঃরাব ঋৎধপঃরড়হ-এর অর্থ কী?
ক. প্রাকৃতিক বিষয়সংক্রান্ত
খ. মৌজা মানচিত্র
গ. দেওয়াল মানচিত্র
ঘ. প্রতিভূ অনুপাত
উত্তর :ঘ. প্রতিভূ অনুপাত
৫. প্রাচীনকালে প্রথম কোথায় মানচিত্রের প্রচলন হয়েছিল?
ক গ্রিসে খ ইরাকে
গ. মিশরে ঘ চীনে
উত্তর :গ. মিশরে
৬. ল্যাটিন 'গধঢ়ঢ়ধ' শব্দের অর্থ কী?
ক কার্বনের টুকরা খ. কাপড়ের টুকরা
গ কাগজের টুকরা ঘ পলিথিন টুকরা
উত্তর :খ. কাপড়ের টুকরা
৭. মানচিত্রের স্কেলে ১ সেন্টিমিটার সমান কত?
ক ৪ হেক্টোমিটার খ ৩ হেক্টোমিটার
গ ২ হেক্টোমিটার ঘ. ১ হেক্টোমিটার
উত্তর : ঘ. ১ হেক্টোমিটার
নিচের উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও :
রাতুল আগারগাঁয়ের স্পারসো ভবনে গিয়ে দেয়ালে কিছু মানচিত্র দেখতে পায়। যেগুলোতে শুধু মহাকাশের জ্যোতিষ্কগুলোকে দেখানো হয়েছে।
৮. রাতুল স্পারসোতে যে মানচিত্রগুলো দেখতে পায় সেগুলো কোন মানচিত্র?
ক. প্রকৃতি বিষয়ক খ. জ্যোতিষ্ক বিষয়ক
গ. মহাকাশ বিষয়ক ঘ. সৌরজগৎ বিষয়ক
উত্তর :গ. মহাকাশ বিষয়ক
৯. উদ্দীপকে উলিস্নখিত মানচিত্রগুলো কারা তৈরি ও ব্যবহার করেন?
ক. বিজ্ঞানীরা খ. জ্যোর্তিবিজ্ঞানীরা
গ. ভূগোলবিদরা ঘ. মহাকাশবিজ্ঞানীরা
উত্তর :খ. জ্যোর্তিবিজ্ঞানীরা
১০. স্কেলের ওপর ভিত্তি করে মানচিত্রকে কয়টি ভাগে ভাগ করা হয়?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
উত্তর :গ. ৪টি
১১. ক্যাডাস্ট্রাল শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
ক. ল্যাটিন খ. ফ্রেঞ্চ
গ. ফরাসি ঘ. স্পেনিস
উত্তর :খ. ফ্রেঞ্চ
১২. রেজিস্ট্রিকৃত ভূমি অথবা বিল্ডিংয়ের মালিকানা সীমা চিহ্নিত করার জন্য কোন মানচিত্র ব্যবহার করা হয়?
ক. প্রাকৃতিক বিষয়সংক্রান্ত
খ. মৌজা মানচিত্র
গ. ভূ-চিত্রাবলি মানচিত্র
ঘ. দেওয়াল মানচিত্র
উত্তর :খ. মৌজা মানচিত্র
নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান ৩ ঘণ্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড। ঢাকার দ্রাঘিমা ৯০০২৬ক্মপূর্ব।
১৩. টোকিও ঢাকার কোন দিকে অবস্থিত?
ক উত্তর খ দক্ষিণ
গ. পূর্ব ঘ পশ্চিম
উত্তর :গ. পূর্ব
১৪. আমাদের দেশের শহরের পরিকল্পনার মানচিত্রগুলো কোন মানচিত্রের অন্তর্ভুক্ত?
ক. প্রাকৃতিক বিষয়সংক্রান্ত
খ. দেওয়াল মানচিত্র
গ. ভূ-চিত্রাবলি মানচিত্র
ঘ. মৌজা মানচিত্র
উত্তর : ঘ. মৌজা মানচিত্র
১৫. আমাদের গ্রামের মানচিত্রগুলো কোন ধরনের মানচিত্রের উদাহরণ?
ক. প্রাকৃতিক বিষয়সংক্রান্ত
খ. মৌজা মানচিত্র
গ. দেওয়াল মানচিত্র
ঘ. ভূ-চিত্রাবলি মানচিত্র
উত্তর : ঘ. ভূ-চিত্রাবলি মানচিত্র
\হ১৬. টপোগ্রাফিক মানচিত্রের বাংলা নাম কী?
ক. প্রাকৃতিক বিষয়ক মানচিত্র
খ. দেওয়াল মানচিত্র
গ. মৌজা মানচিত্র
ঘ. ভূ-সংস্থানিক মানচিত্র
উত্তর :ঘ. ভূ-সংস্থানিক মানচিত্র
১৭. সাধারণত প্রাকৃতিক বিষয়ক মানচিত্রে কোন ধরনের উপাদান দেখতে পাওয়া যায়?
ক. প্রাকৃতিক ও সামাজিক
খ. প্রাকৃতিক ও সাংস্কৃতিক
গ. প্রাকৃতিক ও রাজনৈতিক
ঘ. সামাজিক ও সাংস্কৃতিক
উত্তর :খ. প্রাকৃতিক ও সাংস্কৃতিক
১৮. বর্তমান যুগে কোথা থেকে ছবি তোলার মাধ্যমে প্রাকৃতিক বিষয়ক মানচিত্রের নবযুগের সূচনা হয়?
ক. হেলিকপ্টার খ. উঁচু পাহাড়
গ. বিমান ঘ. উঁচু দালান
উত্তর :গ. বিমান
১৯. বাংলাদেশে সাধারণত কোন স্কেলটি অনুসরণ করা হয়?
ক. মিশরি খ. ব্রিটিশ
গ. ইতালি ঘ. গ্রিস
উত্তর :খ. ব্রিটিশ
২০. দেওয়াল মানচিত্র তৈরি করা হয় সাধারণত কোথায় ব্যবহার করার জন্য?
ক অফিস কক্ষে খ বাড়ির কক্ষে
গ জরিপ অফিস কক্ষে ঘ. শ্রেণিকক্ষে
উত্তর :ঘ. শ্রেণিকক্ষে
২১. ভূ-চিত্রাবলি মানচিত্রকে ইংরেজিতে কী বলে?
ক. কোরোগ্রাফিক্যাল খ. টপোগ্রাফিক
গ. ক্যাডাস্ট্রাল ঘ. ওয়াল ম্যাপ
উত্তর :ক. কোরোগ্রাফিক্যাল
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়