একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র
প্রকাশ | ৩১ জুলাই ২০২৪, ০০:০০
আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
সোনার তরী
৫। রবীন্দ্রনাথের মতে, মাঝি আসলে কে?
ক. নিঃসঙ্গ জীবন খ. মহাকালের প্রতীক
গ. অবিনশ্বর জীবন ঘ. জাতির নেতা
উত্তর :খ. মহাকালের প্রতীক
৬। 'কূলে একা বসে আছি নাহি ভরসা'- এখানে কূলে শব্দটি কীসের প্রতীক?
ক. হতাশা খ. পৃথিবী
গ. নদীর কূল ঘ. ধানের ক্ষেত
উত্তর :খ. পৃথিবী
৭। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
ক. বিসর্জন খ. ডাকঘর
গ. বসন্ত ঘ. রক্তকরবী
উত্তর :গ. বসন্ত
৮। 'সোনার তরী' কবিতায় 'বাঁকাজল' কীসের প্রতীক?
ক. বিপদের খ. অস্থিরতার
গ. কালস্রোতের ঘ. ঢেউয়ের
উত্তর :গ. কালস্রোতের
৯। সোনার তরীতে কবির স্থান হয়নি কেন?
ক. তরীটি ছোট ছিল
খ. মহাকাল ব্যক্তিকে নয়, কর্মকে স্থান দেয়
গ. মাঝি কবিকে পছন্দ করেনি
ঘ. ধান বেশি ছিল বলে
উত্তর :খ. মহাকাল ব্যক্তিকে নয়, কর্মকে স্থান দেয়
১০। 'সোনার তরী' কবিতাটিতে প্রকাশ পেয়েছে-
\হর. দার্শনিক তত্ত্ব
\হরর. গভীর জীবনদর্শন
\হররর. দেশপ্রেম
নিচের কোনটি সঠিক?
ক. র ও ররর খ. রর
গ. র ঘ. র ও রর
উত্তর :ঘ. র ও রর
১১। 'ধান কাটা হলো সারা'- এখানে কোন বিষয়কে ইঙ্গিত করা হয়েছে?
ক. কাজ শেষের ইঙ্গিত
খ. জীবনের শেষ সময়
গ. সোনার তরী আসার সময়
ঘ. মহাকালের শূন্যতার সময়
উত্তর :ক. কাজ শেষের ইঙ্গিত
১২। ভরা নদীর স্রোত কেমন ছিল?
ক. আঁকাবাঁকা খ. ঢেউপূর্ণ ও সুন্দর
গ. তীব্র ও দুর্যোগময় ঘ. ক্ষুরধারার মতো
উত্তর :ঘ. ক্ষুরধারার মতো
১৩। মাঝি নৌকা নিয়ে চলে যাওয়ার সময় ঢেউগুলো কেমন ছিল?
ক. স্বতঃস্ফূর্ত খ. নিরুপায়
গ. চঞ্চল ঘ. ধীরস্থির
উত্তর :খ. নিরুপায়
১৪। কোন শব্দ থেকে 'বরষা' শব্দের উৎপত্তি?
ক. বর্শা খ. বর্ষা
গ. বর্ষণ ঘ. বরশা
উত্তর :খ. বর্ষা
১৫। 'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?
ক. স্বরবৃত্ত খ. অক্ষরবৃত্ত
গ. মাত্রাবৃত্ত ঘ. মিশ্র
উত্তর :গ. মাত্রাবৃত্ত
১৬। 'রাশি রাশি' শব্দটি ব্যাকরণের কোন পদ?
ক. সাপেক্ষ সর্বনাম খ. বস্তুবাচক সর্বনাম
গ. নির্ধারক বিশেষণ ঘ. ক্রিয়া বিশেষণ
উত্তর :গ. নির্ধারক বিশেষণ
১৭। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. ১৯১৩ সালে খ. ১৯১৪ সালে
গ. ১৯১৫ সালে ঘ. ১৯১৬ সালে
উত্তর : ক. ১৯১৩ সালে
১৮. 'সোনার তরী' কবিতাটি কোন ধরনের কবিতা?
ক. সনেট খ. রূপক
গ. বাস্তবধর্মী ঘ. প্রহসন
সঠিক উত্তর :খ. রূপক
১৯. 'তরু ছায়া মসী-মাখা' কেন বলা হয়েছে?
ক. ছায়া সুনিবিড় পরিবেশকে উপস্থাপন করার জন্য
খ. মেঘলা আবহাওয়াকে নির্দেশ করার জন্য
গ. বৃক্ষ ছায়ার কালচে রং মাখাকে বোঝানোর জন্য
ঘ. পলস্নবায়িত বৃক্ষকে তুলে ধরার জন্য
সঠিক উত্তর :গ. বৃক্ষ ছায়ার কালচে রং মাখাকে বোঝানোর জন্য
নিচের উদ্দীপকটি পড়ে এবং ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :
মাদার তেরেসা আজীবন মানবতার জয়গান গেয়েছেন। মানবসেবার জন্য গড়ে তুলেছেন অসংখ্য প্রতিষ্ঠান। তিনি তার কর্ম ও সৃষ্টির মাধ্যমে পৃথিবীতে অমর হয়ে রয়েছেন।
২০. উদ্দীপকের মূলভাব কোন পঙ্ক্তির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক. চারদিকে বাঁকা জল করিছে খেলা
খ. একখানি ছোট খেত আমি একেলা
গ. আমারই সোনার ধানে গিয়েছে ভরি
ঘ. দেখে যেন মনে হয় চিনি উহারে
সঠিক উত্তর :গ. আমারই সোনার ধানে গিয়েছে ভরি
২১. উদ্দীপকে 'সোনার তরী' কবিতায় যে ভাব প্রকাশিত হয়েছে-
র. মানুষের জীবনবোধ যন্ত্রণাময়
রর. ব্যক্তিসত্তা নয় টিকে থাকে মানুষের কীর্তি
ররর. কালপ্রবাহকে মানুষ এড়াতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. ররর ঘ. র ও রর
সঠিক উত্তর : খ. রর
২২. 'থরে বিথরে' শব্দগুচ্ছ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. রাশি রাশি খ. বোঝা বোঝা
গ. স্তরে স্তরে ঘ. সারি সারি
সঠিক উত্তর :গ. স্তরে স্তরে
২৩. 'সোনার তরী' কবিতায় কৃষক মাঝিকে কী অনুরোধ করেছিল?
ক. কৃষকের সঙ্গে গল্প করতে
খ. কৃষকের ভয় দূর করে দিতে
গ. সোনার ধান নৌকায় তুলে দিতে
ঘ. সোনার পাট নৌকায় তুলে দিতে
সঠিক উত্তর : গ. সোনার ধান নৌকায় তুলে দিতে
নিচের উদ্দীপকটি পড়ে এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও :
মেঘের পরে মেঘ জমেছে আঁধার করে আসে
আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে?
২৪. উদ্দীপকের সঙ্গে কোন চরণের মিল রয়েছে?
ক. গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা
খ. যত চাও তত লও তরণী- পরে
গ. শূন্য নদীর তীরে রহিনু পড়ি
ঘ. যাহা ছিল নিয়ে গেল সোনার তরী
সঠিক উত্তর : ক. গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা
২৫. উদ্দীপকে 'সোনার তরী' কবিতায় প্রকাশিত হয়েছে-
র. বর্ষার প্রকৃতি
রর. নিঃস্ব কৃষক
ররর. সৃষ্টিশীল কর্ম
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. ররর গ. রর ও ররর
সঠিক উত্তর : ক. র
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়