পঞ্চম শ্রেণির বাংলা

প্রকাশ | ৩১ জুলাই ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
১৪৫। গড় নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর : গড় = রাশিগুলোর যোগফল গু রাশিগুলোর সংখ্যা ১৪৬। গড় নির্ণয়ের ক্ষেত্রে রাশিগুলোর অবস্থা কীরূপ হতে হয়? উত্তর : রাশিগুলো একই জাতীয় বা সমজাতীয় হতে হয় ১৪৭। গড় হতে রাশিগুলোর যোগফল নির্ণয়ের সূত্র কী? উত্তর : রাশিগুলোর যোগফল = গড় ক্ম রাশিগুলোর সংখ্যা ১৪৮। ১০, ১১, ১২, ১৩ ও ১৪-এর গড় কত? উত্তর : ১২ ১৪৯। তিনটি সংখ্যার যোগফল ১৮০ হলে সংখ্যা তিনটির গড় কত? উত্তর : ৬০ ১৫০। সাতটি সংখ্যার গড় ১৭২। সংখ্যাগুলোর মোট মান কত? উত্তর : ১২০৪ ১৫১। ৫টি গ্রামের মোট জনসংখ্যা ১২৬০ হলে ওই গ্রামগুলোর গড় জনসংখ্যা কত? উত্তর : ২৫২ ১৫২। জুন মাসের প্রতিদিনের গড় বৃষ্টিপাত ২০ সে.মি. হলে মোট বৃষ্টিপাত কত? উত্তর : ৬০০ সে.মি. ১৫৩। ৩টি সংখ্যার গড় ১৫ ও ২টি সংখ্যার গড় ২৫ হলে, ৫টি সংখ্যার গড় কত? উত্তর : ১৯ ১৫৪। ৮.৫ এবং ২.৩-এর গড় কত? উত্তর : ৫.৪ ১৫৫। ৩ জনের গড় বয়স ২ বছর বৃদ্ধি পেলে তাদের মোট বয়স কত বছর বৃদ্ধি পাবে? উত্তর : ৬ বছর ১৫৬। আটটি ফিতার গড় মূল্য ৫ টাকা ৭৫ পয়সা হলে, ফিতাগুলোর মোট মূল্য কত? উত্তর : ৪৬ টাকা ১৫৭। অনি ৩টি বিষয়ে মোট নাম্বার পেয়েছে ২১০। তার নাম্বারের গড় কত? উত্তর : ৭০ ১৫৮। ৮২, ৭৫, ৯২, ৭৮, ৯৩ ও অপর কোন সংখ্যাটির গড় ৮৬? উত্তর : ৯৬ ১৫৯। গড় নির্ণয়ে একাধিক রাশির কী করতে হয়? উত্তর : যোগফল ১৬০। তিনটি সংখ্যার গড়ের অর্ধেক ৩ হলে, সংখ্যাগুলোর সমষ্টি কত? উত্তর : ১৮ ১৬১। ১২, ০ ও ১৮-এর গ. সা. গু. কত? উত্তর : ১০ ১৬২। শতকরা কী? উত্তর : একটি ভগ্নাংশ যার হর ১০০ ১৬৩। শতকরা প্রকাশের চিহ্নটি লেখো। উত্তর : % ১৬৪। লাভ বা ক্ষতি কীসের ওপর নির্ভর করে? উত্তর : ক্রয়মূল্যের ওপর ১৬৫। লাভ নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর : লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য ১৬৬। ক্ষতি নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর : ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য ১৬৭। শতকরা মুনাফার হার নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর :শতকরা মুনাফার হার = ১৬৮। ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য বেশি হলে কী হয়? উত্তর : লাভ ১৬৯। ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য কম হলে কী হয়? উত্তর :ক্ষতি ১৭০। সময় নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর :সময় = ১০০ গু আসল ক্ম মুনাফা ১৭১। মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর : মুনাফার হার গু ১০০ক্ম আসল ১৭২। ৪০ টাকার ৪০% = কত? উত্তর : ১৬ টাকা ১৭৩। ব্যাংকে যে টাকা রাখা হয় তা কী? উত্তর : আসল ১৭৪। আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে তাকে কী বলে? উত্তর :মুনাফা ১৭৫। ৮% লোকসান বলতে কী বোঝ? উত্তর : ১০০ টাকায় ৮ টাকা ক্ষতি ১৭৬। ৫% লাভ বলতে কী বোঝো? উত্তর : ১০০ টাকায় ৫ টাকা লাভ ১৭৭। ৯০ কেজির ১৫% কত কেজি? উত্তর : ১৩.৫০ কেজি ১৭৮। একটি বইয়ের ক্রয়মূল্য ১০০ টাকা এবং বিক্রয়মূল্য ১২০ টাকা। শতকরা কত লাভ হলো? উত্তর : শতকরা ২০ টাকা ১৭৯। কোন পরীক্ষায় ৪৬০ জন ছাত্রের মধ্যে ৬৩ জন ফেল করেছে। শতকরা কতজন ছাত্র ওই পরীক্ষায় ফেল করেছে? উত্তর : ১৩.৬৯% ১৮০। ১০০ টাকার ৫ বছরের মুনাফা ৪০ টাকা হলে, মুনাফার হার কত? উত্তর :৮% ১৮১। তোমার শ্রেণিতে প্রথম সাময়িক পরীক্ষায় ৪০ জন শিক্ষার্থীর মধ্যে ৫০% গণিতে পাস করেছে। কতজন গণিতে পাস করল? উত্তর : ২০ জন ১৮২। একটি কলম ৫০ টাকায় ক্রয় করা হলো। কলমটি ৪৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে? উত্তর : ১০% ১৮৩। রফিক ব্যাংকে ১০০ টাকা জমা রাখল। এক বছর পর সে ১০ টাকা অতিরিক্ত পেল। এই ১০ টাকাকে কী বলে? উত্তর : মুনাফা ১৮৪। অনি একটি কলম ৫০ টাকায় ক্রয় করে ৫৫ টাকায় বিক্রয় করে। এতে তার শতকরা কত লাভ হলো? উত্তর : শতকরা ১০ টাকা ১৮৫। একটি কলম ৫০ টাকায় ক্রয় করে ৪৬ টাকায় বিক্রয় করলে কত ক্ষতি হবে? উত্তর : ৪ টাকা ১৮৫। ১০০ টাকায় ১ বছরে যে মুনাফা হয় তাকে কী বলে? উত্তর :শতকরা মুনাফার হার ১৮৬। এক কেজি আম ১০০ টাকায় ক্রয় করে ৯৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? উত্তর : ৫ টাকা ক্ষতি হবে ১৮৭। চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে কী বলে? উত্তর :চতুর্ভুজ ১৮৮। চতুর্ভুজের কয়টি বাহু আছে? উত্তর :চারটি ১৮৯। চতুর্ভুজের কয়টি কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু আছে? উত্তর :চারটি ১৯০। চতুর্ভুজের কর্ণ কয়টি? উত্তর :২টি ১৯১। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে কী বলে? উত্তর :সামান্তরিক ১৯২। সামান্তরিকের বিপরীত বাহুগুলো কেমন? উত্তর : সমান ও সমান্তরাল ১৯৩। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কী করে? উত্তর :সমদ্বিখন্ডিত করে ১৯৪। সমান্তরিকের বিপরীত কোণগুলো কেমন? উত্তর :সমান হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়